অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ ৮ ডিসেম্বর। এই বিশেষ দিনে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নতুন ফ্যাশন হাউস শুরু করেছেন স্পর্শিয়া। এটি অভিনেত্রীর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। ‘টাচ বাই স্পর্শিয়া’র ওয়েব সাইট উন্মুক্ত করা হয়েছে আজ।
স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে আমি নিয়মিত অভিনয় করছি না। টিভি নাটক ছেড়েছি অনেক আগে। এখন শুধু মানসম্মত চলচ্চিত্র আর ওয়েব কনটেন্টেই কাজ করছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়কে একমাত্র পেশা হিসেবে ভাবছি না। পাশাপাশি একাধিক উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার মধ্যে অন্যতম এই ক্লোথিং ব্র্যান্ড।’
তিনি জানালেন, ‘টাচ বাই স্পর্শিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা এখন দিলেও এর কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে। স্পর্শিয়া বলেন, ‘করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে দুই বছর পিছিয়ে পড়লাম। অনেক চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছুতে পারছি।’
কী ধরনের পোশাক পাওয়া যাবে ‘টাচ বাই স্পর্শিয়া’য়? অভিনেত্রী জানিয়েছেন, মূলত স্পর্শিয়া যে ধরনের শাড়ি পরেন, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশনও পাওয়া যাচ্ছে ‘টাচ বাই স্পর্শিয়া’য়।
ব্যবসায়িক উদ্দেশ্যে উদ্যোগটি শুরু করলেও সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন তিনি। জানিয়েছেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। তারা সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার জন্মদিন আজ ৮ ডিসেম্বর। এই বিশেষ দিনে নতুন উদ্যোগের ঘোষণা দিলেন তিনি। ‘টাচ বাই স্পর্শিয়া’ নামে নতুন ফ্যাশন হাউস শুরু করেছেন স্পর্শিয়া। এটি অভিনেত্রীর নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড। ‘টাচ বাই স্পর্শিয়া’র ওয়েব সাইট উন্মুক্ত করা হয়েছে আজ।
স্পর্শিয়া বলেন, ‘কয়েক বছর ধরে আমি নিয়মিত অভিনয় করছি না। টিভি নাটক ছেড়েছি অনেক আগে। এখন শুধু মানসম্মত চলচ্চিত্র আর ওয়েব কনটেন্টেই কাজ করছি। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে অভিনয়কে একমাত্র পেশা হিসেবে ভাবছি না। পাশাপাশি একাধিক উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। তার মধ্যে অন্যতম এই ক্লোথিং ব্র্যান্ড।’
তিনি জানালেন, ‘টাচ বাই স্পর্শিয়া’র আনুষ্ঠানিক ঘোষণা এখন দিলেও এর কার্যক্রম শুরু হয়েছে বেশ আগে। স্পর্শিয়া বলেন, ‘করোনার আগেই আমাদের এই ই-কমার্স ওয়েবসাইটটি চালু করার ইচ্ছে ছিল। কিন্তু করোনার কারণে দুই বছর পিছিয়ে পড়লাম। অনেক চড়াই-উৎরাই পার করে অবশেষে আমরা মানুষের কাছে পৌঁছুতে পারছি।’
কী ধরনের পোশাক পাওয়া যাবে ‘টাচ বাই স্পর্শিয়া’য়? অভিনেত্রী জানিয়েছেন, মূলত স্পর্শিয়া যে ধরনের শাড়ি পরেন, সে ধরনের শাড়ির কালেকশনই বেশি থাকবে। শীতের জন্য হুডি, টি-শার্টসহ কিছু কালেকশনও পাওয়া যাচ্ছে ‘টাচ বাই স্পর্শিয়া’য়।
ব্যবসায়িক উদ্দেশ্যে উদ্যোগটি শুরু করলেও সামাজিক দায়বদ্ধতার কথাও মাথায় রেখেছেন তিনি। জানিয়েছেন, এই ব্র্যান্ডের প্রতিটি পোশাকের লভ্যাংশ থেকে ১০% অর্থ যাবে ‘আলোকিত স্কুল’ নামের এক ফাউন্ডেশনে। তারা সুবিধাবঞ্চিত শিশু, পথশিশুদের নিয়ে কাজ করে।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
১২ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১ দিন আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১ দিন আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১ দিন আগে