Ajker Patrika

কোথাও কোথাও কাল থেকেই হতে পারে বৃষ্টি

আপডেট : ১৭ মে ২০২৪, ১৪: ৩৫
কোথাও কোথাও কাল থেকেই হতে পারে বৃষ্টি

সারা দেশে আবারও শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বাতাসে জলীয়বাষ্পের কারণে অস্বস্তিতে জনজীবন। তবে আগামীকাল থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টির প্রবণতা রয়েছে এবং পরদিন রোববার দেশের অধিকাংশ জায়গা থেকে এই তাপপ্রবাহ প্রশমিত হতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ শুক্রবার প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে। 

সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। 

তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। 

এদিকে ঢাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮২ শতাংশ। 

আগামীকাল শনিবার দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এদিন বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। সেই সঙ্গে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। 

পরদিন রোববার বৃষ্টির আওতা বাড়তে পারে, সেই সঙ্গে চলমান তাপপ্রবাহের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। 

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, এদিন চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত