বিনোদন ডেস্ক
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আবারও সংবাদের শিরোনাম হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস ১৭-এর বিজয়ী মুনাওয়ার ফারুকি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হুক্কা বারে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হন মুনাওয়ার। সেখানে পুলিশের অভিযানে মুনাওয়ারসহ ১৪ জনকে আটক করা হয়। এর আগে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগেও জেলে যেতে হয়েছিল তাঁকে।
মুনাওয়ার আটক হওয়ার খবরটি সংবাদ সংস্থা এএনআইকে নিশ্চিত করে মুম্বাই পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারের হুক্কা বারটি বেআইনিভাবে চলছিল—এমন খবর কানে আসে মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চের। হারবাল হুক্কার নাম করে সেখানে মাদক মেশানো হুক্কা বিক্রি চলছিল—এমনই অভিযোগ ওই বারের বিরুদ্ধে।
সেই অভিযোগ খতিয়ে দেখতেই রেড দেয় পুলিশ। বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘সেখানে রেড দেওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মাদক মেশানো হুক্কাই বিক্রি হচ্ছিল সেখানে। যা সিগারেট এবং অন্যান্য টোব্যাকো প্রোডাক্ট আইনের আওতায় পড়ে।’
ইতিমধ্যেই ওই হুক্কা বারের মালিকের নামে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। তবে আটক করে মুনাওয়ারসহ বাকিদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সাপের বিষ পাচারকাণ্ডে গ্রেপ্তার এলভিশ যাদবের প্রতি সমবেদনা জানিয়ে সমালোচিত হয়েছিলেন মুনাওয়ার। গত ১৭ মার্চ গ্রেপ্তারের পাঁচ দিন পর জামিন পান বিগ বস ওটিটি ২-এর বিজেতা এলভিশ যাদব। সেই প্রসঙ্গে পাপারাজ্জিদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে মুনাওয়ার বলেছিলেন, এলভিশের যন্ত্রণা তিনি অনুভব করতে পারছেন, সে জামিন পাওয়ায় তিনি খুশি।
এর আগেও জেলে যেতে হয়েছে মুনাওয়ারকে। ২০২১ সালে প্রায় এক মাস ভারতের ইন্দোর সেন্ট্রাল জেলে কাটিয়েছেন মুনাওয়ার। এক কমেডি শোতে হিন্দু দেবী-দেবতাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ছিল মুনাওয়ারের বিরুদ্ধে। এক মাস পর জামিনে ছাড়া পান তিনি।
উল্লেখ্য, মুনাওয়ার ফারুকি কঙ্গনা রনৌতের লকআপ শোতে অংশ নিয়ে আলোচনার আসেন। সেই শো’র বিজয়ীও হন। বিগ বসের সদ্য সমাপ্ত সিজনেও শুরু থেকেই নজর কেড়েছেন মুনাওয়ার। খেতাবও জেতেন তিনি।
বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আবারও সংবাদের শিরোনাম হয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস ১৭-এর বিজয়ী মুনাওয়ার ফারুকি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হুক্কা বারে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হন মুনাওয়ার। সেখানে পুলিশের অভিযানে মুনাওয়ারসহ ১৪ জনকে আটক করা হয়। এর আগে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগেও জেলে যেতে হয়েছিল তাঁকে।
মুনাওয়ার আটক হওয়ার খবরটি সংবাদ সংস্থা এএনআইকে নিশ্চিত করে মুম্বাই পুলিশ। সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বাইয়ের ফোর্ট এলাকার বোরা বাজারের হুক্কা বারটি বেআইনিভাবে চলছিল—এমন খবর কানে আসে মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস ব্রাঞ্চের। হারবাল হুক্কার নাম করে সেখানে মাদক মেশানো হুক্কা বিক্রি চলছিল—এমনই অভিযোগ ওই বারের বিরুদ্ধে।
সেই অভিযোগ খতিয়ে দেখতেই রেড দেয় পুলিশ। বিবৃতিতে মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘সেখানে রেড দেওয়ার পর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মাদক মেশানো হুক্কাই বিক্রি হচ্ছিল সেখানে। যা সিগারেট এবং অন্যান্য টোব্যাকো প্রোডাক্ট আইনের আওতায় পড়ে।’
ইতিমধ্যেই ওই হুক্কা বারের মালিকের নামে মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। তবে আটক করে মুনাওয়ারসহ বাকিদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয় পুলিশ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই সাপের বিষ পাচারকাণ্ডে গ্রেপ্তার এলভিশ যাদবের প্রতি সমবেদনা জানিয়ে সমালোচিত হয়েছিলেন মুনাওয়ার। গত ১৭ মার্চ গ্রেপ্তারের পাঁচ দিন পর জামিন পান বিগ বস ওটিটি ২-এর বিজেতা এলভিশ যাদব। সেই প্রসঙ্গে পাপারাজ্জিদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে মুনাওয়ার বলেছিলেন, এলভিশের যন্ত্রণা তিনি অনুভব করতে পারছেন, সে জামিন পাওয়ায় তিনি খুশি।
এর আগেও জেলে যেতে হয়েছে মুনাওয়ারকে। ২০২১ সালে প্রায় এক মাস ভারতের ইন্দোর সেন্ট্রাল জেলে কাটিয়েছেন মুনাওয়ার। এক কমেডি শোতে হিন্দু দেবী-দেবতাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ছিল মুনাওয়ারের বিরুদ্ধে। এক মাস পর জামিনে ছাড়া পান তিনি।
উল্লেখ্য, মুনাওয়ার ফারুকি কঙ্গনা রনৌতের লকআপ শোতে অংশ নিয়ে আলোচনার আসেন। সেই শো’র বিজয়ীও হন। বিগ বসের সদ্য সমাপ্ত সিজনেও শুরু থেকেই নজর কেড়েছেন মুনাওয়ার। খেতাবও জেতেন তিনি।
বছরজুড়েই নানা আয়োজনে নতুন গান উপহার দেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। সামনে আসছে ঈদ। এরই মধ্যে ঈদ উপলক্ষে নতুন গান করছেন আসিফ। সম্প্রতি তিনি গাইলেন ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের একটি আধুনিক গান। আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি। গানের কথা লিখেছেন ফারুক আনোয়ার...
৩ ঘণ্টা আগেপ্রখ্যাত চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং ভাস্কর নভেরা আহমেদকে নিয়ে ভিন্ন দুটি ডকুফিল্ম বানিয়েছেন অনন্যা রুমা। নাম ‘মনির: টেল অব টু কান্ট্রিস’ ও ‘নভেরা: স্মৃতির অভিযাত্রা’। ‘মনির: টেলস অব টু কান্ট্রিস’ নামের ডকুফিল্মটিতে উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের জীবনের নানা ঘটনা, তাঁর শিল্পকর্ম, ব্যক্তিগত...
৩ ঘণ্টা আগেগত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন...
৩ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে ঢাকাই সিনেমায় চলছে খলনায়কের সংকট। এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন। তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাঁদের মধ্যে একজন জাহিদ ইসলাম। ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় তাঁর। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন...
৩ ঘণ্টা আগে