প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে কত কাণ্ডই না ঘটান ভক্ত। নারায়ণগঞ্জে ইমন নামে তেমনই এক পাগল ভক্তর দেখা পেলেন অভিনেতা তৌসিফ মাহবুব! ভক্তের বাড়িতে গিয়ে দেখা করেছেন, ভক্তকে ফোনও উপহার দিয়েছেন এই অভিনেতা।
তৌসিফ জানান, ইমন নামে এই ভক্ত গত পাঁচ বছর ধরে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তৌসিফ সেটা জানতেন না। উত্তরার বিভিন্ন শুটিং স্পটে গিয়ে ফিরে এসেছেন। কোনোভাবেই দেখা করতে পারছিলেন না। তৌসিফের সঙ্গে দেখা করার জন্য অনেকের কাছ থেকে আশ্বাস পেলেও কোনো লাভ হয়নি। উল্টো ঢাকায় এসে প্রতারিত হয়েছেন, ছিনতাইয়ের শিকার হয়ে ফোন হারিয়েছেন।
সম্প্রতি তৌসিফ তার ফেসবুকে ফ্যান ক্লাবের মাধ্যমে এ ঘটনাটি জানতে পারেন। পরে ইমন নামের ওই ভক্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৌসিফ শুটিং থেকে বিরতী পেয়ে আজ মঙ্গলবার নারায়নগঞ্জের কাশিমপুরের চিলমার্কেটে ভক্তের বাড়িতে ছুটে যান। সেখানকার একটি ভিডিও মঙ্গলবার বিকেলে ফেসবুকে শেয়ার করেন তৌসিফ। দেখা যায়, আকস্মিকভাবে ইমনের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেই ভক্ত। তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন ও শার্ট উপহার দেন ইমনকে। ভক্তকে তৌসিফ জানান, শুধু তার নাটক নয়, আরও যারা আছেন প্রত্যেকের নাটক যেন সে দেখে। এভাবেই সাপোর্ট করে।
ভিডিওতে ইমন আবেগ আপ্লুত হয়ে তৌসিফকে বলেন, আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না। জবাবে তৌসিফ বলেন, না, তোমাকে ফোনটা নিতেই হবে। এরপর ইমন নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।
প্রিয় তারকাকে স্বচক্ষে দেখতে কত কাণ্ডই না ঘটান ভক্ত। নারায়ণগঞ্জে ইমন নামে তেমনই এক পাগল ভক্তর দেখা পেলেন অভিনেতা তৌসিফ মাহবুব! ভক্তের বাড়িতে গিয়ে দেখা করেছেন, ভক্তকে ফোনও উপহার দিয়েছেন এই অভিনেতা।
তৌসিফ জানান, ইমন নামে এই ভক্ত গত পাঁচ বছর ধরে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। তৌসিফ সেটা জানতেন না। উত্তরার বিভিন্ন শুটিং স্পটে গিয়ে ফিরে এসেছেন। কোনোভাবেই দেখা করতে পারছিলেন না। তৌসিফের সঙ্গে দেখা করার জন্য অনেকের কাছ থেকে আশ্বাস পেলেও কোনো লাভ হয়নি। উল্টো ঢাকায় এসে প্রতারিত হয়েছেন, ছিনতাইয়ের শিকার হয়ে ফোন হারিয়েছেন।
সম্প্রতি তৌসিফ তার ফেসবুকে ফ্যান ক্লাবের মাধ্যমে এ ঘটনাটি জানতে পারেন। পরে ইমন নামের ওই ভক্তর সঙ্গে ভিডিও কলে কথা বলেন এই অভিনেতা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তৌসিফ শুটিং থেকে বিরতী পেয়ে আজ মঙ্গলবার নারায়নগঞ্জের কাশিমপুরের চিলমার্কেটে ভক্তের বাড়িতে ছুটে যান। সেখানকার একটি ভিডিও মঙ্গলবার বিকেলে ফেসবুকে শেয়ার করেন তৌসিফ। দেখা যায়, আকস্মিকভাবে ইমনের বাসায় হাজির হন তৌসিফ। প্রিয় তারকাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সেই ভক্ত। তাকে জড়িয়ে ধরে বুঝিয়ে শান্ত করেন তৌসিফ। পাশাপাশি তৌসিফ একটি ফোন ও শার্ট উপহার দেন ইমনকে। ভক্তকে তৌসিফ জানান, শুধু তার নাটক নয়, আরও যারা আছেন প্রত্যেকের নাটক যেন সে দেখে। এভাবেই সাপোর্ট করে।
ভিডিওতে ইমন আবেগ আপ্লুত হয়ে তৌসিফকে বলেন, আমি ভাবতেই পারিনি আপনি আসবেন। আপনি এসেছেন আমার আর কিছুই লাগবে না। জবাবে তৌসিফ বলেন, না, তোমাকে ফোনটা নিতেই হবে। এরপর ইমন নিজ হাতে আনবক্স করেন উপহারের প্যাকেটটি। আর এই অল্প সময়ের মধ্যে অন্তর্জালে এখন ভাইরাল।
গত সোমবার শেষ হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ও এনটিভিতে প্রচারিত ফ্যামিলি গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম সিজন। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ জানিয়েছে, ১০০ কোটির বেশি ভিউ পেয়েছে অনুষ্ঠানটি।
৩ ঘণ্টা আগেসিঙ্গাপুরে ড্যান্স থিয়েটারবিষয়ক মাস্টারক্লাস পরিচালনার জন্য সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজে ভিজিটিং ফেলো হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।
৩ ঘণ্টা আগেদারুণ সময় কাটাচ্ছেন চিত্রনায়ক নিরব। যুক্ত হচ্ছেন একের পর এক নতুন সিনেমায়। সামছুল হুদার ‘গোলাপ’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার পর নিরব যুক্ত হলেন কামরুল হাসান ফুয়াদের ‘দেশ’ সিনেমায়। গত মঙ্গলবার রাতে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঘোষণা দেওয়া হয় নতুন এই সিনেমার।
১২ ঘণ্টা আগেবিনোদনের নতুন মাধ্যম ওটিটিতে চাহিদা রয়েছে নতুন সিনেমার। তাই তো হলে মুক্তির পর নির্মাতাদের লক্ষ্য থাকে ওটিটি। এ ক্ষেত্রে উল্টোপথে হাঁটলেন সরকারি অনুদানে নির্মিত ‘জলরঙ’ সিনেমার প্রযোজক দেলোয়ার হোসেন দিলু। দুই মাস আগে ওটিটিতে মুক্তির পর ৮ আগস্ট শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির...
১২ ঘণ্টা আগে