Ajker Patrika

ভারী বৃষ্টি আরও কত দিন—জানাল আবহাওয়া অধিদপ্তর, পাহাড়ে ভূমিধসের আশঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৬: ৪৫
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশেই প্রচুর বৃষ্টি হয়েছে। দেশজুড়ে ভারী বৃষ্টির এই প্রবণতা শিগগির কমছে না, থাকতে পারে আরও তিন-চার দিন। এই ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটার) বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আরও জানায়, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গতকাল সন্ধ্যা ৬টায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ বুধবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপ রূপে একই এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর এবং আরও ঘনীভূত হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ হিসেবে রূপ নিতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪ অক্টোবর শনিবার পর্যন্ত দেশের সব বিভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ৫ অক্টোবর থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, লঘুচাপের কারণে সাগর থেকে সঞ্চালনশীল মেঘমালা উপকূলীয় অঞ্চল হয়ে দেশের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে রাজধানী ঢাকার মতো দেশের মধ্যাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপের রূপ নিলে বৃষ্টির রেশ থাকবে আরও কয়েক দিন। তবে বৃষ্টির ফলে ভ্যাপসা গরম কেটে যাবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বুধবার দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। আজ সকালে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে, ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

পায়ে নূপুর দেখে মেয়ের লাশ শনাক্ত করলেন বাবা

‎ডিপ ফ্রিজে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার ‎

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত