Ajker Patrika

আদিবাসী সম্প্রদায়ের কাছেই নিরাপদ বনাঞ্চল 

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৪: ৩২
আদিবাসী সম্প্রদায়ের কাছেই নিরাপদ বনাঞ্চল 

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বিশ্বজুড়েই আবহাওয়া ভারসাম্যহীন হয়েছে। একদিকে নজীরবিহীন বৃষ্টিপাতে মধ্যপ্রাচ্যে বন্যা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে চলছ তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে পৃথিবী ক্রমে বসবাসের অযোগ্য গ্রহে পরিণত হচ্ছে। এর জন্য দায়ী বিশ্বজুড়ে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। আর নির্বিচারে বন উজাড় করার কারণেই গ্রিনহাউস গ্যাস নিঃসারণ বাড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ-সুন্দর পৃথিবী গড়ে তুলতে বন সংরক্ষণের বিকল্প নেই। 
 
দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকা এখন ইকোট্যুরিজমের জন্য পরিচিত। বন পুনরুদ্ধারের ক্ষেত্রে দেশটি অন্য দেশগুলোর জন্য একটি উদাহরণ সৃষ্টি করেছে। ২০২২ সালের কুনমিং-মন্ট্রিলের গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্কের অধীনে ১৯০টিরও বেশি দেশ ৩০ শতাংশ জমি ও ৩০ শতাংশ বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করতে সম্মত হয়েছে। 

কৃষিকাজ ও পশুপালনের জন্য কোস্টারিকার বন উজাড় করা হয় এবং আদিবাসীদের তাদের আবাস্থল থেকে উৎখাত করা হয়েছিল। বনের ওপর নির্ভরশীল সম্প্রদায়দের অধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন আদিবাসী নেতারা। নিজেদের জমি ফিরে পেতে দেশের নীতি পরিবর্তন থেকে শুরু করে আদালতেও তাঁরা লড়ছেন। 

আদিবাসী সম্প্রদায়ের হাতেই বন সবচেয়ে বেশি নিরাপদ বলে গবেষণায় উঠে এসেছে। ব্রাজিলের আদিবাসী অঞ্চলে বন পুনরুদ্ধারের ওপর গবেষণা করেন হার্ভার্ডের ছাত্রী ক্যাথরিন বারাগওয়ানাথ। তিনি বলেন, ‘ব্রাজিলের অনেক আদিবাসী আন্দোলন পরিবেশের সঙ্গে জটিলভাবে জড়িত। বন সংরক্ষণের জন্য তাঁরা অটল, কারণ অনেক স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য এই বনাঞ্চলের ওপর নির্ভর করে। 

এ ছাড়া জাতীয় উদ্যানের মতো সুরক্ষিত এলাকা তৈরির ফলে আদিবাসীরা তাদের আবাসস্থল হারিয়েছে। তবে নেপাল এ ক্ষেত্রে ভিন্ন কৌশল অবলম্বন করছে। বন সংরক্ষণে নেতৃত্ব দিতে বলা হয়েছে দেশটির স্থানীয় আদিবাসী সম্প্রদায়কে। ফলে ১৯৯২ থেকে ২০১৬ সালে মধ্যে নেপালের বনাঞ্চল প্রায় দ্বিগুণ হয়েছে। এটি বন ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করেছে। আদিবাসীরা বনের যত্ন নেয়, কারণ তারা খাদ্য বা ওষুধ এবং জ্বালানি কাঠের মতো অন্যান্য সম্পদের জন্যও বনের ওপর নির্ভরশীল। অন্যদের তুলনায় বনের সম্পদগুলো টেকসইভাবে ব্যবহার করার সম্ভাবনা ও সংরক্ষণ করে আদিবাসীরা। 

