Ajker Patrika

‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর আহত

‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর আহত

সম্প্রতি গাড়ি কিনেছেন ‘কাঁচা বাদাম’খ্যাত ভুবন বাদ্যকর। বীরভূমের দুবরাজপুরের কুড়ালজুরি গ্রামে সোমবার সন্ধ্যায় সেই গাড়ি নিয়ে ড্রাইভিং শিখছিলেন তিনি। তখনই দুর্ঘটনার কবলে পড়েন। পরে ভুবনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুবন বুকে আঘাত পেয়েছেন। হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। বুকের এক্সরেও করা হয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, ভুবন বুকে আঘাত পেয়েছেন। তবে সেই আঘাত ততটা গুরুতর নয়। পরে তাঁর পরিবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে বর্ধমানে নিয়ে যান। সেখানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি ফিরেছেন ভুবন। চিকিৎসক জানিয়েছেন ভুবন এখন বিপদমুক্ত।

ভুবন বাদ্যকরভুবন বলেন, ‘একটা সেকেন্ড হ্যান্ড চারচাকা কিনেছি। সেটা চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। একটা দেওয়ালে ধাক্কা লাগে। আমার মুখে এবং বুকে আঘাত লেগেছে। গাড়িটা সদ্য কিনেছি। একটু সুস্থ হলেই গান গাইতে পারব।’

কাঁচা বাদাম গানের জন্য ভুবন বাদ্যকরের খ্যাতি এখন বিশ্বজোড়া। কদিন আগেই ভুবন ঘোষণা দিয়েছেন, তিনি এখন তারকা হয়ে গেছেন, তাই আর বাদাম বিক্রি করবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত