Ajker Patrika

রাজীবের প্রযোজনায় ঈদ আড্ডায় অনন্ত-বর্ষা

আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৪: ৩৭
রাজীবের প্রযোজনায় ঈদ আড্ডায় অনন্ত-বর্ষা

বাংলাভিশনের ভিন্নধর্মী আয়োজনে একান্ত আড্ডা দিয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’ অনুষ্ঠানটির শুটিং সম্প্রতি সম্পন্ন হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। এই অনুষ্ঠানে অনন্ত জলিল ও বর্ষা দুজনই উপস্থাপক, আবার দুজনই অতিথি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।

‘অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ’—এই সংলাপের পেছনের গল্প। মানুষের বিপদে-আপদে সব সময় এগিয়ে আসার প্রেরণা। অভিনেতা থেকে নেতা হওয়া, মানে রাজনীতি করার ইচ্ছে? তাদের সিনেমাগুলোর নাম বাংলা ও ইংরেজির শব্দ মিলিয়ে কেন হয়? অনুষ্ঠানটিতে এমন অনেক তথ্যই জানা যাবে।

অনন্ত জলিলের সঙ্গে অনুষ্ঠানটির প্রযোজক রাজীব।অনুষ্ঠান সম্পর্কে বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাঁদের কাজ ও ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। দীর্ঘ আট বছর পর অনন্ত জলিল ও বর্ষা সিনেমার পর্দায় আসছেন। ভিনদেশি অভিনয়শিল্পীদের সঙ্গে এবং দেশের বাইরে শুটিংয়ের অভিজ্ঞতাও জানিয়েছেন এই তারকা দম্পতি। নতুন এই সিনেমার পেছনের অনেক গল্প দর্শক জানতে পারবে। এই দম্পতির তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন এই অনুষ্ঠানে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

বর্ষার সঙ্গে অনুষ্ঠানটির প্রযোজক রাজীব। ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের আগের দিন বিকেল ৫টা ১৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত