বিনোদন প্রতিবেদক, ঢাকা
আধুনিক বাংলা সংগীতের পরিচিত দুই নাম—রবি চৌধুরী ও মনির খান। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁদের। মিক্সড অ্যালবাম ও বিভিন্ন অনুষ্ঠানেও গেয়েছেন গান। তবে কখনো কোনো দ্বৈত গানে একসঙ্গে কণ্ঠ দেননি তাঁরা। এবার বিটিভির একটি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে গাইলেন রবি চৌধুরী ও মনির খান।
‘খুশবু ছড়িয়ে দিব আজকের জলসায়/কখনো গানে গানে কখনো তবলায়’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন রবি চৌধুরী। সম্প্রতি রবি চৌধুরীর নিজের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।
ক্যারিয়ারের শুরু থেকে রবি চৌধুরী ও মনির খানের ভালো বন্ধুত্ব। মনির খানের ভাষ্যমতে, যে সময় অনেকে তাঁকে এড়িয়ে চলছিলেন, তখন তাঁকে আপন করে নিয়েছিলেন রবি চৌধুরী। তাই প্রথমবার রবি চৌধুরীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত তিনি।
গান রেকর্ডিংয়ের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছেন রবি চৌধুরী। সেখানে রবি চৌধুরীকে নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে মনির খান বলেন, ‘আমি রবি চৌধুরীর গানের ভীষণ ভক্ত। শুধু গায়কি নয়, তাঁর কথা, আচরণেও আমি মুগ্ধ। দীর্ঘদিন পরে হলেও একসঙ্গে একটি গান করতে পারলাম। আমার প্রথম অ্যালবাম যখন বের হলো, সে সময় অনেকের কাছে যাওয়া হয়েছে। অ্যালবামটি দেওয়ার জন্য, গান শোনানোর জন্য। অনেকে ব্যস্ততার কারণে আমাকে সেভাবে গ্রহণ করতে পারেননি। কেউ হয়তো অসময়ে যাওয়ায় বিরক্ত হয়েছেন। কিন্তু রবি চৌধুরী ভাইয়ের বাসায় যাওয়ার পর আমাকে তিনি আপন করে নিয়েছেন। গানগুলো শুনে আমার জন্য অনেক দোয়া করেছেন। তাঁর সঙ্গে গাইতে পেরে আমার ভেতর টগবগে আনন্দ লাগছে। তাঁর সঙ্গে গাওয়া মুহূর্তটি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।’
রবি চৌধুরী বলেন, ‘মনির খানের ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে আমার ভাই বলে জেনেছি। তাঁর গানের ভক্ত আমি। অনেক দিন পর ঈদের অনুষ্ঠানে বিটিভি থেকে আমাদের ডাকা হয়েছে। সেখানে আমাদের একক গান তো থাকবেই। পাশাপাশি দুজন মিলে একটা দ্বৈত গান করেছি আমার কথা ও সুরে। আশা করি, সবার ভালো লাগবে।’
আধুনিক বাংলা সংগীতের পরিচিত দুই নাম—রবি চৌধুরী ও মনির খান। মৌলিক গানের পাশাপাশি প্লেব্যাকেও খ্যাতি রয়েছে তাঁদের। মিক্সড অ্যালবাম ও বিভিন্ন অনুষ্ঠানেও গেয়েছেন গান। তবে কখনো কোনো দ্বৈত গানে একসঙ্গে কণ্ঠ দেননি তাঁরা। এবার বিটিভির একটি অনুষ্ঠানে প্রথমবার একসঙ্গে গাইলেন রবি চৌধুরী ও মনির খান।
‘খুশবু ছড়িয়ে দিব আজকের জলসায়/কখনো গানে গানে কখনো তবলায়’, এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন রবি চৌধুরী। সম্প্রতি রবি চৌধুরীর নিজের স্টুডিওতে রেকর্ডিং হয়েছে গানটির।
ক্যারিয়ারের শুরু থেকে রবি চৌধুরী ও মনির খানের ভালো বন্ধুত্ব। মনির খানের ভাষ্যমতে, যে সময় অনেকে তাঁকে এড়িয়ে চলছিলেন, তখন তাঁকে আপন করে নিয়েছিলেন রবি চৌধুরী। তাই প্রথমবার রবি চৌধুরীর সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত তিনি।
গান রেকর্ডিংয়ের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেছেন রবি চৌধুরী। সেখানে রবি চৌধুরীকে নিয়ে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে মনির খান বলেন, ‘আমি রবি চৌধুরীর গানের ভীষণ ভক্ত। শুধু গায়কি নয়, তাঁর কথা, আচরণেও আমি মুগ্ধ। দীর্ঘদিন পরে হলেও একসঙ্গে একটি গান করতে পারলাম। আমার প্রথম অ্যালবাম যখন বের হলো, সে সময় অনেকের কাছে যাওয়া হয়েছে। অ্যালবামটি দেওয়ার জন্য, গান শোনানোর জন্য। অনেকে ব্যস্ততার কারণে আমাকে সেভাবে গ্রহণ করতে পারেননি। কেউ হয়তো অসময়ে যাওয়ায় বিরক্ত হয়েছেন। কিন্তু রবি চৌধুরী ভাইয়ের বাসায় যাওয়ার পর আমাকে তিনি আপন করে নিয়েছেন। গানগুলো শুনে আমার জন্য অনেক দোয়া করেছেন। তাঁর সঙ্গে গাইতে পেরে আমার ভেতর টগবগে আনন্দ লাগছে। তাঁর সঙ্গে গাওয়া মুহূর্তটি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।’
রবি চৌধুরী বলেন, ‘মনির খানের ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে আমার ভাই বলে জেনেছি। তাঁর গানের ভক্ত আমি। অনেক দিন পর ঈদের অনুষ্ঠানে বিটিভি থেকে আমাদের ডাকা হয়েছে। সেখানে আমাদের একক গান তো থাকবেই। পাশাপাশি দুজন মিলে একটা দ্বৈত গান করেছি আমার কথা ও সুরে। আশা করি, সবার ভালো লাগবে।’
২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে অভিষেক গুলশান আরার। অভিনয় করেছেন সিনেমাতেও। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে পলি চেয়ারম্যানের চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী।
২ ঘণ্টা আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। সারা দেশে আনন্দ-উৎসবের পরিবেশ বিরাজ করছে। সোশ্যাল মিডিয়াতেও নববর্ষের শুভেচ্ছা বিনিময়ে মেতে উঠেছে সবাই। সাধারণ মানুষের পাশাপাশি এ যাত্রায় শামিল হয়েছেন শোবিজ তারকারাও।
১ দিন আগেঅনেক দিন ধরেই খবরে নেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোশ্যাল মিডিয়াতেও নেই কোনো খোঁজ। গেল ঈদের সময়েও কোনো পোস্ট করতে দেখা যায়নি তাঁকে। বিরতি কাটিয়ে বাংলা নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় ফিরলেন বাঁধন। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি।
১ দিন আগেআজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩২। এ উপলক্ষে দেশের টিভি চ্যানেলগুলো প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। নির্বাচিত এসব অনুষ্ঠানের খবর নিয়ে এই প্রতিবেদন।
১ দিন আগে