Ajker Patrika

রকস্টার অপূর্বর ভালোবাসার কাহিনি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৫৫
রকস্টার অপূর্বর ভালোবাসার কাহিনি

ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি হচ্ছে একঝাঁক নাটক। প্রতিবারের মতো এবারও এ দিনটি উপলক্ষ করে বিনোদন মাধ্যমে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। নাটক নির্মাণে বৈচিত্র্যময় গল্প নিয়ে মাঠে নেমেছেন নির্মাতারা। চলছে শুটিং।

এমনই এক নাটকের নাম ‘উড়ছি তোমার প্রেমে’। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। অভিনয় করেছেন অপূর্ব ও কেয়া পায়েল।

‘উড়ছি তোমার প্রেমে’ নাটকের দৃশ্যে অপূর্বএরই মধ্যে নাটকটির একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করেছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। তিনি বলেন, ‘অনলাইনে নাটকটি নিয়ে দর্শকের ব্যাপক সাড়া পাচ্ছি। বিভিন্ন গ্রুপে নাটকটি নিয়ে আলোচনা হচ্ছে। এর অন্যতম কারণ নাটকের টাইটেল গান। গানটি শ্রোতারা পছন্দ করেছে। পুরোপুরি রোমান্টিক একটি গল্পের নাটক হচ্ছে এটি।’

অপূর্ব বলেন, ‘বেশ ভালো লাগছে। দর্শকের আগ্রহ থাকলে কাজ করে শান্তি পাওয়া যায়। আমি আমার ভক্ত ও দর্শকদের বলতে চাই, আমাকে আপনারা যেমন রোমান্টিক মুডে এবং ফিলে দেখতে চান, এই নাটকটিতে সেভাবেই পাবেন। আশা করি, কেউ নিরাশ হবেন না।’

শুটিং সেটে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা জাকারিয়া সৌখিনপায়েল বলেন, ‘আমি একেবারেই নবীন একজন অভিনেত্রী। অপূর্ব ভাই, সৌখিন ভাইয়ের সহযোগিতায় চেষ্টা করেছি ভালো করতে। বাকিটা দর্শক বিবেচনা করবে।’

উড়ছি তোমার প্রেমে নাটকটিতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শাহেদ আলী, বাশার বাপ্পি, তাহমিনা সুলতানা মৌ প্রমুখ। নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত