মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ‘দেশা: দ্য লিডার’ ছবির নায়ক শিপন মিত্র। আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘নাটাই ঘুড়ি’ নামের নতুন ধারাবাহিক। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন শিপন। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে।
নাট্যকার রেজাউর রহমান রিজভী জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে সাতজন ছেলেমেয়ের বন্ধুত্ব ঘিরে। প্রেম কিংবা ভালোবাসার বাইরেও যে জীবনের আরও অনেক গল্প থাকে, থাকে নানা টানাপোড়েন–সেটাই এই নাটকের উপজীব্য। গল্পের প্রয়োজনেই নাটকের বিভিন্ন পর্বে নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে।
নির্মাতা এমদাদুল হক খান জানিয়েছেন, অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ধারাবাহিকে। শুটিং হয়েছে চারটি ভিন্ন ভিন্ন শুটিং হাউসে। ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং লিখেছেন হাফসা আলম, সুর ও সংগীত করেছেন অমিত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।
ফাইয়াজ কমিউনিকেশনের প্রযোজনায় মেগা ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আবদুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, এলিনা শাম্মী, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।
ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ‘দেশা: দ্য লিডার’ ছবির নায়ক শিপন মিত্র। আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘নাটাই ঘুড়ি’ নামের নতুন ধারাবাহিক। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন শিপন। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে।
নাট্যকার রেজাউর রহমান রিজভী জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে সাতজন ছেলেমেয়ের বন্ধুত্ব ঘিরে। প্রেম কিংবা ভালোবাসার বাইরেও যে জীবনের আরও অনেক গল্প থাকে, থাকে নানা টানাপোড়েন–সেটাই এই নাটকের উপজীব্য। গল্পের প্রয়োজনেই নাটকের বিভিন্ন পর্বে নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে।
নির্মাতা এমদাদুল হক খান জানিয়েছেন, অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ধারাবাহিকে। শুটিং হয়েছে চারটি ভিন্ন ভিন্ন শুটিং হাউসে। ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং লিখেছেন হাফসা আলম, সুর ও সংগীত করেছেন অমিত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।
ফাইয়াজ কমিউনিকেশনের প্রযোজনায় মেগা ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আবদুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, এলিনা শাম্মী, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।
ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
১২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
১৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
১৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে