নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব ধরিত্রী দিবসে প্লাস্টিক দূষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জনসচেতনতা কর্মসূচি পালন করেছে পরিবেশ নিয়ে কাজ করা যুব সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর রমনা পার্কে এ কর্মসূচি আয়োজিত হয়।
পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সচেতনতা বৃদ্ধি ও সমাজের প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানে পরিবেশকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আলোচনায় ভিএফইর প্রতিষ্ঠাতা শেখ শাহরুখ ফারহান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন প্রতিটি মানুষকে ছুঁয়ে যাচ্ছে। এই নেতিবাচক প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার আন্দোলন শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
ফারহান আরও বলেন, ‘প্লাস্টিক দূষণ বর্তমানে আমাদের নদী-নালা, বনাঞ্চল এমনকি খাদ্যচক্রেও ঢুকে পড়েছে। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের রিনিউয়েবল এনার্জি, রিসাইক্লিং এবং সচেতনতার দিকে নজর দিতে হবে।’
জেনজি গ্রুপের প্রতিনিধিত্বকারী স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী আমিমুল ইহসান বলেন, ‘তরুণদের স্কিলফুল হতে হলে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ খুবই জরুরি। নতুন প্রজন্মের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠান শেষে ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্টের (ভিএফই) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতার উপস্থিতিতে পরিবেশকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
বিশ্ব ধরিত্রী দিবসে প্লাস্টিক দূষণ, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে জনসচেতনতা কর্মসূচি পালন করেছে পরিবেশ নিয়ে কাজ করা যুব সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর রমনা পার্কে এ কর্মসূচি আয়োজিত হয়।
পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সচেতনতা বৃদ্ধি ও সমাজের প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠানে পরিবেশকর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
আলোচনায় ভিএফইর প্রতিষ্ঠাতা শেখ শাহরুখ ফারহান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন প্রতিটি মানুষকে ছুঁয়ে যাচ্ছে। এই নেতিবাচক প্রভাব মোকাবিলায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার আন্দোলন শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদের সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
ফারহান আরও বলেন, ‘প্লাস্টিক দূষণ বর্তমানে আমাদের নদী-নালা, বনাঞ্চল এমনকি খাদ্যচক্রেও ঢুকে পড়েছে। এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের রিনিউয়েবল এনার্জি, রিসাইক্লিং এবং সচেতনতার দিকে নজর দিতে হবে।’
জেনজি গ্রুপের প্রতিনিধিত্বকারী স্বেচ্ছাসেবী পরিবেশকর্মী আমিমুল ইহসান বলেন, ‘তরুণদের স্কিলফুল হতে হলে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ খুবই জরুরি। নতুন প্রজন্মের বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠান শেষে ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্টের (ভিএফই) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতার উপস্থিতিতে পরিবেশকর্মীরা দিনটিকে স্মরণীয় করে রাখতে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ করেন।
ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালানোর প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
দেশের অধিকাংশ এলাকাতেই আজ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু এবং বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এ ছাড়া, দিন ও রাতের তাপমাত্রা কমারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে অধিদপ্তর।
১৩ ঘণ্টা আগেআজ রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে গরমের তীব্রতা কমতে পারে।
১৬ ঘণ্টা আগেঢাকার বায়ুমান বছরের বেশির ভাগ সময়ই দূষণের মাত্রা অতিক্রম করে থাকে। তবে দীর্ঘদিন পর গতকাল রাজধানীর বাতাস কিছুটা বিশুদ্ধ হয়েছিল, যা নগরবাসীর জন্য ছিল স্বস্তিদায়ক। আজকে ঢাকার বায়ুমানের কিছুটা অবনতি হলেও তা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। সাধারণত বর্ষাকালে বৃষ্টির কারণে বাতাসে ধূলিকণা...
১৬ ঘণ্টা আগেঢাকা ও আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরেই বিরাজ করছে অস্বস্তিকর গরম। বৃষ্টি হলেও কমছে না তাপমাত্রা। তবে, আজ হালকা বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে