Ajker Patrika

গওহর জানের ভূমিকায় অর্পিতা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০৯: ০৫
গওহর জানের ভূমিকায় অর্পিতা

বিখ্যাত গায়িকা ও নৃত্যশিল্পী গওহর জান হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। আর এ জন্য তিনি শিখছেন গান, নতুন করে তালিম নিচ্ছেন নাচের। তবে কোনো ছবি বা সিরিজে নয়, গওহর জানের চরিত্রে অর্পিতা দেখা দেবেন মঞ্চে। এটাই হতে যাচ্ছে মঞ্চে তাঁর প্রথম কোনো একক শো। নাটকের নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’।

আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর কলকাতার জিডি বিড়লা সভাঘরে মঞ্চস্থ হবে এই নাটক। অর্পিতা বলেন, ‘ঘণ্টা দেড়েকের ওয়ান অ্যাক্ট প্লে এটি। এই প্রজেক্টটা থিয়েটারের চেয়েও বেশি কিছু।’

এই নাটকে অভিনয়ের জন্য নাচ-গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতাএই নাটকে অভিনয়ের জন্য গানের প্রশিক্ষণ নিচ্ছেন অর্পিতা। তিনি ভালো গান গাইতে পারলেও অনেক বছর ধরে চর্চা ছিল না। মঞ্চে গওহর জান হয়ে ওঠার জন্য তাই ছয়-সাত মাস ধরে গানের দক্ষতা ঝালাই করে নিচ্ছেন।

নাটকটির নাম রাখা হয়েছে ‘মাই নেম ইজ জান’এই নাটকে নাচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্পিতার আগে থেকেই ভরতনাট্যম শেখা আছে। কিন্তু কত্থক নৃত্য কখনো শেখেননি। নতুন করে শিখছেন। অর্পিতা বলেন, ‘গওহর জান গায়িকা হিসেবেই বেশি পরিচিত ছিলেন, পরে আসে তাঁর নৃত্যশিল্পীর সত্তা। তাই এই প্রোডাকশনে গানের পাশাপাশি নাচও রাখা হয়েছে।’

নাটকটির নির্দেশনা দিচ্ছেন অবন্তী চক্রবর্তী। সংগীত পরিচালনা করছেন জয় সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত