Ajker Patrika

মেগা ধারাবাহিকে শিপন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৯
মেগা ধারাবাহিকে শিপন

মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ‘দেশা: দ্য লিডার’ ছবির নায়ক শিপন মিত্র। আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘নাটাই ঘুড়ি’ নামের নতুন ধারাবাহিক। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন শিপন। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে।

নাট্যকার রেজাউর রহমান রিজভী জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে সাতজন ছেলেমেয়ের বন্ধুত্ব ঘিরে। প্রেম কিংবা ভালোবাসার বাইরেও যে জীবনের আরও অনেক গল্প থাকে, থাকে নানা টানাপোড়েন–সেটাই এই নাটকের উপজীব্য। গল্পের প্রয়োজনেই নাটকের বিভিন্ন পর্বে নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে।

নির্মাতা এমদাদুল হক খান জানিয়েছেন, অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ধারাবাহিকে। শুটিং হয়েছে চারটি ভিন্ন ভিন্ন শুটিং হাউসে। ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং লিখেছেন হাফসা আলম, সুর ও সংগীত করেছেন অমিত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।

ফাইয়াজ কমিউনিকেশনের প্রযোজনায় মেগা ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আবদুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, এলিনা শাম্মী, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।

ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত