Ajker Patrika

মানিকগঞ্জে তিন দিনব্যাপী নাট্যোৎসব

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
‘একখণ্ড জমি’ নাটকের দৃশ্য; ছবি: আজকের পত্রিকা
‘একখণ্ড জমি’ নাটকের দৃশ্য; ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের ঘিওরে শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্যোৎসব। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাবরা নবারুণ সংঘের ৬২ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় মাঠে এই নাট্যোৎসব শুরু হয়। উদ্বোধনী দিনে কয়েক হাজার নারী-পুরুষ নাটক উপভোগ করেন।

দেশের নানা আন্দোলন-সংগ্রাম, সমাজ পরিবর্তন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের অধিকার আদায়ের কাহিনিনির্ভর তিনটি নাটক প্রদর্শিত হবে এই আয়োজনে। নাটকগুলো হলো ‘একখণ্ড জমি’, ‘ভষ্ম’ ও ‘কুলাঙ্গার’। নাটকে অভিনয় করেছেন রায়হান জহির, চলচ্চিত্র অভিনেত্রী শাকিরা, মো. শামীম মিয়া, সবুজ হাকিম, মো. রাশিদুজ্জামান শাকিল, সেঁজুতি, আওয়াল, ডাবলু, ইমু, রাজ প্রমুখ। আগামী রোববার শেষ হবে এই উৎসব।

নাটক তিনটি পরিচালনা করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব রায়হান জহির ও মো. হাকিম খান। নাটক প্রদর্শনে সার্বিক সহযোগিতায় ছিল জাবরা মুসলিম যুবক সমিতি, জাবরা ও বানিয়াজুরী ইউনিয়নের এলাকাবাসী।

নাটকের পরিচালক রায়হান জহির বলেন, ‘সামাজিক অভিঘাত তুলে ধরে মানুষের মুক্তচিন্তা ও মূল্যবোধকে জাগ্রত করার চেষ্টায় তৈরি হয়েছে নাটক তিনটি।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবরা নবারুণ সংঘের সভাপতি মো. শামীম মিয়া। প্রধান অতিথি ছিলেন পিয়াল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম খান। উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের এজিএম আশরাফ উজ জামান খান, মানিকগঞ্জ সমিতি ইউকের সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত