Ajker Patrika

জাতীয় কবির প্রয়াণ দিবসে টিভি আয়োজন

জাতীয় কবির প্রয়াণ দিবসে টিভি আয়োজন

আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। এ উপলক্ষে কবির স্মরণে দেশের টিভি চ্যানেলগুলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। সেই সব অনুষ্ঠানের খবর নিয়েই এই প্রতিবেদন। 

বিটিভি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে নাটক ‘আলতা রাঙা’। নজরুলের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা, গাজী রোকনসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে রাত ৯টায়। 

চ্যানেল আই
সকাল ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে শুরু’। বেলা ১১টা ৩০ মিনিটে রয়েছে ‘সরাসরি নজরুল। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘অতৃপ্ত কামনা’ উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’। পরিচালনায় গীতালি হাসান। অভিনয় করেছেন সোহেল রানা, সুচরিতা, ফেরদৌস ও শায়লা সাবি। রাত ৮টা ৩০ মিনিটে ফেরদৌস আরার একক পরিবেশনা ‘দোলা লাগিল দখিনার বনে’। রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হবে ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নাটক ‘তুমি আরেকটি দিন থাকো’। অভিনয়ে খায়রুল বাশার ও সাফা কবির। 

কালো হরিণ চোখ নাটকের দৃশ্যএনটিভি
এনটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে রয়েছে নাটক ‘গভীর নিশীথে’। কাজী নজরুল ইসলামের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু।

আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘বাদল বরিষণে’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন জিনাত হোসেন এবং পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি।  

বাংলাভিশন
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে কবির স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’। অনুষ্ঠানের অতিথি নজরুল গবেষক, অনুবাদক ও নজরুলসংগীতের শিল্পী নাশিদ কামাল। আলাপচারিতায় কথা বলেছেন কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হয়ে ওঠা, কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে।

বিটিভির ‘আলতা রাঙা’ নাটকের দৃশ্যবিকাল ৫টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘চিত্তের অবসাদ দূর করো’। অতিথি কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ও নজরুলসংগীতের শিল্পী সালাহ্ উদ্দিন আহমেদ। সঞ্চালনায় সাকিলা মতিন মৃদুলা।

মাছরাঙা
রাত ১০টায় রয়েছে নজরুল প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘কালো হরিণ চোখ’। রচনা বিষ্ণু ইয়াস। পরিচালনায় সীমান্ত সজল। অভিনয়ে রওনক হাসান, মৌসুমী হামিদ প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাব’। আজকের শিল্পী তানভীর আলম সজীব। উপস্থাপনায় কৌশিক শংকর দাশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত