বাবু মহল্লার খুব জনপ্রিয় একটি নাম, তবে সে কোন মহৎ কাজ করে মহল্লায় জনপ্রিয় হয়নি। মহল্লার প্রায় সব বাসাতেই সাবলেট ভাড়া থেকে সবার কাছে পরিচিত হয়েছে। বাবু এক বাসায় বেশি দিন থাকতে পারেনা। বাবু বাসায় উঠার পর এমন আচরন করা শুরু করে বাসার অন্যান্যদের সঙ্গে, লোকজনদের সাথে মনে হয় যেন এটা তার নিজের বাসা আর বাসার অন্য ভাড়াটিয়া তার ভাই, বোন, বন্ধু ,বউ এমনকি প্রেমিকা। এমন একটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকের নাম ‘সাবলেট বাবু’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি শিগগিরই দেখা যাবে আরটিভির পর্দায়।
গল্পে দেখা যাবে, মাহি স্বল্প বেতনের চাকরি করে। মাহির সমস্যা হলো সে সাধারণ কোন বাসায় থাকতে পারেনা, চাকরিটা স্বল্প বেতনের হলেও সে ভালো বাসায় থাকবে, সেজন্য তার বাসা ভাড়া সামলাতে হিমশিম খেতে হয়, তার পরিবার ঠিক করলো তাদের যে রুমটি খালি থাকে তা সাবলেটে ভাড়া দিয়ে দিবে। কথামত মাহি সাবলেটের লিফলেট লাগিয়ে দেয়। মাহির চরিত্রটি করছেন উর্মিলা শ্রাবন্তী কর।
মাহির লিফলেট দেখেই বাবু পরের দিন বাসায় এসে হাজির, বাবু সাবলেট রুমটি ভাড়া নিতে চায়। তাড়াতাড়ি ভাড়াটিয়া পেয়ে খুশি মাহির পরিবার। এরপর থেকে বাবু মাহির বাসায় থাকা শুরু করবে। এভাবেই গল্প এগিয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ আরো অনেকে।
বাবু মহল্লার খুব জনপ্রিয় একটি নাম, তবে সে কোন মহৎ কাজ করে মহল্লায় জনপ্রিয় হয়নি। মহল্লার প্রায় সব বাসাতেই সাবলেট ভাড়া থেকে সবার কাছে পরিচিত হয়েছে। বাবু এক বাসায় বেশি দিন থাকতে পারেনা। বাবু বাসায় উঠার পর এমন আচরন করা শুরু করে বাসার অন্যান্যদের সঙ্গে, লোকজনদের সাথে মনে হয় যেন এটা তার নিজের বাসা আর বাসার অন্য ভাড়াটিয়া তার ভাই, বোন, বন্ধু ,বউ এমনকি প্রেমিকা। এমন একটি চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। নাটকের নাম ‘সাবলেট বাবু’। রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকটি শিগগিরই দেখা যাবে আরটিভির পর্দায়।
গল্পে দেখা যাবে, মাহি স্বল্প বেতনের চাকরি করে। মাহির সমস্যা হলো সে সাধারণ কোন বাসায় থাকতে পারেনা, চাকরিটা স্বল্প বেতনের হলেও সে ভালো বাসায় থাকবে, সেজন্য তার বাসা ভাড়া সামলাতে হিমশিম খেতে হয়, তার পরিবার ঠিক করলো তাদের যে রুমটি খালি থাকে তা সাবলেটে ভাড়া দিয়ে দিবে। কথামত মাহি সাবলেটের লিফলেট লাগিয়ে দেয়। মাহির চরিত্রটি করছেন উর্মিলা শ্রাবন্তী কর।
মাহির লিফলেট দেখেই বাবু পরের দিন বাসায় এসে হাজির, বাবু সাবলেট রুমটি ভাড়া নিতে চায়। তাড়াতাড়ি ভাড়াটিয়া পেয়ে খুশি মাহির পরিবার। এরপর থেকে বাবু মাহির বাসায় থাকা শুরু করবে। এভাবেই গল্প এগিয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন মাসুম বাশার, মিলি বাশারসহ আরো অনেকে।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোকে কাতর পুরো দেশ। এমন মর্মান্তিক ঘটনায় ব্যথিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সিমলাও। আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।
৪ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যায় ফেসবুকে নুসরাত ফারিয়া লেখেন, ‘ডিপ্রেশন আর ট্রমা কল্পনার কিছু না, এগুলো বাস্তব, নিঃশব্দ, কিন্তু ভেতর থেকে ধ্বংস করে দেয়। অনেক সময় এসব শুরু হয় ছোটবেলায়, আর একটিমাত্র ঘটনা বদলে দিতে পারে গোটা জীবন।
৬ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জেমসের একটি কনসার্টের আয়ের অংশবিশেষ দেওয়া হবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের।
১০ ঘণ্টা আগেসীমা বিশ্বাসের চরিত্রের সাজপোশাক দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমায় তাঁকে শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে। তাঁর অভিব্যক্তি, পরনের ঢাকাই জামদানি শাড়ি এবং মাথায় ঘোমটা দেওয়ার ধরনে তেমনটাই ধারনা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে