Ajker Patrika

নিঃসন্তান মায়ের বেদনাগাথা নিয়ে ‘চার দেয়ালের মধ্যখানে’

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
নিঃসন্তান মায়ের বেদনাগাথা নিয়ে ‘চার দেয়ালের মধ্যখানে’

নিঃসন্তান মায়ের বেদনাগাথা নিয়ে নির্মিত হয়েছে বিটিভির নাটক ‘চার দেয়ালের মধ্যখানে’। পার্থ সারথী দাসের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এটি প্রচারিত হবে ২৭ নভেম্বর শনিবার রাত ৯টায়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আহসান হাবীব নাসিম, সুষমা সরকার, রিমু রোজা, মোস্তাফিজুর রহমান, গাজী রোকন ও শিশুশিল্পী ফাইজা।

‘চার দেয়ালের মধ্যখানে’ নাটকের দৃশ্যনাটকের গল্প প্রসঙ্গে মাহবুবা ফেরদৌস জানান, ‘চাকরিজীবী রায়হান অবৈধ অর্থে বিত্তবান হলেও সংসারে অসুখী। নিঃসন্তান হওয়ায় তার মনে হতাশা আর যন্ত্রণা বাসা বেঁধে থাকে সব সময়। তার স্ত্রী রীতা সন্তানহীনতার কারণে এবং স্বামীর অবহেলায় মানসিকভাবে বিপর্যস্থ। সন্তান না হওয়ায় তার ওপর দোষ চাপিয়ে শাশুড়িও তাকে নানাভাবে বিদ্রুপ করে। বাড়ির দারোয়ান তার মনের বেদনা বুঝতে পেরে একটি সন্তান চুরি করে এনে দিতে চাইলেও রাজি হয় না রীতা। একপর্যায়ে রীতার শাশুড়ি ছেলেকে আবার বিয়ে দেবেন বলে মনস্থির করেন। রীতা সিদ্ধান্ত নেয় স্বামীর দ্বিতীয় বিয়ের রাতেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার।’

‘চার দেয়ালের মধ্যখানে’ নাটকের দৃশ্যগল্পে আরও দেখা যাবে, এরই মধ্যে মেডিকেল রিপোর্ট হাতে পায় রীতা, যেটা দেখে সে বুঝতে পারে সন্তান জন্ম দিতে সক্ষম রীতা, সমস্যা তার স্বামী রায়হানের। রীতা এত দিনের মোক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তার স্বামীর বিয়ের রাতেই মেডিকেল রিপোর্ট শাশুড়ির সামনে স্বামীর হাতে তুলে দিয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করে রীতা।

‘চার দেয়ালের মধ্যখানে’ নাটকের দৃশ্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত