Ajker Patrika

দূরত্ব কমল অপূর্ব-তিশার

বিনোদন প্রতিবেদক
দূরত্ব কমল অপূর্ব-তিশার

জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। দুজনই ছোট পর্দার প্রথম সারির অভিনয়শিল্পী। এক যুগের বেশি সময় ধরে তাঁদের একসঙ্গে পায়নি দর্শক। এমনকি কোনো উৎসব-অনুষ্ঠানেও পাশাপাশি দাঁড়াননি তাঁরা। কোনো অভিমান ছিল বা দূরত্ব?

মাসখানেক আগে তিশা জানিয়েছিলেন, ‘নতুন এখন যাঁরা ভালো করছেন তাঁদের সঙ্গে কাজ করছি। হয়তো গল্পের ধরন বা শিডিউলের কারণে অপূর্ব-নিশোর সঙ্গে আমার কাজ হচ্ছে না। কিন্তু হচ্ছে না মানে আর হবে না– এমনটা নয়। আগামী দিনে আবার কাজ হতে পারে।’

তিশার সেই আশাবাদ এবার সত্যি হয়ে ধরা দিল। এ বছরের শুরুতে তিশার উপস্থাপনায় গেম শো ‘দ্য বক্স’–এর প্রথম মৌসুমের শুটিং হয়। তাতে তিশার অতিথি হয়েছিলেন অপূর্ব। কিন্তু একফ্রেমে আসেননি তাঁরা। তবুও বলা যায়, ‘দ্য বক্স’ দিয়েই বাক্সবন্দী হয়েছে তাঁদের এত দিনের দূরত্ব।

তাই সাহস পেয়েছেন টিভি নাটকের নির্মাতারাও। এরই মধ্যে তাঁরা অপূর্ব-তিশার কাছে ভিড় করেছেন একসঙ্গে অভিনয়ের প্রস্তাব নিয়ে। আপাতত দুটি নাটকের জন্য শিডিউল দিয়েছেন অপূর্ব-তিশা।

নাটকের দৃশ্যে তাঁরা পাশাপাশি দাঁড়াবেন বৃহস্পতিবার। ওই দিন মহিদুল মহিমের ‘রক রবীন্দ্র’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব-তিশা।

আরও কয়েক দিন পর তাঁরা হাজির হবেন নির্মাতা শিহাব শাহীনের সেটে। ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকে জুটি হবেন। দুটি নাটকই প্রচার হবে আগামী ঈদে। অপূর্ব-তিশা এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০৮ সালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত