Ajker Patrika

আগামী ৩ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৩ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

দেশজুড়ে তাপমাত্রা সামান্য বেড়েছে। কমে এসেছে শীতের প্রকোপ। আজ বুধবারও দেশের পাঁচ জেলায় যে শৈত্যপ্রবাহ বইছিল, তা প্রশমিত হওয়ার পাশাপাশি আগামী তিন দিন দেশজুড়ে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচ জেলার শৈত্যপ্রবাহ চলে যাবে। বৃহস্পতিবার সিলেটে বৃষ্টি থাকবে। আর আগামী ৪,৫ ও ৬ তারিখের দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে দু-এক স্থানে ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।’

আবহাওয়া অধিদপ্তর বুধবার সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। এতে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

গণভোট নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