কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতির মুখে কৃষি খাত। এ জন্য খাদ্য নিরাপত্তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ শুক্রবার অনুষ্ঠিত ‘বিশ্ব জলবায়ু সম্মেলন ২০২১—বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আরও বলেন, সবুজে ঘেরা বাংলাদেশের রূপ সৌন্দর্য জলবায়ুর প্রভাবে ক্ষতির মধ্যে রয়েছে। আগামী প্রজন্ম চির সবুজের এই দেশের ভিন্ন চিত্র দেখবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। শিল্পোন্নত দেশগুলো বিশ্বের পরিবেশ ধ্বংস করছে। ফলে জলবায়ুর বিরূপ প্রভাব পড়ছে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশের ওপর। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পেছনে বাংলাদেশের হাত নেই। উন্নত রাষ্ট্র পরিবেশ ধ্বংস করলেও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে অনীহা দেখাচ্ছে। আসন্ন সম্মেলনে বাংলাদেশের এই সমস্যাগুলো সুন্দরভাবে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের কী পরিমাণ ক্ষতি হচ্ছে, আসন্ন সম্মেলনের মাধ্যমে বিশ্ব দরবারে তা তুলে ধরার আহ্বান জানান বক্তারা। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি পেতে বাংলাদেশের জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তাঁরা। একই সঙ্গে সরকারকে উদ্দেশ্য করে বলেন, টেকসই উন্নয়নের কথা চিন্তা করে দেশের প্রতিটি মেগা প্রজেক্ট করার সময় পরিবেশের ক্ষতির কথা মাথায় রাখা দরকার। বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত ৪৮টি দেশের স্বার্থ রক্ষায় এই সম্মেলন ভালো কিছু বার্তা দেবে বলেও আশা করেন বক্তারা।