মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ‘দেশা: দ্য লিডার’ ছবির নায়ক শিপন মিত্র। আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘নাটাই ঘুড়ি’ নামের নতুন ধারাবাহিক। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন শিপন। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে।
নাট্যকার রেজাউর রহমান রিজভী জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে সাতজন ছেলেমেয়ের বন্ধুত্ব ঘিরে। প্রেম কিংবা ভালোবাসার বাইরেও যে জীবনের আরও অনেক গল্প থাকে, থাকে নানা টানাপোড়েন–সেটাই এই নাটকের উপজীব্য। গল্পের প্রয়োজনেই নাটকের বিভিন্ন পর্বে নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে।
নির্মাতা এমদাদুল হক খান জানিয়েছেন, অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ধারাবাহিকে। শুটিং হয়েছে চারটি ভিন্ন ভিন্ন শুটিং হাউসে। ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং লিখেছেন হাফসা আলম, সুর ও সংগীত করেছেন অমিত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।
ফাইয়াজ কমিউনিকেশনের প্রযোজনায় মেগা ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আবদুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, এলিনা শাম্মী, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।
ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
মেগা ধারাবাহিক নাটকে অভিনয় করছেন ‘দেশা: দ্য লিডার’ ছবির নায়ক শিপন মিত্র। আজ থেকে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে ‘নাটাই ঘুড়ি’ নামের নতুন ধারাবাহিক। এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন শিপন। রেজাউর রহমান রিজভীর রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন এমদাদুল হক খান। ধারাবাহিকটি প্রচার হবে আজ থেকে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টিভিতে।
নাট্যকার রেজাউর রহমান রিজভী জানিয়েছেন, ধারাবাহিকটির গল্প তৈরি হয়েছে সাতজন ছেলেমেয়ের বন্ধুত্ব ঘিরে। প্রেম কিংবা ভালোবাসার বাইরেও যে জীবনের আরও অনেক গল্প থাকে, থাকে নানা টানাপোড়েন–সেটাই এই নাটকের উপজীব্য। গল্পের প্রয়োজনেই নাটকের বিভিন্ন পর্বে নতুন নতুন চরিত্রের আবির্ভাব ঘটেছে।
নির্মাতা এমদাদুল হক খান জানিয়েছেন, অর্ধশতাধিক অভিনয়শিল্পী অভিনয় করেছেন এই ধারাবাহিকে। শুটিং হয়েছে চারটি ভিন্ন ভিন্ন শুটিং হাউসে। ‘নাটাই ঘুড়ি’র টাইটেল সং লিখেছেন হাফসা আলম, সুর ও সংগীত করেছেন অমিত চট্টোপাধ্যায় আর কণ্ঠ দিয়েছেন বি. জামান সুজন।
ফাইয়াজ কমিউনিকেশনের প্রযোজনায় মেগা ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, আবদুল আজিজ, মাসুম বাশার, মিলি বাশার, অরিন, আশিক চৌধুরী, মৌমিতা মৌ, রেশমী, এলিনা শাম্মী, ইমরান, নাবিলা ইসলাম, রাইসা রিয়া, শিল্পী সরকার অপু প্রমুখ।
ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১২ ঘণ্টা আগেবিজ্ঞাপনের মডেল হওয়ার পর গত বছর মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সন্ধিক্ষণ’ নাটক দিয়ে অভিনয়ে নাম লিখিয়েছেন মালাইকা চৌধুরী। সম্পর্কে তিনি মেহজাবীন চৌধুরীর ছোট বোন। নিজ অভিজ্ঞতার আলোকে পরামর্শ দিয়ে বোন মালাইকাকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন মেহজাবীন। অভিনয়ের প্রথম প্রশিক্ষণও বড় বোনের কাছেই পেয়েছেন মালাইকা।
১২ ঘণ্টা আগে৫ মে শুরু হয়েছে তারকাদের ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি। প্রথম রাউন্ড শেষে ফাইনালে উঠেছে গিগাবাইট টাইটানস ও স্বপ্নধরা স্পারটান্স। দল দুটির মেন্টর হিসেবে আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
১৩ ঘণ্টা আগেসিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পরিচালক, প্রযোজক, সেলস এজেন্ট ও সাংবাদিকেরা হাজির হন ‘বড় পর্দার অলিম্পিক’খ্যাত এ উৎসবে। নির্মাতারা আসেন তাঁদের সিনেমা দেখাতে। সেসব বিক্রির প্রক্রিয়া
১৩ ঘণ্টা আগে