টিভি নাটক ও সিনেমায় আদনান ফারুক হিল্লোল অভিনয় করছেন অনেক বছর ধরেই। বছর পাঁচেক আগে তাঁর হঠাৎ মনে হয়, দিনশেষে আসলে আমার নিজস্ব কী আছে? আমি যা-ই করছি, হয় প্রযোজকের জন্য করছি, নয়তো চ্যানেলের জন্য। বোধোদয় হয়–এমন কিছু করা উচিত, যেটা একেবারেই নিজের। হিল্লোল তাই নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেন অভিনব শো ‘ডাইন আউট উইথ আদনান’।
‘ফুড’ ও ‘জার্নি’ এ দুটো বিষয়কে মাথায় রেখে তিনি ঘুরতে থাকেন ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোতে। রান্না থেকে শুরু করে পরিবেশন–সবকিছু উঠে আসে তাঁর ক্যামেরায়। সঙ্গে হিল্লোলের নিজস্ব ঢঙের উপস্থাপনা তো ছিলই। হিল্লোল বলেন, ‘আমি রিসার্চ করে দেখলাম, পকেটে কিছু টাকা থাকলেই মানুষ খেতে যেতে পছন্দ করে। আড্ডা থেকে শুরু করে অনেক বিষয়েই মানুষ অনেকটা রেস্টুরেন্টমুখী হয়ে গেছে। আবার দুই-তিন দিনের ছুটি পেলেই কোথাও ঘুরতে বের হয়ে গেল। এ বিষয়গুলোকে মাথায় রেখেই পরিকল্পনা সাজাই এবং কাজ শুরু করি।’
ক্যামেরা নিয়ে রকমারি খাবারের খোঁজে হিল্লোল ছুটে বেড়াতে থাকেন সারা দেশ। গেছেন বিদেশেও–কলকাতা, দুবাইয়ের বাহারি খাবারের চিত্র তুলে এনেছেন। অল্পসময়ের মধ্যেই তাই ‘আদনান ফারুক’ হয়ে ওঠে অনেকের প্রিয় চ্যানেল। তাঁর চ্যানেলে এখন সাবস্ক্রাইবারের সংখ্যা ছয় লাখেরও বেশি।
হিল্লোলের জীবনসঙ্গী নওশীন নাহরিন মৌ। এই তারকা দম্পতি অনেক দিন ধরেই থাকেন নিউইয়র্কে। নওশীন সেখানে ফুলটাইম চাকরি করছেন। হিল্লোলও চালিয়ে যাচ্ছেন নিজের কাজ। দেশে থাকার সময়ই নওশীন শুরু করেন তাঁর ইউটিউব চ্যানেলের কাজ। হিল্লোল দেখান খাবার, আর নওশীন দেখান শপিং। তাঁর চ্যানেলটিতে প্রায় আড়াই লাখ সাবস্ক্রাইবার। দুজনেই ভীষণ আনন্দ নিয়ে ইউটিউবিং করেন। হিল্লোল-নওশীনকে অনেকেই তাই বলেন ‘ইউটিউবার দম্পতি’। তাঁদের দেখাদেখি শোবিজের অনেকেই এখন হাঁটছেন এই পথে।
টিভি নাটক ও সিনেমায় আদনান ফারুক হিল্লোল অভিনয় করছেন অনেক বছর ধরেই। বছর পাঁচেক আগে তাঁর হঠাৎ মনে হয়, দিনশেষে আসলে আমার নিজস্ব কী আছে? আমি যা-ই করছি, হয় প্রযোজকের জন্য করছি, নয়তো চ্যানেলের জন্য। বোধোদয় হয়–এমন কিছু করা উচিত, যেটা একেবারেই নিজের। হিল্লোল তাই নিজের ইউটিউব চ্যানেলে শুরু করেন অভিনব শো ‘ডাইন আউট উইথ আদনান’।
‘ফুড’ ও ‘জার্নি’ এ দুটো বিষয়কে মাথায় রেখে তিনি ঘুরতে থাকেন ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোতে। রান্না থেকে শুরু করে পরিবেশন–সবকিছু উঠে আসে তাঁর ক্যামেরায়। সঙ্গে হিল্লোলের নিজস্ব ঢঙের উপস্থাপনা তো ছিলই। হিল্লোল বলেন, ‘আমি রিসার্চ করে দেখলাম, পকেটে কিছু টাকা থাকলেই মানুষ খেতে যেতে পছন্দ করে। আড্ডা থেকে শুরু করে অনেক বিষয়েই মানুষ অনেকটা রেস্টুরেন্টমুখী হয়ে গেছে। আবার দুই-তিন দিনের ছুটি পেলেই কোথাও ঘুরতে বের হয়ে গেল। এ বিষয়গুলোকে মাথায় রেখেই পরিকল্পনা সাজাই এবং কাজ শুরু করি।’
ক্যামেরা নিয়ে রকমারি খাবারের খোঁজে হিল্লোল ছুটে বেড়াতে থাকেন সারা দেশ। গেছেন বিদেশেও–কলকাতা, দুবাইয়ের বাহারি খাবারের চিত্র তুলে এনেছেন। অল্পসময়ের মধ্যেই তাই ‘আদনান ফারুক’ হয়ে ওঠে অনেকের প্রিয় চ্যানেল। তাঁর চ্যানেলে এখন সাবস্ক্রাইবারের সংখ্যা ছয় লাখেরও বেশি।
হিল্লোলের জীবনসঙ্গী নওশীন নাহরিন মৌ। এই তারকা দম্পতি অনেক দিন ধরেই থাকেন নিউইয়র্কে। নওশীন সেখানে ফুলটাইম চাকরি করছেন। হিল্লোলও চালিয়ে যাচ্ছেন নিজের কাজ। দেশে থাকার সময়ই নওশীন শুরু করেন তাঁর ইউটিউব চ্যানেলের কাজ। হিল্লোল দেখান খাবার, আর নওশীন দেখান শপিং। তাঁর চ্যানেলটিতে প্রায় আড়াই লাখ সাবস্ক্রাইবার। দুজনেই ভীষণ আনন্দ নিয়ে ইউটিউবিং করেন। হিল্লোল-নওশীনকে অনেকেই তাই বলেন ‘ইউটিউবার দম্পতি’। তাঁদের দেখাদেখি শোবিজের অনেকেই এখন হাঁটছেন এই পথে।
নতুন নাটক ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’-এর প্রদর্শনী এবং অনুস্বর সংলাপ নামের একটা অনুষ্ঠানের আয়োজন করছি। প্রতিবছর এই সংলাপে একজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আসা হয় নাট্যকর্মী ও দর্শকদের সামনে। নির্দিষ্ট বিষয়ের ওপর তিনি বক্তব্য দেন। সেই বক্তব্যকে ঘিরে শুরু হয় সংলাপ। দর্শকেরা অতিথিকে প্রশ্ন করেন।
২ ঘণ্টা আগেপারিবারিক গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, শামীম জামান, আ খ ম হাসান, জয়রাজ, তারিক স্বপন, সমাপ্তি মাসুক প্রমুখ।
২ ঘণ্টা আগেপ্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগেউত্তরার লাবণী শুটিং হাউসে শুটিং বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা ৪ নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। নোটিশটি প্রকাশ্যে আসতেই প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা।
১১ ঘণ্টা আগে