Ajker Patrika

বায়ুদূষণে শীর্ষ শহর আবারও দিল্লি, ঢাকার অবস্থান ছয়ে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০: ০৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার বাতাসের অবস্থা আজও খারাপ। দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছয়, বায়ুমান ১৮১। গতকালের চেয়ে অবস্থান পেছালেও দূষণের মাত্রা বেড়েছে। অন্যদিকে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর। এ ছাড়া শীর্ষ পাঁচ শহরের মধ্যে রয়েছে পাকিস্তানের করাচি, উগান্ডার কাম্পালা এবং চীনের হ্যাংজো।

আজ সোমবার সকাল সোয়া নয়টার হিসেবে শহরগুলোর বাতাসের এ অবস্থা ছিল। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে মাপা হয় বায়ুদূষণের মাত্রা

—০—৫০: ভালো

—৫১—১০০: সন্তোষজনক

—১০১—২০০: মাঝারি

—২০১—৩০০: খারাপ

—৩০১—৪০০: খুব খারাপ

—৪০১—৪৫০: ভয়ানক

—৪৫০ +: অতি ভয়ানক

সে হিসেবে দূষণের মাত্রার দিক থেকে ঢাকার অবস্থা আজ মাঝামাঝি।

সূচকের হিসাব অনুযায়ী শীর্ষে থাকা দিল্লির বায়ুমান ২৪৩, যা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের বায়ুমান ২৩৬। এই শহরেরও দূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর, সেখানে আজ বায়ুমান ২৩১। প্রথম তিনটি শহরই গতকালের অবস্থান ধরে রেখেছে।

দূষণের তালিকায় চারে উঠে এসেছে উগান্ডার কাম্পালা শহর। যেখানে বায়ুমান ১৯১। চীনের হ্যাংজোর বায়ুমানও ১৯১। কাম্পালা, হ্যাংজো এবং ঢাকা তিনটি শহরের দূষণই মাঝামাঝি।

বায়ুদূষণজনিত স্বাস্থ্যসমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতি বছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত