বিনোদন প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। সোমবার ঢাকার মাটিতে পা রেখে তিনি জানান দিয়েছেন, ‘আমার শহর ঢাকায় ফিরে এলাম।’
আমেরিকার ক্যানসাসে থাকেন নাদিয়ার বাবা, মা ও ছোট বোন। প্রতিবছরই নাদিয়া তাঁদের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু করোনার কারণে গত দুই বছর যেতে পরেননি। অবশেষে এবার সুযোগ পাওয়ায় জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন নাদিয়া।
এ দুই মাস নাকি দারুণ সময় কেটেছে তাঁর। বোন নন্দিতা আহমেদের সঙ্গে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছেন ঐতিহ্যবাহী স্পটগুলোতে, শপিং করছেন, টিকটকে মজার ভিডিও পোস্ট করেছেন দুজন মিলে। আর মা-বাবার সঙ্গে সময় কাটানো তো আছেই। ‘যেন চোখের পলকে কেটে গেছে এ দুই মাস’—বলেন নাদিয়া।
ছুটি শেষ, ফিরেছেন দেশে। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাদিয়া। তিনি অভিনয়ের মানুষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বেশি দিন দূরে থাকলে তাঁরও মন অস্থির হয়। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব জমে আছে। দেশে না ফিরে শিডিউল নিশ্চিত করতে পারছিলেন না। এবার গুছিয়ে নেবেন আস্তে-ধীরে। বলেন, ‘এ মাসের শেষ দিকে কিছু কাজ ছিল। ক্যানসেল হয়েছে। ঢাকার বাইরে একটি নাটকের শুটিং ছিল। এখনই ঢাকার বাইরে গিয়ে কাজ করার এনার্জি নেই। হয়তো সামনের মাসের শুরুর দিকে শুটিংয়ে যাব। আর যদি এ মাসে কাজ করতেই হয়, তাহলে ২৮ তারিখের আগে নয়।’
প্রায় দুই মাস যুক্তরাষ্ট্রে কাটিয়ে দেশে ফিরেছেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। সোমবার ঢাকার মাটিতে পা রেখে তিনি জানান দিয়েছেন, ‘আমার শহর ঢাকায় ফিরে এলাম।’
আমেরিকার ক্যানসাসে থাকেন নাদিয়ার বাবা, মা ও ছোট বোন। প্রতিবছরই নাদিয়া তাঁদের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু করোনার কারণে গত দুই বছর যেতে পরেননি। অবশেষে এবার সুযোগ পাওয়ায় জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন নাদিয়া।
এ দুই মাস নাকি দারুণ সময় কেটেছে তাঁর। বোন নন্দিতা আহমেদের সঙ্গে প্রায় প্রতিদিনই ঘুরতে বেরিয়েছেন ঐতিহ্যবাহী স্পটগুলোতে, শপিং করছেন, টিকটকে মজার ভিডিও পোস্ট করেছেন দুজন মিলে। আর মা-বাবার সঙ্গে সময় কাটানো তো আছেই। ‘যেন চোখের পলকে কেটে গেছে এ দুই মাস’—বলেন নাদিয়া।
ছুটি শেষ, ফিরেছেন দেশে। এবার শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছেন নাদিয়া। তিনি অভিনয়ের মানুষ। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে বেশি দিন দূরে থাকলে তাঁরও মন অস্থির হয়। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয়ের প্রস্তাব জমে আছে। দেশে না ফিরে শিডিউল নিশ্চিত করতে পারছিলেন না। এবার গুছিয়ে নেবেন আস্তে-ধীরে। বলেন, ‘এ মাসের শেষ দিকে কিছু কাজ ছিল। ক্যানসেল হয়েছে। ঢাকার বাইরে একটি নাটকের শুটিং ছিল। এখনই ঢাকার বাইরে গিয়ে কাজ করার এনার্জি নেই। হয়তো সামনের মাসের শুরুর দিকে শুটিংয়ে যাব। আর যদি এ মাসে কাজ করতেই হয়, তাহলে ২৮ তারিখের আগে নয়।’
মার্কিন পপ তারকা বিয়ন্সে ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এই গুণী তারকা আরও একবার নতুন ইতিহাস গড়লেন। ৫০ বছর পর এই প্রথমবার কোনো কৃষ্ণাঙ্গ সংগীতশিল্পী...
১৩ ঘণ্টা আগেমঞ্চে গান গাওয়ার সময় নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে সমালোচনার কেন্দ্রে প্রবীণ গায়ক উদিত নারায়ণ। এই রেশ না কাটতেই নতুন করে সামনে এসেছে গায়কের পুরোনো সব চুমু কাণ্ড। এর আগেও তিনি মঞ্চে চুমু দিয়েছেন।
১৬ ঘণ্টা আগেক্যারিয়ারে ত্রিভুজ প্রেমের অনেক গল্পে অভিনয় করেছেন বাপ্পারাজ। বেশির ভাগ সিনেমায় শেষ দৃশ্যে থাকতেন আত্মত্যাগের ভূমিকায়। পর্দায় নেই অনেক দিন, তবে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ান বাপ্পারাজ। প্রায়ই দেখা যায় তাঁর সিনেমার দৃশ্য শেয়ার করে কেউ লিখছেন ব্যর্থ প্রেমিক কিংবা কেউ লিখছেন ব্যর্থ প্রেমের সফল নায়ক।
২০ ঘণ্টা আগেজুলাই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নতুন গান উপহার দিলেন কণ্ঠশিল্পী সায়েরা রেজা। গানের শিরোনাম ‘বেলা চাও, আলো দাও’। আদিব কবিরের সংগীত আয়োজনে গানটির কথা লিখেছেন কাজী জহিরুল ইসলাম। এরই মধ্যে গানটি ইউটিউব, স্পটিফাই, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
২০ ঘণ্টা আগে