Ajker Patrika

সপ্তাহ শেষে শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৪: ০১
সপ্তাহ শেষে শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর 

সারা দেশেই এখন শীত স্পষ্ট। কয়েক দিন ধরেই দেশের অধিকাংশ এলাকায় তাপমাত্রা এখন বেশ কম। তবে আগামী বৃহস্পতিবার দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে কমলেও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকালে পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

তবে সপ্তাহের শেষ দিনের (বৃহস্পতিবার) পূর্বাভাসে বলা হয়েছে, এই দিনের আবহাওয়া শুষ্ক থাকবে। দেশের উত্তরাঞ্চলে পড়তে পারে ঘন কুয়াশা। সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

বিশেষত, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত