কয়েক মাস দেশে ছিলেন না জিয়াউল ফারুক অপূর্ব। ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন ঢাকায়। কয়েক মাস অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন। সঙ্গে ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা। অপূর্ব চেয়েছিলেন এই অবসরে কিছু পরিকল্পনা এগিয়ে নিতে। দেশে ফিরে একের পর এক সেই পরিকল্পনারই বাস্তব রূপ দিচ্ছেন এই অভিনেতা।
দুই দিন আগে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘নিহত নক্ষত্র’ নাটকে অভিনয় করলেন অপূর্ব। মুক্তিযুদ্ধের এই গল্পে তিনি আছেন শহীদ আজাদ চরিত্রে। এই নাটকের সেটেই আরেকটি বড় কাজের ঘোষণা দিলেন অভিনেতা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘পাস্ট টেনস’। এই সিরিজে অপূর্বকে দেখা যাবে ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে। এর আগে ২০১৯ সালে শিহাব শাহীনের পরিচালনায় ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব কনটেন্টে কাজ শুরু করেন অপূর্ব। তবে সেটি ছিল ওয়েব ফিল্ম।
অপূর্ব জানিয়েছেন, ‘পাস্ট টেনস’ শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। চিত্রনাট্যের পরতে পরতে থাকবে রাজনীতি, জীবনের বিভিন্ন সংকট আর কিছু অতীত খোঁজার গল্প। একজন নামকরা ক্রাইম রিপোর্টারের চোখ দিয়েই দেখানো হবে গল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এ সিরিজে তিনি এমন লুকে হাজির হবেন, যেভাবে আগে কখনো দেখা যায়নি তাঁকে। সিরিজের শুটিং শুরু হবে এ মাসের শেষের দিকে। শুটিং হবে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।
সিরিজটিতে অপূর্বর অভিনয়ের কথা জানা গেলেও তাঁর নায়িকা কে থাকছেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনি জানিয়েছেন, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দু-এক দিনের মধ্যেই জানানো হবে।
সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে সাত পর্বের সিরিজ পাস্ট টেনস নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজেরের ব্যানারে।
কয়েক মাস দেশে ছিলেন না জিয়াউল ফারুক অপূর্ব। ছুটি কাটাতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ফেরেন ঢাকায়। কয়েক মাস অভিনয় থেকে একেবারেই দূরে ছিলেন। সঙ্গে ছিল না লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততা। অপূর্ব চেয়েছিলেন এই অবসরে কিছু পরিকল্পনা এগিয়ে নিতে। দেশে ফিরে একের পর এক সেই পরিকল্পনারই বাস্তব রূপ দিচ্ছেন এই অভিনেতা।
দুই দিন আগে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘নিহত নক্ষত্র’ নাটকে অভিনয় করলেন অপূর্ব। মুক্তিযুদ্ধের এই গল্পে তিনি আছেন শহীদ আজাদ চরিত্রে। এই নাটকের সেটেই আরেকটি বড় কাজের ঘোষণা দিলেন অভিনেতা। প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাম ‘পাস্ট টেনস’। এই সিরিজে অপূর্বকে দেখা যাবে ক্রাইম রিপোর্টার আশরাফ চৌধুরীর চরিত্রে। এর আগে ২০১৯ সালে শিহাব শাহীনের পরিচালনায় ‘দ্বিতীয় কৈশোর’ দিয়ে ওয়েব কনটেন্টে কাজ শুরু করেন অপূর্ব। তবে সেটি ছিল ওয়েব ফিল্ম।
অপূর্ব জানিয়েছেন, ‘পাস্ট টেনস’ শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প। চিত্রনাট্যের পরতে পরতে থাকবে রাজনীতি, জীবনের বিভিন্ন সংকট আর কিছু অতীত খোঁজার গল্প। একজন নামকরা ক্রাইম রিপোর্টারের চোখ দিয়েই দেখানো হবে গল্পের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। এ সিরিজে তিনি এমন লুকে হাজির হবেন, যেভাবে আগে কখনো দেখা যায়নি তাঁকে। সিরিজের শুটিং শুরু হবে এ মাসের শেষের দিকে। শুটিং হবে ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে।
সিরিজটিতে অপূর্বর অভিনয়ের কথা জানা গেলেও তাঁর নায়িকা কে থাকছেন, সেটি এখনই খোলাসা করতে চাইছেন না নির্মাতা সঞ্জয় সমদ্দার। তিনি জানিয়েছেন, নায়িকার বিষয়টি চমক হিসেবে থাকছে, দু-এক দিনের মধ্যেই জানানো হবে।
সঞ্জয় সমদ্দারের গল্প ও চিত্রনাট্যে সাত পর্বের সিরিজ পাস্ট টেনস নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্ম সিনেবাজেরের ব্যানারে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। তাঁর রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও রয়েছে। সব মিলিয়ে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
২ মিনিট আগেক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়।
২ ঘণ্টা আগেনাট্যদল জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা ‘কাদামাটি’। গত জুলাইয়ে মঞ্চে এসেছে নাটকটি। আগামীকাল ১১ সেপ্টেম্বর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে এর তৃতীয় প্রদর্শনী।
৩ ঘণ্টা আগেঅনুমতি ছাড়া বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের নাম-ছবি বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। এআই নির্মিত অশ্লীল-বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তা-ই নয়, প্রযুক্তির সাহায্য নিয়ে তাঁর কণ্ঠস্বরেরও অপব্যবহার হচ্ছে। তাই ভারতীয় আইন মোতাবেক ‘ব্যক্তিত্বের অধিকার’ কার্যকর করার দাবি
১৪ ঘণ্টা আগে