Ajker Patrika

আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের বিয়ের গুঞ্জন

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০৯
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরেই নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। ২০২২ সালের নভেম্বরে খবর ছড়িয়েছিল, বিয়ে করেছেন রাজীব ও মেহজাবীন। তবে বিষয়টি এড়িয়ে গেছেন দুজনই, বরং বিয়ের খবর প্রকাশ করায় সাংবাদিকদের ওপর বিরক্তি প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন মেহজাবীন। আবারও শোনা গেল এই যুগলের বিয়ের গুঞ্জন। বিভিন্ন গণমাধ্যম নানা সূত্রের বরাত দিয়ে তাঁদের বিয়ের খবর প্রকাশ করেছে। এ মাসেই বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তাঁরা। তবে এ বিষয়ে মেহজাবীন ও রাজীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে দুজনের কেউই সাড়া দেননি। এ বিষয়ে কোথাও কোনো মন্তব্যও করেননি তাঁরা।

শোনা যাচ্ছে, ২৩ ফেব্রুয়ারি রাজধানীর মধুমতি মডেল টাউনে আয়োজন করা হয়েছে গায়েহলুদের অনুষ্ঠান। পরদিন ২৪ ফেব্রুয়ারি একই জায়গায় হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সেদিন উপস্থিত থাকবেন দুই তারকার পরিবার ও কাছের মানুষেরা।

মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার প্রেম ও বিয়ের খবরে শিরোনাম হয়েছেন মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব। কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন তাঁরা। যদিও বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে অংশ নিতে দেখা গেছে তাঁদের। বিভিন্ন উপলক্ষে একে অপরকে দিয়েছেন শুভেচ্ছা বার্তা। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি কখনোই খোলাসা করেননি দুজনের কেউই। যদিও একটি সাক্ষাৎকারে মেহজাবীন চৌধুরীকে নিয়ে আদনান আল রাজীব বলেছিলেন, ‘মেহজাবীন আমার জীবনের সেরা ও মূল্যবান ব্যক্তি।’

উল্লেখ্য, জনপ্রিয় অনেক নাটকের অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সিনেমাতেও নজর কেড়েছেন অভিনয়গুণে। গত বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত প্রথম চলচ্চিত্র ‌‘মালতী’। এটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত