কয়েক মাস দেশে ছিলেন না জিয়াউল ফারুক অপূর্ব। ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন ঢাকায়। কয়েক মাস অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন। সঙ্গে ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা। অপূর্ব চেয়েছিলেন এই অবসরে কিছু পরিকল্পনা এগিয়ে নিতে। দেশে ফিরে একের পর এক সেই পরিকল্পনারই বাস্তব রূপ দিচ্ছেন এই অভিনেতা।
দুই দিন আগে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘নিহত নক্ষত্র’ নাটকে অভিনয় করলেন অপূর্ব। মুক্তিযুদ্ধের এই গল্পে তিনি আছেন শহীদ আজাদ চরিত্রে। এই নাটকের সেটেই আরেকটি বড় কাজের ঘোষণা দিলেন অভিনেতা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘পাস্ট টেনস’। এই সিরিজে অপূর্বকে দেখা যাবে ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে। এর আগে ২০১৯ সালে শিহাব শাহীনের পরিচালনায় ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব কনটেন্টে কাজ শুরু করেন অপূর্ব। তবে সেটি ছিল ওয়েব ফিল্ম।
অপূর্ব জানিয়েছেন, ‘পাস্ট টেনস’ শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। চিত্রনাট্যের পরতে পরতে থাকবে রাজনীতি, জীবনের বিভিন্ন সংকট আর কিছু অতীত খোঁজার গল্প। একজন নামকরা ক্রাইম রিপোর্টারের চোখ দিয়েই দেখানো হবে গল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এ সিরিজে তিনি এমন লুকে হাজির হবেন, যেভাবে আগে কখনো দেখা যায়নি তাঁকে। সিরিজের শুটিং শুরু হবে এ মাসের শেষের দিকে। শুটিং হবে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।
সিরিজটিতে অপূর্বর অভিনয়ের কথা জানা গেলেও তাঁর নায়িকা কে থাকছেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনি জানিয়েছেন, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দু-এক দিনের মধ্যেই জানানো হবে।
সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে সাত পর্বের সিরিজ পাস্ট টেনস নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজেরের ব্যানারে।
কয়েক মাস দেশে ছিলেন না জিয়াউল ফারুক অপূর্ব। ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন ঢাকায়। কয়েক মাস অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন। সঙ্গে ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা। অপূর্ব চেয়েছিলেন এই অবসরে কিছু পরিকল্পনা এগিয়ে নিতে। দেশে ফিরে একের পর এক সেই পরিকল্পনারই বাস্তব রূপ দিচ্ছেন এই অভিনেতা।
দুই দিন আগে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘নিহত নক্ষত্র’ নাটকে অভিনয় করলেন অপূর্ব। মুক্তিযুদ্ধের এই গল্পে তিনি আছেন শহীদ আজাদ চরিত্রে। এই নাটকের সেটেই আরেকটি বড় কাজের ঘোষণা দিলেন অভিনেতা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘পাস্ট টেনস’। এই সিরিজে অপূর্বকে দেখা যাবে ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে। এর আগে ২০১৯ সালে শিহাব শাহীনের পরিচালনায় ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব কনটেন্টে কাজ শুরু করেন অপূর্ব। তবে সেটি ছিল ওয়েব ফিল্ম।
অপূর্ব জানিয়েছেন, ‘পাস্ট টেনস’ শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। চিত্রনাট্যের পরতে পরতে থাকবে রাজনীতি, জীবনের বিভিন্ন সংকট আর কিছু অতীত খোঁজার গল্প। একজন নামকরা ক্রাইম রিপোর্টারের চোখ দিয়েই দেখানো হবে গল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এ সিরিজে তিনি এমন লুকে হাজির হবেন, যেভাবে আগে কখনো দেখা যায়নি তাঁকে। সিরিজের শুটিং শুরু হবে এ মাসের শেষের দিকে। শুটিং হবে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।
সিরিজটিতে অপূর্বর অভিনয়ের কথা জানা গেলেও তাঁর নায়িকা কে থাকছেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনি জানিয়েছেন, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দু-এক দিনের মধ্যেই জানানো হবে।
সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে সাত পর্বের সিরিজ পাস্ট টেনস নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজেরের ব্যানারে।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৫ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৫ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
৬ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
৬ ঘণ্টা আগে