বিনোদন প্রতিবেদক, ঢাকা
নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছেন তাহসিনা জামান তানিয়া নামের এক নারী। প্রমাণস্বরূপ ফেসবুকে ওই নারী প্রকাশ করেছেন বান্নাহর সঙ্গে আলাপচারিতার কিছু স্ক্রিনশট। গতকাল শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই স্ক্রিনশট। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বান্নাহ।
ফেসবুকে এক ভিডিও বার্তায় এই নির্মাতা জানান, ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো ভুয়া। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে সরব থাকার কারণে তাঁর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন বান্নাহ।
বান্নাহর কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে তাহসিনা জামান তানিয়া ফেসবুকে লেখেন, ‘পরিচালক মাবরুর রশীদ বান্নাহ খুবই অশোভন বার্তা প্রদান করেছেন। এ ধরনের আচরণ শুধু অশোভনই নয়, বরং অন্যের মানসিক অবস্থা ও সম্পর্কের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। দুই দিন ধরে হঠাৎ তিনি আমাকে খুব কুরুচিপূর্ণ কথা বলছেন। আমি তাকে বুঝিয়ে বলি যে এসব বিষয়ে আমার আগ্রহ নেই। একপর্যায়ে আমার পুরোনো কিছু ব্যক্তিগত ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করেন।’
প্রথমে চুপ থাকলেও গতকাল মধ্যরাতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বান্নাহ। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাঁরা ছাত্র-জনতার বিপক্ষে ছিলেন, তাঁরাই এমন কাজ করছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বান্নাহ বলেন, ‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা খুব ভালো করেই জানেন আমি এভাবে কথা বলি না। এর আগে গত ডিসেম্বরে এমন কিছু করার চেষ্টা করা হয়েছিল। যারা আগস্ট মাসে এ দেশ থেকে পালিয়ে গেছে তারাই এমনটা করছে। তারা এখন মনে করছে এগুলো করে মাবরুর রশীদ বান্নাহকে থামানো যাবে। আমি সেই ব্যক্তি না যে এই সব হিটে থেমে যাব। আমার গতি আরও ৫০ গুণ বেড়ে যাবে।’
স্ক্রিনশটের প্রমাণ দিতে পারলে মিডিয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বান্নাহ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বান্নাহ বলেন, ‘যারা আমাকে ন্যূনতম সন্দেহ করছেন তাদের কাছে আমার প্রশ্ন, আমার ব্যক্তিত্বের সঙ্গে এই বিষয়টি যায় কোনোভাবে? পারলে কেউ প্রমাণ করে দেখাক ওই কথোপকথনটি আমার। এটা যদি আমি হয়ে থাকি তাহলে মিডিয়া ছেড়ে চলে যাব। আমি এটার শেষ দেখে ছাড়ব।’
নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছেন তাহসিনা জামান তানিয়া নামের এক নারী। প্রমাণস্বরূপ ফেসবুকে ওই নারী প্রকাশ করেছেন বান্নাহর সঙ্গে আলাপচারিতার কিছু স্ক্রিনশট। গতকাল শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই স্ক্রিনশট। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন বান্নাহ।
ফেসবুকে এক ভিডিও বার্তায় এই নির্মাতা জানান, ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো ভুয়া। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে সরব থাকার কারণে তাঁর বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন বান্নাহ।
বান্নাহর কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে তাহসিনা জামান তানিয়া ফেসবুকে লেখেন, ‘পরিচালক মাবরুর রশীদ বান্নাহ খুবই অশোভন বার্তা প্রদান করেছেন। এ ধরনের আচরণ শুধু অশোভনই নয়, বরং অন্যের মানসিক অবস্থা ও সম্পর্কের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। দুই দিন ধরে হঠাৎ তিনি আমাকে খুব কুরুচিপূর্ণ কথা বলছেন। আমি তাকে বুঝিয়ে বলি যে এসব বিষয়ে আমার আগ্রহ নেই। একপর্যায়ে আমার পুরোনো কিছু ব্যক্তিগত ছবি নিয়ে আমাকে ব্ল্যাকমেল করেন।’
প্রথমে চুপ থাকলেও গতকাল মধ্যরাতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন বান্নাহ। ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে যাঁরা ছাত্র-জনতার বিপক্ষে ছিলেন, তাঁরাই এমন কাজ করছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
বান্নাহ বলেন, ‘যাঁরা আমাকে চেনেন, তাঁরা খুব ভালো করেই জানেন আমি এভাবে কথা বলি না। এর আগে গত ডিসেম্বরে এমন কিছু করার চেষ্টা করা হয়েছিল। যারা আগস্ট মাসে এ দেশ থেকে পালিয়ে গেছে তারাই এমনটা করছে। তারা এখন মনে করছে এগুলো করে মাবরুর রশীদ বান্নাহকে থামানো যাবে। আমি সেই ব্যক্তি না যে এই সব হিটে থেমে যাব। আমার গতি আরও ৫০ গুণ বেড়ে যাবে।’
স্ক্রিনশটের প্রমাণ দিতে পারলে মিডিয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বান্নাহ। আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বান্নাহ বলেন, ‘যারা আমাকে ন্যূনতম সন্দেহ করছেন তাদের কাছে আমার প্রশ্ন, আমার ব্যক্তিত্বের সঙ্গে এই বিষয়টি যায় কোনোভাবে? পারলে কেউ প্রমাণ করে দেখাক ওই কথোপকথনটি আমার। এটা যদি আমি হয়ে থাকি তাহলে মিডিয়া ছেড়ে চলে যাব। আমি এটার শেষ দেখে ছাড়ব।’
জাই উলফের আসল নাম সজীব সাহা। বাংলাদেশে জন্ম নেওয়া এই মার্কিন শিল্পী অনেক নামীদামি ফেস্টিভ্যালে তাঁর পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। এবার প্রথমবারের মতো বাংলাদেশে পারফর্ম করতে আসছেন জাই উলফ।
১ ঘণ্টা আগেএক আফ্রিকান ব্রিটিশ যুবক লন্ডনের ইসকনের নিরামিষ রেস্তোরাঁয় প্রবেশ করেন। হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে চিকেন ফ্রাই খেতে শুরু করেন।
২ ঘণ্টা আগেবর্ষাকালে এমনিতেই কমে যায় কনসার্ট নিয়ে শিল্পিদের ব্যস্ততা। তবে গত কয়েক বছর এই সময়ে দেখা গেছে ইনডোর কনসার্টের আধিক্য। কিন্তু এ বছর প্রেক্ষাপট যেন ভিন্ন। কনসার্টের সংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে। দেশে ব্যস্ততা কমায় বিদেশে কনসার্টের দিকে মনোযোগী হচ্ছেন শিল্পীরা। নগর বাউল জেমস, মাইলস, আর্ক, অর্থহীন...
৫ ঘণ্টা আগেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ অবলম্বনে মঞ্চে মিউজিক্যাল পাপেট থিয়েটার নিয়ে আসছে টুগেদার উই ক্যান। নাম দেওয়া হয়েছে ‘আগুনি’। অংশ নিয়েছেন জুলাই আন্দোলনের প্রায় অর্ধশতাধিক যোদ্ধা। প্রযোজনাটির পরিকল্পনা ও পরিচালনা করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। পৃষ্ঠপোষকতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়...
৫ ঘণ্টা আগে