Ajker Patrika

দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের স্টুডিওতে আগুন

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৫: ৩৬
দাদাগিরি ও দিদি নম্বর ওয়ানের স্টুডিওতে আগুন

কলকাতার রাজারহাটের ডিআরআর স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, আজ সোমবার বেলা ১১টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। মনে করা হচ্ছে, মেকআপ ভ্যানের এসি থেকেই এই বিপত্তি ঘটেছে। এই স্টুডিওতে ভারতীয় টেলিভিশন জি বাংলার ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ১’-এর মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের শুটিং হয়।

স্টুডিওটিতে আজ সোমবার অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় জি বাংলার নতুন শো ‘সারেগামাপা লিজেন্ডস’-এর শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই বিপত্তি।

মেকআপ ভ্যানে আগুন নেভানোর চেষ্টা। ছবি: সংগৃহীতপ্রথমে মেইন স্টুডিওর সামনে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানেও ছড়িয়ে যায়। পাশের একটি টিনের শেডেও আগুনের আঁচ যায়। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্কের সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে কয়েকজন পাশের পুকুরে থাকা পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

মেকআপ ভ্যানে আগুন। ছবি: সংগৃহীতঘটনার জেরে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। দমকলের গাড়ি দেরিতে আসায় সেখানে বিক্ষোভ দেখানো হয়। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আর আগুন লাগার এই ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত