বিনোদন প্রতিবেদক, ঢাকা
ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদের আগে নাটকের ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েন জোভান। গিটার হাতে গান গাওয়ার সময় তাঁর অভিব্যক্তিকে অনেকেই অতিনাটকীয় বলে উল্লেখ করেন। বিভিন্ন পেজ ও গ্রুপে চলে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গবিদ্রুপ দেখা গেছে অভিনেতাকে ঘিরে। কিন্তু ইউটিউবে মুক্তির পর সে নাটক দেখতেই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মুক্তির দ্বিতীয় দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশিকি।
ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়ার পর ৮ জুন সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় আশিকি। মুক্তির দুই দিনের মাথায় নাটকটি পার করেছে ৬০ লাখ ভিউজের ঘর। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাটকটি, যা নাটকের মধ্যে শীর্ষে। ৯ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে নাটকটির ইউটিউব লিঙ্কের নিচে।
মুক্তির আগেই জোভানের একটি গানের ক্লিপ ভাইরাল প্রসঙ্গে মহিম আহমেদ নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের শেষের কাহিনির কারণে গানে এমন অভিনয়। বেশ ভালো লেগেছে। আসলে আমরা না বুঝে লাফাই বেশি। পরিশেষে জোভানকে বলি, ভাই এগিয়ে চলো। সমালোচকেরা অনেক কথা বলবে, কাজ দিয়ে প্রমাণ করবে তোমার যোগ্যতা।’
তোফাজ্জল আরমান নামের আরেক দর্শক লিখেছেন, ‘না দেখে অনেকেই সমালোচনার ঝড় বইয়ে দেয়। ভালো-খারাপ জাজ করতে আগে দেখতে হয়। ভালো হয়েছে কাজটা। এই নাটক হিট হবে।’
আশিকি নাটকের গল্পে দেখা যায়, বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। তবে সে দেখতে অসুন্দর, চেহারায় দাগ, দাঁত বড়। একসময় ধনী পরিবারের মেয়ে জেসিয়ার প্রেমে পড়ে আশিক। প্রেমের প্রস্তাব দিলে জনসমক্ষে আশিককে অপমান করে জেসিয়া। একদিন বড় এক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পায় আশিক। ধীরে ধীরে হয়ে ওঠে জনপ্রিয় গায়ক। নির্মাতা জানান, নাটকে অনেক বিষয় প্রতিফলিত হয়েছে। একজন শিল্পীর স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালীর অসাধারণ এক প্রেমের বয়ানও আছে।
এই নাটকে জোভানের বিপরীতে জেসিয়া চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। চমক হিসেবে একটি দৃশ্যে রয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।
ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদের আগে নাটকের ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েন জোভান। গিটার হাতে গান গাওয়ার সময় তাঁর অভিব্যক্তিকে অনেকেই অতিনাটকীয় বলে উল্লেখ করেন। বিভিন্ন পেজ ও গ্রুপে চলে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গবিদ্রুপ দেখা গেছে অভিনেতাকে ঘিরে। কিন্তু ইউটিউবে মুক্তির পর সে নাটক দেখতেই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মুক্তির দ্বিতীয় দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশিকি।
ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়ার পর ৮ জুন সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় আশিকি। মুক্তির দুই দিনের মাথায় নাটকটি পার করেছে ৬০ লাখ ভিউজের ঘর। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাটকটি, যা নাটকের মধ্যে শীর্ষে। ৯ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে নাটকটির ইউটিউব লিঙ্কের নিচে।
মুক্তির আগেই জোভানের একটি গানের ক্লিপ ভাইরাল প্রসঙ্গে মহিম আহমেদ নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের শেষের কাহিনির কারণে গানে এমন অভিনয়। বেশ ভালো লেগেছে। আসলে আমরা না বুঝে লাফাই বেশি। পরিশেষে জোভানকে বলি, ভাই এগিয়ে চলো। সমালোচকেরা অনেক কথা বলবে, কাজ দিয়ে প্রমাণ করবে তোমার যোগ্যতা।’
তোফাজ্জল আরমান নামের আরেক দর্শক লিখেছেন, ‘না দেখে অনেকেই সমালোচনার ঝড় বইয়ে দেয়। ভালো-খারাপ জাজ করতে আগে দেখতে হয়। ভালো হয়েছে কাজটা। এই নাটক হিট হবে।’
আশিকি নাটকের গল্পে দেখা যায়, বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। তবে সে দেখতে অসুন্দর, চেহারায় দাগ, দাঁত বড়। একসময় ধনী পরিবারের মেয়ে জেসিয়ার প্রেমে পড়ে আশিক। প্রেমের প্রস্তাব দিলে জনসমক্ষে আশিককে অপমান করে জেসিয়া। একদিন বড় এক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পায় আশিক। ধীরে ধীরে হয়ে ওঠে জনপ্রিয় গায়ক। নির্মাতা জানান, নাটকে অনেক বিষয় প্রতিফলিত হয়েছে। একজন শিল্পীর স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালীর অসাধারণ এক প্রেমের বয়ানও আছে।
এই নাটকে জোভানের বিপরীতে জেসিয়া চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। চমক হিসেবে একটি দৃশ্যে রয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তাঁর সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন। এই উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের স্টার নাইট অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিশেষ আয়োজনে। অংশ নিয়েছেন রুনা লায়লা, কথা বলেছেন তাঁর গান ও ক্যারিয়ারের নানা বিষয়ে।
৪ ঘণ্টা আগেগত কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে চমক দেখিয়েছিল ‘উৎসব’। ধুন্ধুমার অ্যাকশনের মধ্যে তানিম নূরের সিনেমাটি যেন স্বস্তির বাতাস এনে দিয়েছিল দর্শকের মাঝে। প্রথম দিন থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রে ছিল নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক গল্পের উৎসব সিনেমাটি।
১৪ ঘণ্টা আগেপৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-বোনের বিরোধ অনেক পরিবারেই দেখা যায়। অনেক সময় সম্পত্তির ভাগের জন্য নষ্ট হয়ে যায় ভাই-বোনের সম্পর্ক। সম্পর্ক আর অধিকারের এমন গল্পের সিনেমা নিয়ে আসছেন কোয়েল মল্লিক। কালীপূজা উপলক্ষে ২১ অক্টোবর মুক্তি পাবে ‘স্বার্থপর’ নামের সিনেমাটি। বানিয়েছেন অন্নপূর্ণা বসু।
১৫ ঘণ্টা আগে১০ বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় ফিরছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘অন্তর্যামী’ নামের সিনেমাটি বানাবেন সৈকত নাসির। গতকাল ফার্স্ট লুক প্রকাশ করে নতুন এই সিনেমার ঘোষণা দিয়েছে জাজ।
১৫ ঘণ্টা আগে