Ajker Patrika

‘পাঁচফোড়ন’-এ বৈশাখী স্মৃতির ঝাঁপি খুলবেন বিজরী-দিনার

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘পাঁচফোড়ন’-এ বিজরী বরকতুল্লাহ ও ইন্তেখাব দিনার। ছবি: ফাগুন অডিও ভিশন
‘পাঁচফোড়ন’-এ বিজরী বরকতুল্লাহ ও ইন্তেখাব দিনার। ছবি: ফাগুন অডিও ভিশন

পয়লা বৈশাখ উপলক্ষে ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। বৈশাখী পাঁচফোড়নের এই পর্বে দেখা যাবে পয়লা বৈশাখের দিনে এক দম্পতি বৈশাখ নিয়ে স্মৃতির ঝাঁপি খুলে বসেন। তাঁদের কথোপকথনের মাঝে আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন। পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তারকা দম্পতি বিজরী বরকতুল্লাহ ও ইন্তেখাব দিনার।

এবারের পাঁচফোড়নে বাংলা বর্ষবরণ নিয়ে ‘নবীনের ডাক এসো’ শিরোনামে একটি গান গেয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। গীতিকবি লিটন অধিকারী রিন্টুর লেখা ‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। দুটি গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এ ছাড়া গাছের পাতা দিয়ে চমৎকার গানের সুর তুলেছেন মোশাররফ হোসেন।

ঐতিহ্যবাহী শাড়ি, বিশেষ করে বৈশাখের শাড়ি ও তাঁতের শাড়ি বিক্রির সবচেয়ে বড় হাট সিরাজগঞ্জের শাহজাদপুরের কাপড়ের হাট নিয়ে রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। কর্মহীন গৎবাঁধা জীবন থেকে বের হয়ে জীবনকে হাসি-আনন্দে ভরে তুলতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের কিছু যুবক মিলে প্রতিষ্ঠা করেছেন একটি ব্যতিক্রমী ক্লাব ‘চাপালী যুব সংঘ’। এই ক্লাবের কর্মকাণ্ড নিয়ে রয়েছে আরও একটি প্রতিবেদন।

এবারের আয়োজনে আরও রয়েছে বৈশাখের ওপর ব্যঙ্গাত্মক এবং রসাত্মক বেশ কয়েকটি নাট্যাংশ। এতে অভিনয় করেছেন সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, কাজী আসাদ, মোহাম্মদ বারী, শাহেদ আলী, সুজাত শিমুল, আনোয়ার শাহী, আনোয়ারুল আলম সজল, নজরুল ইসলাম, আলভী প্রমুখ।

১৪ এপ্রিল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে পাঁচফোড়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত