আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে কবির স্মরণে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেই সব অনুষ্ঠানের খবর নিয়েই এই প্রতিবেদন।
বিটিভি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
চ্যানেল আই
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’। বেলা ১১টা ৩০ মিনিটে রয়েছে ‘সরাসরি নজরুল। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনায় গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি। রাত ৮টা ৩০ মিনিটে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাগিল দখিনার বনে’। রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। অভিনয়ে খায়রুল বাশার ও সাফা কবির।
এনটিভি
এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘গভীর নিশীথে’। কাজী নজরুল ইসলামের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন জিনাত হোসেন এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি।
বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। অনুষ্ঠানের অতিথি নজরুল গবেষক, অনুবাদক ও নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামাল। আলাপচারিতায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।
বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিত্তের অবসাদ দূর করো’। অতিথি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও নজরুলসংগীতের শিল্পী সালাহ্ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা।
মাছরাঙা
রাত ১০টায় রয়েছে নজরুল প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। রচনা বিষ্ণু ইয়াস। পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাব’। আজকের শিল্পী তানভীর আলম সজীব। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।
আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে কবির স্মরণে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেই সব অনুষ্ঠানের খবর নিয়েই এই প্রতিবেদন।
বিটিভি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
চ্যানেল আই
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’। বেলা ১১টা ৩০ মিনিটে রয়েছে ‘সরাসরি নজরুল। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনায় গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি। রাত ৮টা ৩০ মিনিটে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাগিল দখিনার বনে’। রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। অভিনয়ে খায়রুল বাশার ও সাফা কবির।
এনটিভি
এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘গভীর নিশীথে’। কাজী নজরুল ইসলামের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন জিনাত হোসেন এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি।
বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। অনুষ্ঠানের অতিথি নজরুল গবেষক, অনুবাদক ও নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামাল। আলাপচারিতায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।
বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিত্তের অবসাদ দূর করো’। অতিথি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও নজরুলসংগীতের শিল্পী সালাহ্ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা।
মাছরাঙা
রাত ১০টায় রয়েছে নজরুল প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। রচনা বিষ্ণু ইয়াস। পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাব’। আজকের শিল্পী তানভীর আলম সজীব। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।
শাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৪৪ মিনিট আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৫ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৯ ঘণ্টা আগে