বিনোদন প্রতিবেদক
‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশুর আছে অধিকার; তারা হতে চায় না নির্যাতনের শিকার’— এমন বার্তা সবার কাছে পৌঁছে দিতে চান অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। সম্প্রতি ‘নতুন আলোয়’ নামের একটি নাটকে এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছেন তিনি। যিনি শিশু অধিকারের পক্ষে কাজ করেন।
নাটকটিতে দেখা যাবে, স্বামীহীন অসুস্থ হনুফা বেগম মেয়ে আরিফাকে নিয়ে বস্তিতে থাকে। বস্তির আজগর হনুফাকে তাকে বুঝিয়ে আরিফাকে ফ্লাটে কাজ দেয়। শরীফ-নুসরাত দম্পতির কাছে পৌঁছায় আরিফা। শরীফ নরম স্বভাবের হলেও তার স্ত্রী নুসরাত প্রচণ্ড রাগী ও বদমেজাজি। তাঁর বাড়িতে এসে নির্যাতনের শিকার হয় আরিফা। চড়, থাপ্পড়, গরম খুন্তি, বেল্ট— কোনো কিছুই বাদ যায় না। পাশের বাড়ির এক দম্পতি এ বিষয়টি জানায় এনজিও কর্মী তানিয়াকে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। আর আরিফার চরিত্রে আছে শিশুশিল্পী লামিয়া আক্তার।
ইসহাক ফারুকীর রচনা ও পরিচালনায় ‘নতুন আলোয়’ নাটকে আরও অভিনয় করেছেন অপু আহমেদ, তন্ময় সোহেল, দোলন দে, রাকিব হাসান বাপ্পী, রিয়াজ রাজ, সামিহা আক্তার স্বর্ণা ও রোকসানা আক্তার পপি।
নাটকটির জন্য ‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশু’ বিষয়ক গানটি লিখেছেন পরিচালক নিজে। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ রিফাত কবীর। গান গেয়েছেন সাদমান সাকিব প্রান্ত ও মাইশা আহসান মম।
আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশুর আছে অধিকার; তারা হতে চায় না নির্যাতনের শিকার’— এমন বার্তা সবার কাছে পৌঁছে দিতে চান অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। সম্প্রতি ‘নতুন আলোয়’ নামের একটি নাটকে এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছেন তিনি। যিনি শিশু অধিকারের পক্ষে কাজ করেন।
নাটকটিতে দেখা যাবে, স্বামীহীন অসুস্থ হনুফা বেগম মেয়ে আরিফাকে নিয়ে বস্তিতে থাকে। বস্তির আজগর হনুফাকে তাকে বুঝিয়ে আরিফাকে ফ্লাটে কাজ দেয়। শরীফ-নুসরাত দম্পতির কাছে পৌঁছায় আরিফা। শরীফ নরম স্বভাবের হলেও তার স্ত্রী নুসরাত প্রচণ্ড রাগী ও বদমেজাজি। তাঁর বাড়িতে এসে নির্যাতনের শিকার হয় আরিফা। চড়, থাপ্পড়, গরম খুন্তি, বেল্ট— কোনো কিছুই বাদ যায় না। পাশের বাড়ির এক দম্পতি এ বিষয়টি জানায় এনজিও কর্মী তানিয়াকে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ। আর আরিফার চরিত্রে আছে শিশুশিল্পী লামিয়া আক্তার।
ইসহাক ফারুকীর রচনা ও পরিচালনায় ‘নতুন আলোয়’ নাটকে আরও অভিনয় করেছেন অপু আহমেদ, তন্ময় সোহেল, দোলন দে, রাকিব হাসান বাপ্পী, রিয়াজ রাজ, সামিহা আক্তার স্বর্ণা ও রোকসানা আক্তার পপি।
নাটকটির জন্য ‘গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশু’ বিষয়ক গানটি লিখেছেন পরিচালক নিজে। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ রিফাত কবীর। গান গেয়েছেন সাদমান সাকিব প্রান্ত ও মাইশা আহসান মম।
আগামী ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন পর্বে অংশ নিলেন বাংলাদেশের অভিনেত্রী ও প্রযোজক বর্ষা। ‘নিউ এরা অব আইডেন্টি অ্যান্ড ইমপ্যাক্ট অ্যান্ড গ্লোবাল সিনেমা’ শীর্ষক এই সেমিনারে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন বর্ষা।
১ ঘণ্টা আগে২০২৩ সালের নভেম্বরে সিনেমার মহরত অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এশা মার্ডার: কর্মফল’। তবে ঈদের আগে টিজার প্রকাশ করে জানানো হয় রোজা নয়, কোরবানির ঈদে আসছে সিনেমাটি। শেষ পর্যন্ত তা আর হয়নি। এরপর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। নির্মাতা ও প্রযোজকেরাও নিশ্চিত
১ ঘণ্টা আগেরোজার ঈদে মুক্তি পেয়েছিল ৬টি সিনেমা, যার ৪টিই দর্শকপ্রিয় হয়েছিল। এখনো বিভিন্ন হলে চলছে ‘বরবাদ’, ‘দাগি’, ‘চক্কর’ ও ‘জংলি’। অবশেষে দেড় মাস পর প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে নতুন সিনেমা। আজ থেকে দেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’।
২ ঘণ্টা আগেঢাকায় অবস্থিত জার্মান কালচারাল সেন্টারের আয়োজনে ‘সিনে সন্ধ্যা’ আয়োজনে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’ ও ‘আনটং’। ১৮ মে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য দুটি। মানুষের বাক্স্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে আনটাং। ছুরত নির্মিত হয়েছে মানুষের
২ ঘণ্টা আগে