সুবল রায়, বিরল (দিনাজপুর)
একসময় অতিথি পাখির কলকাকলীতে মুখরিত হয়ে থাকলেও এখন প্রায় পাখিশূন্য হয়ে পড়েছে দিনাজপুরের বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। এতে দূরদূরান্ত থেকে পাখি দেখতে এসে হতাশ হয়ে ফিরছেন পাখিপ্রেমীরা। অতিথি পাখিশূন্যতার জন্য বিলে মাছের চাষকে দায়ী করছেন তাঁরা।
জানা যায়, দিনাজপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। কড়াই বিলে পানির পরিমাণ ২৮ একর। আর গাছগাছালিতে ভরা পাড়ের পরিমাণ ১৮ একর। মাত্র কয়েক বছর আগেই এই কড়াই বিলে শীতের আগমনে অতিথি পাখিতে ঢেকে থাকত জল। শীত এলেই সুদূর সাইবেরিয়া থেকে লাখো পাখির সমাগম ঘটত ঐতিহ্যবাহী এই বিলে। গাছগাছালিতে ঘেরা এই কড়াই বিলে এসব অতিথি পাখি দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসত পাখিপ্রেমী পর্যটক আর দর্শনার্থীরা।
কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই শীতে সেখানে আর তেমন অতিথি পাখি আসছে না। অতিথি পাখি না থাকায় দূরদূরান্ত থেকে এসে হতাশ হয়ে ফিরছেন পাখিপ্রেমী দর্শক ও পর্যটকেরা। মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নামে লিজ নিয়ে কড়াই বিলে করা হচ্ছে মাছের চাষ। মৎস্যচাষিদের অত্যাচারেই এখানে আর অতিথি পাখি আসছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় সুব্রত চন্দ্র রায় বলেন, `এই বিল লিজ দেওয়ার পর থেকেই মাছের চাষ শুরু করা হয়েছে। মাছ চাষের কারণে এখানে আর পাখি আসে না। শীত মৌসুমের শুরুতেই দেশি-বিদেশি পাখিতে মুখরিত থাকত এই বিল। এখন আর সেই মনোরম দৃশ্য দেখা যায় না। তাই মাছ চাষ না করে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বিলকে পর্যটনকেন্দ্র ঘোষণা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।'
মাছচাষি সাজ্জাদ হোসেন বলেন, আগের মতো বিলে পাখি আর আসে না। মাছ চাষের জন্য নয়, পাখি আসছে না পর্যটকদের অত্যাচারে। পর্যটকেরা পাখি দেখলেই ঢিল ছোড়ে। তাই ভয়ে আর তেমন পাখি আসে না।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, বিলটি লিজ নিয়ে যারা মাছ শিকার করছেন, তাঁরা যদি অতিথি পাখির আগমনে বাধা সৃষ্টি করে, তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অতিথি পাখি যাতে এখানে নির্ভয়ে আসতে পারে, সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে।
একসময় অতিথি পাখির কলকাকলীতে মুখরিত হয়ে থাকলেও এখন প্রায় পাখিশূন্য হয়ে পড়েছে দিনাজপুরের বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। এতে দূরদূরান্ত থেকে পাখি দেখতে এসে হতাশ হয়ে ফিরছেন পাখিপ্রেমীরা। অতিথি পাখিশূন্যতার জন্য বিলে মাছের চাষকে দায়ী করছেন তাঁরা।
জানা যায়, দিনাজপুর শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই বিরল উপজেলার ঐতিহ্যবাহী কড়াই বিল। কড়াই বিলে পানির পরিমাণ ২৮ একর। আর গাছগাছালিতে ভরা পাড়ের পরিমাণ ১৮ একর। মাত্র কয়েক বছর আগেই এই কড়াই বিলে শীতের আগমনে অতিথি পাখিতে ঢেকে থাকত জল। শীত এলেই সুদূর সাইবেরিয়া থেকে লাখো পাখির সমাগম ঘটত ঐতিহ্যবাহী এই বিলে। গাছগাছালিতে ঘেরা এই কড়াই বিলে এসব অতিথি পাখি দেখতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসত পাখিপ্রেমী পর্যটক আর দর্শনার্থীরা।
কিন্তু গত বেশ কয়েক বছর ধরেই শীতে সেখানে আর তেমন অতিথি পাখি আসছে না। অতিথি পাখি না থাকায় দূরদূরান্ত থেকে এসে হতাশ হয়ে ফিরছেন পাখিপ্রেমী দর্শক ও পর্যটকেরা। মুক্তিযোদ্ধা সমবায় সমিতির নামে লিজ নিয়ে কড়াই বিলে করা হচ্ছে মাছের চাষ। মৎস্যচাষিদের অত্যাচারেই এখানে আর অতিথি পাখি আসছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় সুব্রত চন্দ্র রায় বলেন, `এই বিল লিজ দেওয়ার পর থেকেই মাছের চাষ শুরু করা হয়েছে। মাছ চাষের কারণে এখানে আর পাখি আসে না। শীত মৌসুমের শুরুতেই দেশি-বিদেশি পাখিতে মুখরিত থাকত এই বিল। এখন আর সেই মনোরম দৃশ্য দেখা যায় না। তাই মাছ চাষ না করে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বিলকে পর্যটনকেন্দ্র ঘোষণা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।'
মাছচাষি সাজ্জাদ হোসেন বলেন, আগের মতো বিলে পাখি আর আসে না। মাছ চাষের জন্য নয়, পাখি আসছে না পর্যটকদের অত্যাচারে। পর্যটকেরা পাখি দেখলেই ঢিল ছোড়ে। তাই ভয়ে আর তেমন পাখি আসে না।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা সুলতানা বলেন, বিলটি লিজ নিয়ে যারা মাছ শিকার করছেন, তাঁরা যদি অতিথি পাখির আগমনে বাধা সৃষ্টি করে, তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অতিথি পাখি যাতে এখানে নির্ভয়ে আসতে পারে, সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে।
ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারবে।
৫ ঘণ্টা আগেগতকাল বৃষ্টির পর আজ বুধবার ঢাকার বায়ুমানে বেশ উন্নতি হয়েছে। বায়ুমান নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৯টার মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ছিল ৮৪, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক। যেখানে গতকাল মঙ্গলবার ঢাকার বায়ুমান ছিল ১২৯, যা সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের...
৫ ঘণ্টা আগেবর্ষার শুরু থেকে ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে থাকলেও আজ মঙ্গলবার দূষণের পরিমাণ বেড়ে গিয়েছে। রাজধানী শহরের বায়ুমান আজ ১২৯, যা সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর।
১ দিন আগেঢাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ দিন আগে