বিনোদন ডেস্ক
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।
অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’
হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।
‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।
বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানী। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পাকস্থলীর ডানদিকে অসম্ভব যন্ত্রণা অনুভব করায় অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানা থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে হাতে স্যালাইন লাগানো ছবি শেয়ার করেছেন অর্জুন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’ মন্তব্যের ঘরে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্তরা।
অর্জুন তাঁর শরীরের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘পাকস্থলীতে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। তখনই আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক্স রে করা হয়েছে। রোববার সকাল নয়টায় অস্ত্রোপাচার হতে পারে।’
হিন্দি টেলিভিশনের একাধিক হিট ধারাবাহিক ও রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানী। সেই তালিকায় রয়েছে ‘লেফট রাইট লেফট’, ‘মিলে যব হাম তুম’, ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হে মেরা দিল’ সহ আরও অনেক মেগা ধারাবাহিক।
স্পিল্টসভিলা এক্স ৪-এ সানি লিওনের সঙ্গে সহ সঞ্চালকের ভূমিকাতেও ছিলেন অর্জুন বিজলানী। এ ছাড়া হিট রিয়্যালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের সঞ্চালনারও দায়িত্বে ছিলেন অর্জুন।
‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’ সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। এতে নিক্কি শর্মার বিপরীতে অভিনয় করছেন তিনি। গত বছর জুলাই থেকে শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সেখানে শিবের চরিত্রে অর্জুন আর শক্তি শর্মার ভূমিকায় অভিনয় করছেন নিক্কি।
বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন অর্জুন। রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ক্যামিও চরিত্রে দেখা গেছে তাঁকে।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
৩ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৩ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৩ ঘণ্টা আগে