গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।
অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’
হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।
‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।
বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।
অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’
হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।
‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।
বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।
মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। আজ শনিবার রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর ছোট মেয়ে শারমীনি আব্বাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগেমুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আব্বাসউদ্দীন আহমদ ছিলেন বাংলা পল্লিগীতির কিংবদন্তি শিল্পী, যিনি এই ধারার সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলেছিলেন। তাঁর চাচা আব্দুল করিম ছিলেন ভাওয়াইয়া ও ভাটিয়ালি ধারার জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল...
১৪ ঘণ্টা আগেগত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমায় পুলিশের গোয়েন্দা কর্মকর্তা মঈনুল চরিত্রে হত্যা রহস্য উন্মোচন করতে দেখা গেছে মোশাররফ করিমকে। আবারও তিনি আসছেন রহস্য উদ্ঘাটন করতে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর দর্শকদের জন্য তৈরি হলো মোশাররফ করিম অভিনীত ওয়েব ফিল্ম ‘মির্জা’। এতেও তিনি থাকছেন গোয়েন্দা চরিত্রে; তবে প্রাইভেট গোয়েন
১৫ ঘণ্টা আগেআগামীকাল ১১ মে, বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে ঢাকাসহ ৬টি জেলায় একযোগে সাংস্কৃতিক উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
১৬ ঘণ্টা আগে