অনলাইন ডেস্ক
আগামী কয়েক দশকের মধ্যে আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে তাপপ্রবাহ এতটাই চরম আকার ধারণ করবে যে সেখানে নাজুক হয়ে পড়বে জনজীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হবে। জাতিসংঘ ও রেডক্রসের একটি নতুন প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী দপ্তর (ওসিএইচএ) এবং আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।
‘চরম তাপমাত্রা: ভবিষ্যৎ দাবদাহের জন্য প্রস্তুতি’ শিরোনামের যৌথ প্রতিবেদনে বলা হয়, ৩৮টি দাবদাহের ঘটনায় ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চাইতে বেশি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর আফ্রিকার সাহিল অঞ্চল, পূর্ব আফ্রিকার কিছু অঞ্চল এবং এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৃষ্ট দাবদাহ মানুষের শারীরবৃত্তীয় ও সামাজিক সহনশীলতার মাত্রা অতিক্রম করবে। ফলে বড় ধরনের জনভোগান্তি ও প্রাণনাশের ঘটনা ঘটবে।
সোমালিয়া ও পাকিস্তানের মতো দেশ তো ইতিমধ্যে তাপপ্রবাহের সম্মুখীন, ভবিষ্যতে তাদের দুর্ভোগ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী দপ্তরের প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, দাবদাহ, খরা বা বন্যার মতো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশগুলো। উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা হয় প্রতিবেদনে। আগামীতে এ ধরনের বিপর্যয় মারাত্মক আকার ধারণ করবে বলে সতর্ক করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এখন থেকেই কঠোর পদক্ষেপ না নিলে আগামী দিনে পৃথিবীর তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছাবে, যা কোনোভাবেই আর মানিয়ে নিতে পারবে না মানুষ। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে সাহিল অঞ্চল, হর্ন অব আফ্রিকা এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়া।
তাপমাত্রা বৃদ্ধি ও অতিরিক্ত নগরায়ণের কারণে আগামী কয়েক দশকে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অসুস্থ ও বয়স্ক মানুষদের আয়ু অনেকটা কমবে বলেও উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। এর প্রভাবে শিশু ও অন্তঃসত্ত্বাদের অসুস্থতা এবং মৃত্যুঝুঁকি বাড়বে। এ ছাড়া তীব্র দাবদাহের কারণে ভবিষ্যতে মৃত্যুহার বৃদ্ধি পাবে। এমনকি চলতি শতাব্দী শেষে ক্যানসার বা সব সংক্রামক রোগের মৃত্যুহারের সঙ্গে তুলনীয় হবে দাবদাহের কারণে মৃত্যু।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পরামর্শ হিসেবে প্রতিবেদনে বলা হয়, দাবদাহ সংক্রান্ত বিপর্যয় ঠেকাতে এখনই আগ্রাসী পদক্ষেপ নেওয়া দরকার, যা এ ধরনের সমস্যার সবচেয়ে নেতিবাচক প্রভাবগুলো কমাতে পারে।
আগামী কয়েক দশকের মধ্যে আফ্রিকা ও এশিয়ার কিছু অংশে তাপপ্রবাহ এতটাই চরম আকার ধারণ করবে যে সেখানে নাজুক হয়ে পড়বে জনজীবন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হবে। জাতিসংঘ ও রেডক্রসের একটি নতুন প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী দপ্তর (ওসিএইচএ) এবং আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি) যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।
‘চরম তাপমাত্রা: ভবিষ্যৎ দাবদাহের জন্য প্রস্তুতি’ শিরোনামের যৌথ প্রতিবেদনে বলা হয়, ৩৮টি দাবদাহের ঘটনায় ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত সংখ্যা এর চাইতে বেশি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, উত্তর আফ্রিকার সাহিল অঞ্চল, পূর্ব আফ্রিকার কিছু অঞ্চল এবং এশিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৃষ্ট দাবদাহ মানুষের শারীরবৃত্তীয় ও সামাজিক সহনশীলতার মাত্রা অতিক্রম করবে। ফলে বড় ধরনের জনভোগান্তি ও প্রাণনাশের ঘটনা ঘটবে।
সোমালিয়া ও পাকিস্তানের মতো দেশ তো ইতিমধ্যে তাপপ্রবাহের সম্মুখীন, ভবিষ্যতে তাদের দুর্ভোগ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী দপ্তরের প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, দাবদাহ, খরা বা বন্যার মতো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উন্নয়নশীল দেশগুলো। উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা হয় প্রতিবেদনে। আগামীতে এ ধরনের বিপর্যয় মারাত্মক আকার ধারণ করবে বলে সতর্ক করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, এখন থেকেই কঠোর পদক্ষেপ না নিলে আগামী দিনে পৃথিবীর তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছাবে, যা কোনোভাবেই আর মানিয়ে নিতে পারবে না মানুষ। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হবে সাহিল অঞ্চল, হর্ন অব আফ্রিকা এবং দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়া।
তাপমাত্রা বৃদ্ধি ও অতিরিক্ত নগরায়ণের কারণে আগামী কয়েক দশকে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোর অসুস্থ ও বয়স্ক মানুষদের আয়ু অনেকটা কমবে বলেও উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনে। এর প্রভাবে শিশু ও অন্তঃসত্ত্বাদের অসুস্থতা এবং মৃত্যুঝুঁকি বাড়বে। এ ছাড়া তীব্র দাবদাহের কারণে ভবিষ্যতে মৃত্যুহার বৃদ্ধি পাবে। এমনকি চলতি শতাব্দী শেষে ক্যানসার বা সব সংক্রামক রোগের মৃত্যুহারের সঙ্গে তুলনীয় হবে দাবদাহের কারণে মৃত্যু।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পরামর্শ হিসেবে প্রতিবেদনে বলা হয়, দাবদাহ সংক্রান্ত বিপর্যয় ঠেকাতে এখনই আগ্রাসী পদক্ষেপ নেওয়া দরকার, যা এ ধরনের সমস্যার সবচেয়ে নেতিবাচক প্রভাবগুলো কমাতে পারে।
ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর। সকালের রেকর্ড অনুযায়ী বায়ুমান সূচকে অবস্থান এগিয়ে শীর্ষ পাঁচে এসেছে। এই শহরের আজকের বায়ুমান ১৭৯, যেখানে ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ পর্যায় ধরা হয়। অন্যদিকে আজ ঝুঁকিপূর্ণ বায়ুদূষণ নিয়ে শীর্ষে রয়েছে কম্বোডিয়ার নমপেন শহর, বায়ুমান ২১৫...
২ ঘণ্টা আগেমাঘের মাঝামাঝি এসে আজ গুঁড়িগুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ দিন দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকালও এমন আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। তবে রাতে তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে...
১ দিন আগেবায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের
১ দিন আগেসারা দেশে আজ তাপমাত্রা খানিকটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আগামীকাল থেকে দেশের চার বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর...
২ দিন আগে