রংপুর প্রতিনিধি
রংপুর নগরীর বুক চিরে বয়ে যাওয়া খোকসা ঘাঘট নদ বাঁচানোর দাবি জানিয়েছে গ্রিন ইকো নামের একটি পরিবেশবাদী সংগঠন। দখল ও দূষণে কবলে পড়ে জরাজীর্ণ এ নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদটির অস্তিত্ব বিলীনের পথে রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার ১২টার দিকে বিশ্ব নদী দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন খোকসা ঘাঘট নদের পাদদেশে সচেতনতামূলক ক্যাম্পেইন করে এ সংগঠন। ক্যাম্পেইনে প্লাস্টিক, আবাসিক বর্জ্য ও ময়লা আবর্জনামুক্ত খোকসা ঘাঘটের দাবিসহ সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়।
গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, এক সময় রংপুর অঞ্চলের সবচেয়ে বড় নদ ছিল ঘাঘট। ২৩৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদটি নীলফামারী ও রংপুর হয়ে গাইবান্ধার ফুলছড়ি ঘাটের উত্তরে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলেছে। রংপুরের বিভিন্ন উপজেলার বুক চিরে বয়ে গেছে ঘাঘট।
তিস্তা নদীর শাখা ঘাঘট নদ রংপুর নগরীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খাল নামে প্রবাহিত হয়েছে। নগরীর বুক চিরে ১০ কিলোমিটার বয়ে গিয়ে শ্যামাসুন্দরী খাল সাতমাথা এলাকায় বুড়াইল নদের সঙ্গে মিলে খোকসা ঘাঘট নামে প্রবাহিত হচ্ছে। বর্তমানে এ নদ দখল দূষণে ধুঁকে মরছে। এ পরিস্থিতি থেকে খোকসা ঘাঘটসহ সব নদনদী বাঁচানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সচেতনতামূলক এই ক্যাম্পেইনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রিন ইকোর সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু করে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পরিবেশের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করছে। এ ছাড়া পাখি সংরক্ষণ, প্লাস্টিক ব্যবহার রোধ, বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে তারা।
রংপুর নগরীর বুক চিরে বয়ে যাওয়া খোকসা ঘাঘট নদ বাঁচানোর দাবি জানিয়েছে গ্রিন ইকো নামের একটি পরিবেশবাদী সংগঠন। দখল ও দূষণে কবলে পড়ে জরাজীর্ণ এ নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদটির অস্তিত্ব বিলীনের পথে রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
সোমবার ১২টার দিকে বিশ্ব নদী দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন খোকসা ঘাঘট নদের পাদদেশে সচেতনতামূলক ক্যাম্পেইন করে এ সংগঠন। ক্যাম্পেইনে প্লাস্টিক, আবাসিক বর্জ্য ও ময়লা আবর্জনামুক্ত খোকসা ঘাঘটের দাবিসহ সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়।
গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, এক সময় রংপুর অঞ্চলের সবচেয়ে বড় নদ ছিল ঘাঘট। ২৩৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদটি নীলফামারী ও রংপুর হয়ে গাইবান্ধার ফুলছড়ি ঘাটের উত্তরে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলেছে। রংপুরের বিভিন্ন উপজেলার বুক চিরে বয়ে গেছে ঘাঘট।
তিস্তা নদীর শাখা ঘাঘট নদ রংপুর নগরীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খাল নামে প্রবাহিত হয়েছে। নগরীর বুক চিরে ১০ কিলোমিটার বয়ে গিয়ে শ্যামাসুন্দরী খাল সাতমাথা এলাকায় বুড়াইল নদের সঙ্গে মিলে খোকসা ঘাঘট নামে প্রবাহিত হচ্ছে। বর্তমানে এ নদ দখল দূষণে ধুঁকে মরছে। এ পরিস্থিতি থেকে খোকসা ঘাঘটসহ সব নদনদী বাঁচানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সচেতনতামূলক এই ক্যাম্পেইনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রিন ইকোর সদস্যরা অংশ নেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু করে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পরিবেশের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করছে। এ ছাড়া পাখি সংরক্ষণ, প্লাস্টিক ব্যবহার রোধ, বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে তারা।
বাংলাদেশের তিন বিভাগ— রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (০২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেঢাকায় আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আজ আংশিক মেঘলা হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৯ ঘণ্টা আগেঢাকার বায়ুমানের আরও অবনতি হয়েছে। সাধারণত বৃষ্টি হলে বাতাসের মানে উন্নতি দেখা যায়। তবে গতকাল বৃষ্টির পরে বায়ুমানে উন্নতি হয়নি।
৯ ঘণ্টা আগেপূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের আকাশ আজ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি। সেই সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
১ দিন আগে