মাত্র কয়েক দশক আগে বিশ্বের সবচেয়ে বেশি বন উজাড়ের হার ছিল কোস্টারিকায়। ১৯৩০ ও ১৯৪০ সালে ‘ডেনুনসিও’ নামক একটি নীতি চালু করা হয়। এই নীতি অনুসারে উপনিবেশবাদীরা কৃষিকাজের জন্য বন সাফ করলে তারা ৫০ হেক্টর পর্যন্ত জমি ব্যবহার করার সুযোগ পায়। ১৯৯০ সালে মাত্র ১ শতাংশ সম্পত্তির মালিক ২৫ শতাংশ কৃষি জমি নিয়ন্ত্রণ করত। ১৯৪০ থেকে ১৯৯০ সালের মধ্যে দেশের বনাঞ্চল ৭৫ শতাংশ থেকে ২৯ শতাংশ কমে যায়। দেশটি তার অর্ধেকের বেশি গরুর মাংস বার্গার কিংকে (ফাস্টফুড বিক্রির দোকান) বিক্রি করে। এ জন্য বন উজাড় করে এসব চারণভূমি তৈরি করা হয়। 

 ১৯৯৬ সালে কোস্টারিকার আইনসভায় একটি যুগান্তকারী আইস পাস হয়। এর মাধ্যমে বন উজাড় অবৈধ হয়ে যায়। দেশটি সে সময় ‘পরিবেশগত পরিষেবাগুলোর জন্য অর্থ প্রদান’ (প্যাগো ডি সার্ভিসিওস অ্যাম্বিয়েন্টালেস) নামে একটি প্রোগ্রাম তৈরি করে। এটি আদিবাসীদের বন ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য অর্থ প্রদান করে। জীববৈচিত্র্য ও জলসম্পদ রক্ষা, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো ও পর্যটনের জন্য ‘প্রাকৃতিক সৌন্দর্য’ রক্ষার জন্য এসব অর্থ দেওয়া হয়। দেশটি জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর কর নেয়। এই কর প্রোগ্রামের বেশির ভাগের জন্য অর্থ প্রদান করে। 

কোস্টারিকার আদিবাসীদের আবাসস্থল দেশটির প্রায় ৭ শতাংশ। ন্যাশনাল ফরেস্ট্রি ফাইনান্সিং ফান্ড অনুসারে, তারা প্রোগ্রামটির ১২ শতাংশ সম্পদ পায়। 

তবে কোস্টারিকার এক আদিবাসী সম্প্রদায়ের নেতা ডোরিস রিওস বলেন, তারা এখনো এই প্রোগ্রামে অংশ নেয়নি। তারা এখনো জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে। 

রিওস ও তার সম্প্রদায় অন্যরা পূর্বের চারণভূমিতে কিছু স্থানীয় পেয়ারার চারা রোপণ করেছে। কিন্তু বনকে আদের অবস্থায় ফিরিয়ে আনতে তাদের আসলে খুব বেশি গাছ লাগাতে হবে না। নিজেকে পুনরুদ্ধার করার একটি অসাধারণ ক্ষমতা রয়েছে বনের। পেয়ারা গাছগুলো সেই প্রক্রিয়াটিকে গতিশীল করতে সাহায্য করবে। পাখি ও প্রাণীদের মাধ্যমে এসব পেয়ারর বীজ বনের মধ্যে ছড়িয়ে পরে। সেগুলো থেকেই নতুন গাছ জন্ম নেয়। 

রিও বলেন, ‘সবাই আমাদের আক্রমণাত্মকভাবে বলছে যে, আমরা অলস। আমরা আসলে কিছুই করছি না। কিন্তু সেটিই আমরা চাইছি। আমরা বনকে নিজেই নিজের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সময় দিচ্ছি।’ 

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১০: ১১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সংকটে ভুগছে রাজধানী শহর ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই দশের মধ্যে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী। এর মধ্যে আজ বুধবার তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে শহরটি।

বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ সকাল ৮টা ৩০ মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ১৯৭। যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান ২৪৮, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো ভারতের কলকাতা (২৪৭), ভিয়েতনামের হ্যানয় (২৩৬), পাকিস্তানের করাচি (২২৮) ও ভারতের দিল্লি (২১০)।

আজ ঢাকার যেসব এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি—ইস্টার্ন হাউজিং, দক্ষিণ পল্লবী, বেচারাম দেউরি, গোড়ান, বেজ এজওয়াটার আউটডোর, কল্যাণপুর, পেয়ারাবাগ রেললাইন, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, শান্তা ফোরাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম বিল্ডিং।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলা এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণ সংকটের জন্য দায়ী।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।

