Ajker Patrika

ঢাকার পটারি পুকুর ভরাট বন্ধে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকার পটারি পুকুর ভরাট বন্ধে আইনি নোটিশ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রায়ের বাজারে অবস্থিত ‘পটারি পুকুর’ ভরাট বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক, ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচাল, ঢাকার জেলা প্রশাসক, ঢাকার পুলিশ কমিশনার, পরিবেশ অধিদপ্তরের (ঢাকা মহানগর কার্যালয়) পরিচালক, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রাতুল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক ও রুপায়ন গ্রুপসহ সংশ্লিষ্টদেরকে এই নোটিশ পাঠানো হয়।

বেলার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নোটিশ পাঠানোর বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, জনগুরুত্বপূর্ণ এ পুকুরটি ভরাট করে রুপায়ন গ্রুপের রাতুল প্রপার্টিজ লি. বহুতল ভবন নির্মাণ করছে। পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই পুকুর ভরাট করা হচ্ছে এবং ভবন নির্মাণের পূর্বে অবস্থানগত ছাড়পত্রও গ্রহণ করেনি প্রতিষ্ঠানটি। গুরুত্বপূর্ণ এ পুকুরটি ভরাট হয়ে গেলে উল্লেখিত এলাকার পানি নিষ্কাষিত হতে না পেরে এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছাবে। অগ্নিকাণ্ড প্রবণ ঢাকা মহানগরীর অগ্নিকাণ্ড মোকাবেলায় এমন একটি পুকুরের গুরুত্ব অপরিসীম। মহানগরী ঢাকায় প্রায়ই পানির অভাবে অগ্নিকাণ্ড মোকাবেলা ব্যাহত হয়। ফলশ্রুতিতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত