বিনোদন প্রতিবেদক, ঢাকা
আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে কবির স্মরণে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেই সব অনুষ্ঠানের খবর নিয়েই এই প্রতিবেদন।
বিটিভি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
চ্যানেল আই
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’। বেলা ১১টা ৩০ মিনিটে রয়েছে ‘সরাসরি নজরুল। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনায় গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি। রাত ৮টা ৩০ মিনিটে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাগিল দখিনার বনে’। রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। অভিনয়ে খায়রুল বাশার ও সাফা কবির।
এনটিভি
এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘গভীর নিশীথে’। কাজী নজরুল ইসলামের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন জিনাত হোসেন এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি।
বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। অনুষ্ঠানের অতিথি নজরুল গবেষক, অনুবাদক ও নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামাল। আলাপচারিতায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।
বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিত্তের অবসাদ দূর করো’। অতিথি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও নজরুলসংগীতের শিল্পী সালাহ্ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা।
মাছরাঙা
রাত ১০টায় রয়েছে নজরুল প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। রচনা বিষ্ণু ইয়াস। পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাব’। আজকের শিল্পী তানভীর আলম সজীব। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।
আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে কবির স্মরণে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেই সব অনুষ্ঠানের খবর নিয়েই এই প্রতিবেদন।
বিটিভি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
চ্যানেল আই
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’। বেলা ১১টা ৩০ মিনিটে রয়েছে ‘সরাসরি নজরুল। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনায় গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি। রাত ৮টা ৩০ মিনিটে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাগিল দখিনার বনে’। রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। অভিনয়ে খায়রুল বাশার ও সাফা কবির।
এনটিভি
এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘গভীর নিশীথে’। কাজী নজরুল ইসলামের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন জিনাত হোসেন এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি।
বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। অনুষ্ঠানের অতিথি নজরুল গবেষক, অনুবাদক ও নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামাল। আলাপচারিতায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।
বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিত্তের অবসাদ দূর করো’। অতিথি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও নজরুলসংগীতের শিল্পী সালাহ্ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা।
মাছরাঙা
রাত ১০টায় রয়েছে নজরুল প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। রচনা বিষ্ণু ইয়াস। পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাব’। আজকের শিল্পী তানভীর আলম সজীব। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।
দেশের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে মুহাম্মদ কাইউম বানিয়েছিলেন ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। প্রায় পাঁচ বছর ধরে নির্মাণের পর ২০২২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা নির্বাচিত হয়েছিল সিনেমাটি।
১ ঘণ্টা আগে২০২১ সালে দেহদানের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী কবীর সুমন। সে বছর ২২ সেপ্টেম্বর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন তিনি। স্বাক্ষর করার সময়ের ছবি শেয়ার করে এ তথ্য নিজেই নিশ্চিত করেছিলেন কবীর সুমন।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য জেনি। এ দলের আরেক সদস্য রোজির মতো জেনিও দলীয় কার্যক্রমের পাশাপাশি মন দিয়েছেন একক ক্যারিয়ারে। নিয়মিত বিরতিতে প্রকাশ করছেন একক গান।
১ ঘণ্টা আগেডিজে রাহাতের পরিকল্পনা ও তত্ত্বাবধানে নতুনভাবে তৈরি হলো ১০০টি ফোক গান। পিয়ানো ও ডাবস্টেপের মিশেলে গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ১০০ জন সংগীতশিল্পী। গানগুলো গেয়েছেন মিলন মাহমুদ, পারভেজ সাজ্জাদ, মুহিন খান, তানজিনা রুমা, লুৎফর হাসান...
২ ঘণ্টা আগে