Ajker Patrika

ওয়েবে ক্রিকেটারের জীবন

বিনোদন প্রতিবেদক
আপডেট : ০৭ জুন ২০২১, ১১: ৩২
ওয়েবে ক্রিকেটারের জীবন

ঢাকা: মফস্বল শহরের এক ক্রিকেটারের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ম্যাচ উইনার’। এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সম্প্রতি উত্তরা, পুরান ঢাকা, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও এর আশপাশ এলাকায় ছবিটির শুটিং শেষ হয়েছে।

এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। তাঁর বিপরীতে রয়েছেন নাজিবা বাশার ও নিশাত প্রিয়ম। একজন ক্রিকেটার গ্রাম থেকে ঢাকায় এসে তারকা হয়ে যায়। তারকা হওয়ার পথে তাকে যে বাধার পথ পাড়ি দিতে হয়, তা দেখানো হয়েছে সিরিজটিতে।

এতে অভিনয় প্রসঙ্গে নাজিবা বাশার বলেন, ‘এখানে আমি নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। ইয়াশ রোহানের সঙ্গে আমার প্রেম দেখানো হয়। আমি তাকে প্রেমের ফাঁদে ফেলি। আশা করছি শহুরে প্রেমিকা ‘‘তানিয়া’’ চরিত্র দর্শকের পছন্দ হবে।’

নির্মাতা আবু হায়াত বলেন, নাটকটি ক্রিকেট খেলা নিয়ে তৈরি হয়েছে। এর সঙ্গে রয়েছে পারিবারিক, সামাজিক ও আনুষঙ্গিক বিষয়। ‘ম্যাচ উইনার’ ওয়েব সিরিজটি গতানুগতিক গল্প থেকে ভিন্ন স্বাদের। আর ঢাকার বাইরে মনোরম কিছু লোকেশনে শুটিং হয়েছে। প্রত্যেক অভিনয়শিল্পী তাঁদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। ক্রিকেট খেলার সঙ্গে জীবনকে সুন্দর করে ফুটিয়ে তুলতে গল্পে ও সংলাপে ভিন্নতা আনা হয়েছে। দর্শকদের ভালো লাগবে। এটি এনটিভি অনলাইন ওটিটির জন্য নির্মিত। এই ওয়েব সিরিজটি সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা।

ইয়াশ রোহান বলেন, ভালো গল্পে ওয়েব সিরিজ আমাকে সবসময়ই টানে। এর গল্পটা তেমনই। এতে আমাকে দেখা যাবে রাকিবুল চরিত্রে। গল্প ও চরিত্র মিলে আশা করছি ওয়েব সিরিজটি দর্শকদের ভালো লাগবে।

এতে আরও অভিনয় করেছেন হিন্দোল রয়, সুজাত শিমুল, মিলি বাশার, নরেশ ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

৪ দাবি নিয়ে মার্কিন চাপ, বাংলাদেশের সায় ৩ শর্তে

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত