Ajker Patrika

বন্য প্রাণী সংরক্ষণে এ বছর জাতীয় পুরস্কার পাচ্ছে ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্য প্রাণী সংরক্ষণে এ বছর জাতীয় পুরস্কার পাচ্ছে ৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বন্য প্রাণী সংরক্ষণ ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্য প্রাটণী সংরক্ষণে জাতীয় পুরস্কার ২০২৫’-এর জন্য চারটি ক্যাটাগরিতে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বন শাখা-২ আজ বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

তাতে বলা হয়, নাটোরের নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগরের মো. ফজলে রাব্বীকে বন্য প্রাণী সংরক্ষণে এবং বন্য প্রাণীবিষয়ক শিক্ষা ও গবেষণায় অবদান রাখার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেনকে এ বছর পুরস্কৃত করা হচ্ছে।

পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণে ভূমিকা রাখায় শেরপুর সদরের শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি এবং বন্য প্রাণীবিষয়ক শিক্ষা ও গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগকে এই পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, প্রতিটি শ্রেণির পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ২২ ক্যারেট মানের ২ ভরি (২৩.৩২ গ্রাম) ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক ও একটি সম্মাননা সনদ দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

এলাকার খবর
Loading...