বিনোদন প্রতিবেদক
জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। দুজনই ছোট পর্দার প্রথম সারির অভিনয়শিল্পী। এক যুগের বেশি সময় ধরে তাঁদের একসঙ্গে পায়নি দর্শক। এমনকি কোনো উৎসব-অনুষ্ঠানেও পাশাপাশি দাঁড়াননি তাঁরা। কোনো অভিমান ছিল বা দূরত্ব?
মাসখানেক আগে তিশা জানিয়েছিলেন, ‘নতুন এখন যাঁরা ভালো করছেন তাঁদের সঙ্গে কাজ করছি। হয়তো গল্পের ধরন বা শিডিউলের কারণে অপূর্ব-নিশোর সঙ্গে আমার কাজ হচ্ছে না। কিন্তু হচ্ছে না মানে আর হবে না– এমনটা নয়। আগামী দিনে আবার কাজ হতে পারে।’
তিশার সেই আশাবাদ এবার সত্যি হয়ে ধরা দিল। এ বছরের শুরুতে তিশার উপস্থাপনায় গেম শো ‘দ্য বক্স’–এর প্রথম মৌসুমের শুটিং হয়। তাতে তিশার অতিথি হয়েছিলেন অপূর্ব। কিন্তু একফ্রেমে আসেননি তাঁরা। তবুও বলা যায়, ‘দ্য বক্স’ দিয়েই বাক্সবন্দী হয়েছে তাঁদের এত দিনের দূরত্ব।
তাই সাহস পেয়েছেন টিভি নাটকের নির্মাতারাও। এরই মধ্যে তাঁরা অপূর্ব-তিশার কাছে ভিড় করেছেন একসঙ্গে অভিনয়ের প্রস্তাব নিয়ে। আপাতত দুটি নাটকের জন্য শিডিউল দিয়েছেন অপূর্ব-তিশা।
নাটকের দৃশ্যে তাঁরা পাশাপাশি দাঁড়াবেন বৃহস্পতিবার। ওই দিন মহিদুল মহিমের ‘রক রবীন্দ্র’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব-তিশা।
আরও কয়েক দিন পর তাঁরা হাজির হবেন নির্মাতা শিহাব শাহীনের সেটে। ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকে জুটি হবেন। দুটি নাটকই প্রচার হবে আগামী ঈদে। অপূর্ব-তিশা এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০৮ সালে।
জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা। দুজনই ছোট পর্দার প্রথম সারির অভিনয়শিল্পী। এক যুগের বেশি সময় ধরে তাঁদের একসঙ্গে পায়নি দর্শক। এমনকি কোনো উৎসব-অনুষ্ঠানেও পাশাপাশি দাঁড়াননি তাঁরা। কোনো অভিমান ছিল বা দূরত্ব?
মাসখানেক আগে তিশা জানিয়েছিলেন, ‘নতুন এখন যাঁরা ভালো করছেন তাঁদের সঙ্গে কাজ করছি। হয়তো গল্পের ধরন বা শিডিউলের কারণে অপূর্ব-নিশোর সঙ্গে আমার কাজ হচ্ছে না। কিন্তু হচ্ছে না মানে আর হবে না– এমনটা নয়। আগামী দিনে আবার কাজ হতে পারে।’
তিশার সেই আশাবাদ এবার সত্যি হয়ে ধরা দিল। এ বছরের শুরুতে তিশার উপস্থাপনায় গেম শো ‘দ্য বক্স’–এর প্রথম মৌসুমের শুটিং হয়। তাতে তিশার অতিথি হয়েছিলেন অপূর্ব। কিন্তু একফ্রেমে আসেননি তাঁরা। তবুও বলা যায়, ‘দ্য বক্স’ দিয়েই বাক্সবন্দী হয়েছে তাঁদের এত দিনের দূরত্ব।
তাই সাহস পেয়েছেন টিভি নাটকের নির্মাতারাও। এরই মধ্যে তাঁরা অপূর্ব-তিশার কাছে ভিড় করেছেন একসঙ্গে অভিনয়ের প্রস্তাব নিয়ে। আপাতত দুটি নাটকের জন্য শিডিউল দিয়েছেন অপূর্ব-তিশা।
নাটকের দৃশ্যে তাঁরা পাশাপাশি দাঁড়াবেন বৃহস্পতিবার। ওই দিন মহিদুল মহিমের ‘রক রবীন্দ্র’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব-তিশা।
আরও কয়েক দিন পর তাঁরা হাজির হবেন নির্মাতা শিহাব শাহীনের সেটে। ‘সে বউয়ের টাকায় চলে’ নাটকে জুটি হবেন। দুটি নাটকই প্রচার হবে আগামী ঈদে। অপূর্ব-তিশা এর আগে একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০৮ সালে।
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর গত ১২ জুন মারা গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুর এক মাস পর, তাঁর পরিবারের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।
৬ মিনিট আগেবলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে এসেছেন। তবে এবার কোনো সিনেমা নয়, শ্রাবণ মাসে পাঁঠার মাংস খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী তাঁর উপবাস ও খাদ্যগ্রহণ নিয়ে ব্যক্তিগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
২৯ মিনিট আগেশাকিব খান অভিনীত তাণ্ডব একইসঙ্গে মুক্তি পাবে দেশের দুই ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চরকিতে। আজ প্ল্যাটফর্ম দুটি এ ঘোষণা দিয়েছে। ওটিটিতে তাণ্ডব মুক্তির নির্দিষ্ট তারিখ না জানালেও প্ল্যাটফর্ম দুটি নিশ্চিত করেছে, আগস্ট মাসে ওটিটিতে আসবে সিনেমাটি।
৩ ঘণ্টা আগেবাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
৫ ঘণ্টা আগে