বাতাসের এই বিপজ্জনক পরিস্থিতিতে করণীয়

অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী: শিশু, বয়স্ক, হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীরা সব ধরনের ঘরের বাইরে না যাওয়াই ভালো।

সাধারণ সুস্থ ব্যক্তি: তাদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করুন।

ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ঢাকার তাপমাত্রা আজ ১৬ ডিগ্রির ঘরে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮: ৪৫
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানী ঢাকার তাপমাত্রা আজ সোমবার সকালে ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আজ আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। দুপুর পর্যন্ত এই অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১২ মিনিটে, আগামীকাল সূর্যাস্ত ৬টা ৩০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা, খুব অস্বাস্থ্যকর বেচারাম দেউরির বাতাস

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০: ২৫
ফাইল ছবি
ফাইল ছবি

দীর্ঘদিন ধরে বায়ুদূষণের সংকটে ভুগছে রাজধানী শহর ঢাকা। বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই দশের মধ্যে অবস্থান করছে শহরটি। এর মধ্যে আজ মঙ্গলবার তালিকায় আছে দ্বিতীয় স্থানে।

বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ২৫০, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

ঢাকার যেসব এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি—বেচারাম দেউরি, গোড়ান, কল্যাণপুর, পল্লবী দক্ষিণ, ইস্টার্ন হাউজিং, বেজ এজওয়াটার আউটডোর, শান্তা ফোরাম, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, পেয়ারাবাগ রেল লাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম বিল্ডিং।

ঢাকার নিম্নমানের বাতাসের প্রধান কারণ হলো পিএম ২.৫ বা সূক্ষ্ম কণা। এই অতিক্ষুদ্র কণাগুলো, যাদের ব্যাস ২.৫ মাইক্রোমিটারের চেয়েও কম, ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশে যেতে পারে। এর ফলে হাঁপানি (অ্যাজমা) বৃদ্ধি, ব্রঙ্কাইটিস এবং হৃদ্‌রোগের মতো শ্বাসযন্ত্র ও হৃদ্‌যন্ত্রের গুরুতর অসুস্থতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

শীতকালীন আবহাওয়ার ধরন, যানবাহন ও শিল্প থেকে অনিয়ন্ত্রিত নির্গমন, চলমান নির্মাণকাজ থেকে সৃষ্ট ধুলো এবং আশপাশের ইটভাটাগুলো এই দূষণ সংকটের জন্য দায়ী।

বায়ুদূষণের তালিকায় শীর্ষে থাকা ভারতের কলকাতার বায়ুমান আজ ২৬২, যা খুব অস্বাস্থ্যকর বাতাসের বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো মিসরের কায়রো (২৩৯), ভারতের দিল্লি (২৩২) ও কুয়েতের কুয়েত সিটি (১৯৮)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।

বাতাসের এই বিপজ্জনক পরিস্থিতিতে করণীয়

অত্যন্ত সংবেদনশীল গোষ্ঠী: শিশু, বয়স্ক, হৃদ্‌রোগ বা শ্বাসকষ্টের রোগীরা সব ধরনের ঘরের বাইরে না যাওয়াই ভালো।

সাধারণ সুস্থ ব্যক্তি: তাদের উচিত বাইরে কাটানো সময় সীমিত করা এবং শারীরিক পরিশ্রমের কাজ এড়িয়ে চলা।

যদি বাইরে বের হতে হয়, তবে অবশ্যই দূষণ রোধে কার্যকর মাস্ক ব্যবহার করুন।

ঘরের ভেতরের বাতাস পরিষ্কার রাখতে এয়ার পিউরিফায়ার ব্যবহার করুন এবং দূষিত বাতাস প্রবেশ ঠেকাতে জানালা ও দরজা বন্ধ রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

আজ ঢাকায় শীত কিছুটা বেশি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮: ৩৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার শীত কিছুটা বেশি পড়েছে। আগের দিন সোমবার সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটি কমে হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। দুপুর পর্যন্ত এই অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ ঢাকায় সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫টা ১২ মিনিটে, আগামীকাল সূর্যাস্ত ৬টা ৩০ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত