Ajker Patrika

আলী যাকেরের জন্মদিনে ‘রাঙা সকাল’-এ সারা যাকের

আলী যাকেরের জন্মদিনে ‘রাঙা সকাল’-এ সারা যাকের

গত বছরের ২৭ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যজন আলী যাকের সবাইকে কাঁদিয়ে চলে যান ওপারে। বেঁচে থাকলে আগামীকাল ৬ নভেম্বর তার ৭৭তম জন্মদিন পালন হতো। তবে কিংবদন্তির যেমন মরণ নেই, যাকের পরিবারও চায় আলী যাকের জীবন্ত থাকুক নানামুখী কাজে। এজন্য তারা বেশ কিছু উদ্যোগও নিয়েছেন। আর এ বিষয় নিয়ে কথা বলতে আগামীকাল শনিবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন আলী যাকেরের সহধর্মিনী, একুশে পদক বিজয়ী নাট্যব্যক্তিত্ব সারা যাকের।

সকাল ৭টা থেকে ৯টা ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বে সারা যাকের জানাবেন, শুধু স্মরণে বা কথায় নয়, নানান কর্মকাণ্ডেও আলী যাকেরের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। পাশাপাশি বিশেষ এই দিনে একটি বিশেষ ঘোষনাও আসবে পরিবার থেকে।

রুম্মান রশীদ খান ও লাবণ্য’র সাথে আলাপচারিতার ফাঁকে সারা যাকের জানাবেন, সাধারণ আলী যাকের তাঁর মনের বিশালতার কারণে কতটা অসাধারণ হয়ে উঠেছিলেন, তাঁর প্রস্থানের পর দুই সন্তান ইরেশ যাকের ও শ্রিয়া সর্বজয়া কিভাবে নিজেদের সামলে নিয়েছেন।

আগামীকাল ইরেশ যাকেরেরও জন্মদিন। ছেলের জন্য মায়ের বিশেষ বার্তাও থাকবে এই আয়োজনে। ‘রাঙা সকাল’ প্রযোজনা করছেন জোবায়ের ইকবাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত