Ajker Patrika

বিজ্ঞাপনে বিদেশি মডেলদের বিষয়ে নীতিমালায় খুশি শিল্পীরা, তথ্যমন্ত্রীকে শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ জুন ২০২১, ১১: ৪৯
Thumbnail image

ঢাকা: দেশের বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর উপস্থিতি নিয়ে তর্ক চলছে অনেকদিন ধরেই। দেশের শিল্পীরা দাবি করে আসছিলেন, যেন দেশের বিজ্ঞাপনে তাঁদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। তাঁদের দাবি গুরুত্ব পেয়েছে নতুন নীতিমালায়। কিছুদিন আগে দেশীয় চলচ্চিত্রে বিদেশি অভিনয়শিল্পী, কলাকুশলী, সংগীতজ্ঞ, সংগীতশিল্পী ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণসংক্রান্ত নীতিমালা ২০২১ (সংশোধিত) প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, বিজ্ঞাপনে প্রতি বিদেশি শিল্পীর জন্য ২ লাখ টাকা ফি (ভ্যাট ও আয়কর ছাড়া) এবং বিজ্ঞাপন প্রচারের সময় টিভি চ্যানেলকে প্রতি বিজ্ঞাপনের জন্য এককালীন ২০ হাজার টাকা করে ফি দিতে হবে। বিদেশে শুটিংয়ের ব্যাপারেও কিছু নিয়ম বেঁধে দেওয়া হয়েছে নতুন নীতিমালায়।

এ নীতিমালা নিয়ে খুশি দেশের অভিনয়শিল্পীরা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শিল্পীদের একটি দল। সেখানে ছিলেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, নির্মাতা এস এ হক অলীক, তারিন জাহান, তানভীন সুইটিসহ অনেকেই। তাঁরা নীতিমালা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

আমাদের লক্ষ্য শিল্পীদের সুরক্ষা দেওয়া, এটি রাষ্ট্রের দায়িত্ব। আমাদের টেলিভিশনে বিজ্ঞাপনের একটা বিরাট অংশ অন্য দেশের শিল্পীদের দিয়ে বানানো হয় এবং সেই শিল্পীরাও প্রথম শ্রেণির নয়। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে আমাদের শিল্পীরা এত সুন্দর অভিনয় করেছে, দেখে অভিভূত হতে হয়। আমরা মনে করি, আমাদের দেশের শিল্পীদেরই বিদেশে গিয়ে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করার মতো মেধা আছে।

হাছান মাহমুদ, তথ্যমন্ত্রী

বিদেশি শিল্পীকে নিয়ে সিনেমা বা বিজ্ঞাপন বানানো বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়। বরং সরকারের লক্ষ্য দেশের শিল্পীদের সুরক্ষা দেওয়া, উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বিদেশি শিল্পী দিয়ে চিত্র নির্মাণে আমরা প্রথমে ৫ লাখ টাকা ফির কথা চিন্তা করেছিলাম। কিন্তু অনেক শিল্পীর পারিশ্রমিক ৫ লাখ টাকা হয় না। সেই বিবেচনায় আপাতত শিল্পী প্রতি ভ্যাট ও আয়কর বাদে ২ লাখ টাকা ফি নির্ধারণ হয়েছে। যে টেলিভিশন বিদেশি শিল্পীর বিজ্ঞাপনচিত্র দেখাবে তাকে সরকারকে এককালীন ২০ হাজার টাকা দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত