Ajker Patrika

নজরুল স্মরণে টিভি অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা।  

বিটিভি
সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘ও ভোরের পাখি’। ঈমাম হোসাইনের প্রযোজনায় এটি উপস্থাপনা করেছেন তামান্না তিথি। আবৃত্তি করেছেন আশরাফুল আলম, মীর বরকত, রফিকুল ইসলাম, পলি পারভিন, শাকিলা মতিন মৃদুলা, মাসকুর-এ সাত্তার কল্লোল, আসলাম শিশির, সংগীতা চৌধুরী ও আহসান উল্লাহ তমাল। বেলা ১টা ৫ মিনিটে দেখা যাবে গান, কবিতা ও আলোচনার অনুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’। এতে অংশ নিয়েছেন ইয়াসমিন মুসতারী, সালাউদ্দিন আহমেদ, শেলু বড়ুয়া, ছন্দা চক্রবর্ত্তী ও ভাস্বর বন্দ্যোপাধ্যায়। রাত ৯টায় প্রচার হবে নাটক ‘বনের পাপিয়া’।

চ্যানেল আই
বেলা ১১টা ৫ মিনিটে থাকছে গানের অনুষ্ঠান ‘লেটো গানের আসর’। অংশ নিয়েছেন সাদিয়া আফরিন মল্লিক, শাহীন সামাদ ও খিলখিল কাজী। বেলা ১টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে নজরুল’। বেলা ৩টা ৫ মিনিটে প্রচার হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘প্রিয়া তুমি সুখি হও’। অভিনয়ে সোহেল রানা, সুচরিতা, শায়লা সাবি, ফেরদৌস প্রমুখ। রাত ১০টায় দেখা যাবে ফেরদৌস আরার পরিবেশনায় একক সংগীতানুষ্ঠান ‘মোর প্রিয়া হবে’।

বাংলাভিশন
বিকেল ৪টা ৪০ মিনিটে প্রচার হবে কাজী নজরুল ইসলামকে নিয়ে বিশেষ আয়োজন ‘কুড়িয়ে তুমি নিও’। শাকিলা মতিন মৃদুলার উপস্থাপনায় এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নজরুলসংগীতশিল্পী সালাউদ্দিন আহমেদ। দলীয় আবৃত্তি পরিবেশন করবে তালিম সংগীতচর্চা চক্র।

এনটিভি
সকাল ৬টা ৫৫ মিনিটে থাকছে কবিতালেখ্য ‘প্রেমিক অথবা বিপ্লবী’। আলফ্রেড খোকনের প্রযোজনায় এতে আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম, শারমিন লাকি, মুনিরা ইউসুফ ও মাসুদ সেজান। রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘খঞ্জনপুর’। অভিনয়ে মনোজ প্রামাণিক, শবনম ফারিয়া ও নাজনীন চুমকি।

আরটিভি
বিকেল ৪টায় প্রচার হবে বিশেষ আয়োজন ‘তবু আমারে দেব না ভুলিতে’। সুজন আহমেদের গ্রন্থনা ও নির্মাণে এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে কাজী নজরুল ইসলামের শৈশব, শিক্ষাজীবন, সাহিত্যজীবন, ব্রিটিশবিরোধী আন্দোলন, সংগীতজীবনসহ বিভিন্ন দিক। রাত ৮টায় দেখা যাবে নাটক ‘মেহেরনিগার’। কাজী নজরুলের গল্প অবলম্বনে তৈরি এ নাটকে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও মনোজ কুমার।

মাছরাঙা টিভি
রাত ১০টা ৩০ মিনিটে থাকছে নজরুল জন্মবার্ষিকীর বিশেষ নাটক ‘পুবের জানালা রুদ্ধ’। প্রশান্ত অধিকারীর পরিচালনায় এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, লাবণ্য লিজা, লায়লা হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত