বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী গওহর জান হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। আর এ জন্য তিনি শিখছেন গান, নতুন করে তালিম নিচ্ছেন নাচের। তবে কোনো ছবি বা সিরিজে নয়, গওহর জানের চরিত্রে অর্পিতা দেখা দেবেন মঞ্চে। এটাই হতে যাচ্ছে মঞ্চে তাঁর প্রথম কোনো একক শো। নাটকের নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতার জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। অর্পিতা বলেন, ‘ঘণ্টা দেড়েকের ওয়ান অ্যাক্ট প্লে এটি। এই প্রজেক্টটা থিয়েটারের চেয়েও বেশি কিছু।’
এই নাটকে অভিনয়ের জন্য গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতা। তিনি ভালো গান গাইতে পারলেও অনেক বছর ধরে চর্চা ছিল না। মঞ্চে গওহর জান হয়ে ওঠার জন্য তাই ছয়-সাত মাস ধরে গানের দক্ষতা ঝালাই করে নিচ্ছেন।
এই নাটকে নাচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্পিতার আগে থেকেই ভরতনাট্যম শেখা আছে। কিন্তু কত্থক নৃত্য কখনো শেখেননি। নতুন করে শিখছেন। অর্পিতা বলেন, ‘গওহর জান গায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন, পরে আসে তাঁর নৃত্যশিল্পীর সত্তা। তাই এই প্রোডাকশনে গানের পাশাপাশি নাচও রাখা হয়েছে।’
নাটকটির নির্দেশনা দিচ্ছেন অবন্তী চক্রবর্তী। সংগীত পরিচালনা করছেন জয় সরকার।
বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী গওহর জান হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। আর এ জন্য তিনি শিখছেন গান, নতুন করে তালিম নিচ্ছেন নাচের। তবে কোনো ছবি বা সিরিজে নয়, গওহর জানের চরিত্রে অর্পিতা দেখা দেবেন মঞ্চে। এটাই হতে যাচ্ছে মঞ্চে তাঁর প্রথম কোনো একক শো। নাটকের নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’।
আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতার জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। অর্পিতা বলেন, ‘ঘণ্টা দেড়েকের ওয়ান অ্যাক্ট প্লে এটি। এই প্রজেক্টটা থিয়েটারের চেয়েও বেশি কিছু।’
এই নাটকে অভিনয়ের জন্য গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতা। তিনি ভালো গান গাইতে পারলেও অনেক বছর ধরে চর্চা ছিল না। মঞ্চে গওহর জান হয়ে ওঠার জন্য তাই ছয়-সাত মাস ধরে গানের দক্ষতা ঝালাই করে নিচ্ছেন।
এই নাটকে নাচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্পিতার আগে থেকেই ভরতনাট্যম শেখা আছে। কিন্তু কত্থক নৃত্য কখনো শেখেননি। নতুন করে শিখছেন। অর্পিতা বলেন, ‘গওহর জান গায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন, পরে আসে তাঁর নৃত্যশিল্পীর সত্তা। তাই এই প্রোডাকশনে গানের পাশাপাশি নাচও রাখা হয়েছে।’
নাটকটির নির্দেশনা দিচ্ছেন অবন্তী চক্রবর্তী। সংগীত পরিচালনা করছেন জয় সরকার।
২০২০ সালে ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ওয়েব সিরিজ ‘কারাগার’ নির্মাতা হিসেবে তাঁকে আরও পরিচিতি এনে দেয়। প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’। এ সিরিজের মাধ্যমে প্রথমবার বাংলাদেশের কোনো কনটেন্টে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেতা
১৮ ঘণ্টা আগেঅনেকের কাছে শৈশবের স্মৃতি মানেই বাবার জামা ধরে সাইকেলের পেছনে বসে থাকা। সেই সাইকেলটা যেন শুধু একটা বাহন নয়, জীবনের প্রতীক। শৈশবের সেই স্মৃতি আজও অনেককে স্মৃতিকাতর করে। সেই স্মৃতিকাতরতা নিয়ে গায়ক নাহিদ হাসান তাঁর বাবার প্রতি ভালোবাসার প্রকাশ ঘটালেন গানে গানে। ‘বাবার সাইকেল’ শিরোনামে নতুন গান বাঁধলেন
১৮ ঘণ্টা আগেআগামী ১২ থেকে ২০ জুন বুলগেরিয়ার ভার্নায় অনুষ্ঠিত হবে ২১তম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব রেডক্রস অ্যান্ড হেলথ ফিল্মস। এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের ‘খবরের কাগজ’। আসাদুজ্জামান সবুজের গল্পে স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি পরিচালনা ও সম্পাদনা করেছেন সোহেল আরিয়ান।
১৮ ঘণ্টা আগেমেট গালা মানেই ফ্যাশন প্যারেড। নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয় এ ফ্যাশন শো। ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বড় এই আসরে উপস্থিত হন জনপ্রিয় তারকারা। এতে অংশ নেওয়ার জন্য তারকাদের থাকে দীর্ঘ প্রস্তুতি। সবাই চান ভিন্নধর্মী পোশাক পরে তাক
১৮ ঘণ্টা আগে