আজকের পত্রিকা ডেস্ক
বিজ্ঞানীদের এত এত গবেষণা। রাস্তায় প্রতিবাদ আর আন্দোলনকারীদের ক্রমাগত তাগিদে প্রধান নেতাদের বৈঠক। কখনো কখনো বড় কোনো পদক্ষেপ। এত কিছুর পরও এখনো জলবায়ুর পরিবর্তনজনিত বিপর্যয় রুখতে পারছে না পৃথিবীর মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়াতে ১৯১টি দেশের কার্যক্রম পর্যালোচনা করেছে জাতিসংঘ। এতে ভবিষ্যৎ বিপর্যয় নিয়ে সতর্ক করা হয়েছে।
২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, প্রতিটি দেশ পাঁচ বছর পরপর কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা নতুন করে সাজানোর কথা। কিন্তু জাতিসংঘ বলছে, ১৯১ দেশের মধ্যে এ নিয়ম মেনেছে মাত্র ১১৩টি দেশ।
২০৩০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমাতে না পারলে তাপমাত্রা ভয়াবহ রকম বেড়ে যেতে পারে। কিন্তু কমানোর কোনো আভাসই পাওয়া যাচ্ছে না; বরং এ সময়ে আরও ১৬ শতাংশ বাড়বে কার্বন নিঃসরণ। এতে তাপমাত্রা বেড়ে যাবে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বের প্রধান বিজ্ঞানীদের একটি দল বলছে, জলবায়ু ইস্যুতে আমরা ভুল পথে আছি।
জাতিসংঘের প্রধান জলবায়ু আলোচক প্যাট্রিসিয়া এসপিনোজা বলেন, ‘যেখানে নিঃসরণ কমিয়ে ফেলা উচিত, সেখানে আমরা আরও ১৬ শতাংশ বাড়াচ্ছি। বিজ্ঞানীরা কবে থেকেই বলছেন, বাড়লে অবস্থা ভয়াবহ হতে পারে। আর আমরা করছি সেটার উল্টো।’
ছয় সপ্তাহ পর যুক্তরাজ্যের গ্লাসগোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ুবিষয়ক কপ ২৬ সম্মেলন। এর আগে এমন তথ্য প্রকাশ বড় ধরনের সতর্কতা। কনফারেন্সের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কার্বনসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে তাপমাত্রা কমানোর আশা জিইয়ে রাখা। এবারের কপ ২৬ সম্মেলন আয়োজক দেশ ব্রিটেনের মন্ত্রী অলোক শর্মা জানান, বড় অর্থনীতির দেশগুলো যদি এগিয়ে না আসে, তাহলে ভালো কিছু আশা করা যায় না।
তহবিলে সংকট
দারিদ্র্য, বৈষম্য, অবিচার এবং জলবায়ু পরিবর্তন রুখতে গঠিত জাতিসংঘের তহবিলে ১০০ ট্রিলিয়ন ডলার ঘাটতি দেখা দিতে পারে। গত শুক্রবার জাতিসংঘ এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সহযোগী সংগঠন ফোর্স ফর গুড ইনিশিয়েটিভের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, প্রতিবছর ১০ শতাংশ করে ফান্ড বাড়ানো না গেলে ২০৩০ সালে এমন বড়সড় ঘাটতি দেখা যাবে।
বিজ্ঞানীদের এত এত গবেষণা। রাস্তায় প্রতিবাদ আর আন্দোলনকারীদের ক্রমাগত তাগিদে প্রধান নেতাদের বৈঠক। কখনো কখনো বড় কোনো পদক্ষেপ। এত কিছুর পরও এখনো জলবায়ুর পরিবর্তনজনিত বিপর্যয় রুখতে পারছে না পৃথিবীর মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এড়াতে ১৯১টি দেশের কার্যক্রম পর্যালোচনা করেছে জাতিসংঘ। এতে ভবিষ্যৎ বিপর্যয় নিয়ে সতর্ক করা হয়েছে।
২০১৫ সালের প্যারিস চুক্তি অনুযায়ী, প্রতিটি দেশ পাঁচ বছর পরপর কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা নতুন করে সাজানোর কথা। কিন্তু জাতিসংঘ বলছে, ১৯১ দেশের মধ্যে এ নিয়ম মেনেছে মাত্র ১১৩টি দেশ।
২০৩০ সালের মধ্যে বৈশ্বিক কার্বন নিঃসরণ কমাতে না পারলে তাপমাত্রা ভয়াবহ রকম বেড়ে যেতে পারে। কিন্তু কমানোর কোনো আভাসই পাওয়া যাচ্ছে না; বরং এ সময়ে আরও ১৬ শতাংশ বাড়বে কার্বন নিঃসরণ। এতে তাপমাত্রা বেড়ে যাবে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বের প্রধান বিজ্ঞানীদের একটি দল বলছে, জলবায়ু ইস্যুতে আমরা ভুল পথে আছি।
জাতিসংঘের প্রধান জলবায়ু আলোচক প্যাট্রিসিয়া এসপিনোজা বলেন, ‘যেখানে নিঃসরণ কমিয়ে ফেলা উচিত, সেখানে আমরা আরও ১৬ শতাংশ বাড়াচ্ছি। বিজ্ঞানীরা কবে থেকেই বলছেন, বাড়লে অবস্থা ভয়াবহ হতে পারে। আর আমরা করছি সেটার উল্টো।’
ছয় সপ্তাহ পর যুক্তরাজ্যের গ্লাসগোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে জলবায়ুবিষয়ক কপ ২৬ সম্মেলন। এর আগে এমন তথ্য প্রকাশ বড় ধরনের সতর্কতা। কনফারেন্সের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কার্বনসহ বিভিন্ন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমিয়ে তাপমাত্রা কমানোর আশা জিইয়ে রাখা। এবারের কপ ২৬ সম্মেলন আয়োজক দেশ ব্রিটেনের মন্ত্রী অলোক শর্মা জানান, বড় অর্থনীতির দেশগুলো যদি এগিয়ে না আসে, তাহলে ভালো কিছু আশা করা যায় না।
তহবিলে সংকট
দারিদ্র্য, বৈষম্য, অবিচার এবং জলবায়ু পরিবর্তন রুখতে গঠিত জাতিসংঘের তহবিলে ১০০ ট্রিলিয়ন ডলার ঘাটতি দেখা দিতে পারে। গত শুক্রবার জাতিসংঘ এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সহযোগী সংগঠন ফোর্স ফর গুড ইনিশিয়েটিভের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, প্রতিবছর ১০ শতাংশ করে ফান্ড বাড়ানো না গেলে ২০৩০ সালে এমন বড়সড় ঘাটতি দেখা যাবে।
ঢাকায় আজও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রোববার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগেবায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের আজ রোববার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৮৯, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের করা দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ২৩তম।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের তিন বিভাগ— রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (০২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগেঢাকায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আজ আংশিক মেঘলা হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১ দিন আগে