Ajker Patrika

শুরু হচ্ছে ধারাবাহিক ‘অনলাইন অফলাইন’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘অনলাইন অফলাইন’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, আখম হাসান, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, পাভেল ইসলাম, ইশতিয়াক আহমেদ রুমেল, তানজিকা আমিন, সালহা খানম নাদিয়া, নাবিলা ইসলাম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু প্রমুখ।

‘অনলাইন অফলাইন’ ধারাবাহিকের দৃশ্যগল্পের কেন্দ্রে রয়েছে একটি অফিস। এই অফিসটা যে কিসের সেটা এই অফিসের লোকজনও ভালো করে জানে না। বেশিরভাগ সময় এই অফিসে মিটিং হয় সামনে কিসের ব্যবসা শুরু করা যায় বা এই অফিসকে কিসের অফিস বানানো যায় তা নিয়ে। অফিসের মালিক তিন বন্ধু। স্টাফও তারা তিনজন। শাহেদ, রন্টু এবং ইমন। শাহেদ অফিসের বস। যদিও অন্য দুজন তাকে বস বলে পাত্তা দেয় না।  অফিস বিল্ডিংয়ের মালিক যুক্তরাষ্ট্র প্রবাসী। তার মামাতো ভাই সোলেমান ভবনের দেখভাল করে। বেয়াল্লিশ বছর বয়সে পঁচিশ বছরের রুমাকে বিয়ে করার পর থেকে বিপাকে আছে সোলেমান। সারাদিন টেনশনে থাকে এই বুঝি কেউ তার সুন্দরী বউয়ের সাথে প্রেম শুরু করল। অন্যদিকে রন্টু খুবই চালাক চতুর। এর তার পিছনে লেগে থাকে সবসময় কিন্তু কেউ তাকে ধরতে পারে না। সে ভালোবাসে কনাকে। কনাও হয়ত তাকে কিছুটা ভালোবাসে কিন্তু কখনোই সে ধরা দেয়না। অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

‘অনলাইন অফলাইন’ ধারাবাহিকের দৃশ্যপ্রতি রবি, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে নাটকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত