আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে কবির স্মরণে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেই সব অনুষ্ঠানের খবর নিয়েই এই প্রতিবেদন।
বিটিভি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
চ্যানেল আই
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’। বেলা ১১টা ৩০ মিনিটে রয়েছে ‘সরাসরি নজরুল। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনায় গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি। রাত ৮টা ৩০ মিনিটে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাগিল দখিনার বনে’। রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। অভিনয়ে খায়রুল বাশার ও সাফা কবির।
এনটিভি
এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘গভীর নিশীথে’। কাজী নজরুল ইসলামের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন জিনাত হোসেন এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি।
বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। অনুষ্ঠানের অতিথি নজরুল গবেষক, অনুবাদক ও নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামাল। আলাপচারিতায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।
বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিত্তের অবসাদ দূর করো’। অতিথি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও নজরুলসংগীতের শিল্পী সালাহ্ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা।
মাছরাঙা
রাত ১০টায় রয়েছে নজরুল প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। রচনা বিষ্ণু ইয়াস। পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাব’। আজকের শিল্পী তানভীর আলম সজীব। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।
আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে কবির স্মরণে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেই সব অনুষ্ঠানের খবর নিয়েই এই প্রতিবেদন।
বিটিভি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়।
চ্যানেল আই
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’। বেলা ১১টা ৩০ মিনিটে রয়েছে ‘সরাসরি নজরুল। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনায় গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি। রাত ৮টা ৩০ মিনিটে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাগিল দখিনার বনে’। রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। অভিনয়ে খায়রুল বাশার ও সাফা কবির।
এনটিভি
এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘গভীর নিশীথে’। কাজী নজরুল ইসলামের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন জিনাত হোসেন এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি।
বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। অনুষ্ঠানের অতিথি নজরুল গবেষক, অনুবাদক ও নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামাল। আলাপচারিতায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।
বিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিত্তের অবসাদ দূর করো’। অতিথি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও নজরুলসংগীতের শিল্পী সালাহ্ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা।
মাছরাঙা
রাত ১০টায় রয়েছে নজরুল প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। রচনা বিষ্ণু ইয়াস। পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাব’। আজকের শিল্পী তানভীর আলম সজীব। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৬ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৬ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৬ ঘণ্টা আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
৬ ঘণ্টা আগে