Ajker Patrika

আজ ঢাকায় বৃষ্টি, সারা দেশে ১২ তারিখ থেকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২৪, ১৬: ৪৩
আজ ঢাকায় বৃষ্টি, সারা দেশে ১২ তারিখ থেকে

দেশে মৌসুমি বায়ু প্রবেশ করলেও তা ঢাকা ও খুলনা বিভাগে খুব একটা সক্রিয় অবস্থায় নেই। এতে করে আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শুক্রবার ঢাকায় অল্প বৃষ্টি হতে পারে। তবে ১২ মে থেকে কয়েক দিন টানা বৃষ্টির সম্ভাবনা আছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে মৌসুমি বায়ু আসলেও তা ঢাকা ও খুলনা বিভাগে খুব বেশি সক্রিয় নেই। এতে করে বৃষ্টিপাতের প্রবণতা নেই। তবে ১০ থেকে ১২ জুনের মধ্যে টানা বৃষ্টির সম্ভাবনা আছে।’ 

তিনি আরও বলেন, ‘আজ (শুক্রবার) বিকেলের পরে ঢাকায় অল্প বৃষ্টি হবে। এতে কিছুটা পরিবেশ ঠান্ডা হলেও আগামীকাল শনিবার আবার গরম থাকবে।’ 

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, ‘আজ সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আছে।’ 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট চট্টগ্রাম বিভাগে কম বেশি বৃষ্টিপাত আছে। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে জয়পুরহাট জেলায় ৯৪ দশমিক ৪ মিলিমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত