পাবনা ও হবিগঞ্জের পর আজ ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হচ্ছে রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’র অডিশন। ইতিমধ্যে অডিশন রাউন্ডের তিন বিচারক, সঞ্চালকসহ পুরো টিম অবস্থান করছে কালিয়াকৈরে।
পেশাগত কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি যাঁরা শখের বশে গান করেন, স্কয়ার গ্রুপের সেই সব প্রতিভাবান সংগীতশিল্পীকে বড় মঞ্চে গান করার সুযোগ করে দিচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’। অডিশন রাউন্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন লোকসংগীতশিল্পী ও গবেষক অণিমা মুক্তি গোমেজ; সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সুজন আরিফ এবং সংগীতশিল্পী ও সুরকার পুলক অধিকারী।
শিল্পী অণিমা মুক্তি গোমেজ বলেন, ‘শুধু গানকে ভালোবেসে যাঁরা সুর কণ্ঠে লালন করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, সেই সব কর্মজীবীকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে বিশেষ কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের পরিকল্পক, স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর কাছে। চাকরির পাশাপাশি কর্মীদের মাঝে ঐক্য, সম্প্রীতি বাড়িয়ে তোলার জন্য এ ধরনের আয়োজনে বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সংগীতশিল্পী সুজন আরিফ বলেন, ‘রিয়েলিটি শো হিসেবে টিভি পর্দায় দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে এটা যেমন সত্যি; পাশাপাশি নেপথ্যে যাঁরা কাজ করেছেন, পুরো টিমের সাথে আমাদের অভিজ্ঞতাও বেশ সুখকর।’ শিল্পী পুলক অধিকারী বলেন, ‘প্রত্যাশার চাইতেও গুণী শিল্পী পাচ্ছি ‘স্কয়ার সুরের সেরা’ থেকে। যাঁরা নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে নিজেকে তো এগিয়ে যাবেনই, সেই সাথে গর্বিত করবে ‘স্কয়ার’ গ্রুপকে।’
পুরো আয়োজনটি সঞ্চালনা করছেন এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মৌসুমী মৌ। সম্প্রতি স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার লেখা, শিহাব রিপনের সংগীত পরিচালনায় ‘স্কয়ার সুরের সেরা’র থিম সংও রেকর্ডিং হয়েছে। গানটি গেয়েছেন মিলন মাহমুদ ও অবন্তী সিঁথি।
খুব শিগগিরই মাছরাঙা টেলিভিশনে ‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অজয় পোদ্দার। তিনি জানান, স্কয়ার গ্রুপের পরিচয়পত্র বহনকারী যেকোনো সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
পাবনা, হবিগঞ্জ, কালিয়াকৈরের পর ভালুকা, ঢাকা ও চট্টগ্রামে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। এরপর স্টুডিও রাউন্ডে বিভিন্ন ধাপে প্রতিযোগিতা শেষে বিজয়ী নির্বাচিত হবে। স্টুডিও রাউন্ডে বিচারক হিসেবে থাকবেন দেশবরেণ্য সংগীতশিল্পী রুমানা ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও সংগীতশিল্পী এস আই টুটুল এবং জনপ্রিয় ও মেধাবী সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ। তাদের রায়ে নির্বাচিত সেরা বিজয়ী পাবেন নগদ ৫ লক্ষ টাকা। এ ছাড়া প্রথম রানারআপ ৩ লাখ, দ্বিতীয় রানার আপ ১ লাখ এবং চতুর্থ ও পঞ্চম যাঁরা হবেন, তাঁরা প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে।
প্রযোজক জানান, পাবনা অডিশন থেকে আটজন এবং হবিগঞ্জ থেকে চারজনকে বিচারকেরা স্কয়ার কার্ড দিয়েছেন। যাঁরা পরে ঢাকায় স্টুডিও রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
পাবনা ও হবিগঞ্জের পর আজ ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হচ্ছে রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’র অডিশন। ইতিমধ্যে অডিশন রাউন্ডের তিন বিচারক, সঞ্চালকসহ পুরো টিম অবস্থান করছে কালিয়াকৈরে।
পেশাগত কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি যাঁরা শখের বশে গান করেন, স্কয়ার গ্রুপের সেই সব প্রতিভাবান সংগীতশিল্পীকে বড় মঞ্চে গান করার সুযোগ করে দিচ্ছে ‘স্কয়ার সুরের সেরা’। অডিশন রাউন্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন লোকসংগীতশিল্পী ও গবেষক অণিমা মুক্তি গোমেজ; সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক সুজন আরিফ এবং সংগীতশিল্পী ও সুরকার পুলক অধিকারী।
শিল্পী অণিমা মুক্তি গোমেজ বলেন, ‘শুধু গানকে ভালোবেসে যাঁরা সুর কণ্ঠে লালন করে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, সেই সব কর্মজীবীকে আমি সাধুবাদ জানাই। সেই সাথে বিশেষ কৃতজ্ঞতা জানাই এই আয়োজনের পরিকল্পক, স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুর কাছে। চাকরির পাশাপাশি কর্মীদের মাঝে ঐক্য, সম্প্রীতি বাড়িয়ে তোলার জন্য এ ধরনের আয়োজনে বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সংগীতশিল্পী সুজন আরিফ বলেন, ‘রিয়েলিটি শো হিসেবে টিভি পর্দায় দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে এটা যেমন সত্যি; পাশাপাশি নেপথ্যে যাঁরা কাজ করেছেন, পুরো টিমের সাথে আমাদের অভিজ্ঞতাও বেশ সুখকর।’ শিল্পী পুলক অধিকারী বলেন, ‘প্রত্যাশার চাইতেও গুণী শিল্পী পাচ্ছি ‘স্কয়ার সুরের সেরা’ থেকে। যাঁরা নিজের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে নিজেকে তো এগিয়ে যাবেনই, সেই সাথে গর্বিত করবে ‘স্কয়ার’ গ্রুপকে।’
পুরো আয়োজনটি সঞ্চালনা করছেন এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা ও প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মৌসুমী মৌ। সম্প্রতি স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার লেখা, শিহাব রিপনের সংগীত পরিচালনায় ‘স্কয়ার সুরের সেরা’র থিম সংও রেকর্ডিং হয়েছে। গানটি গেয়েছেন মিলন মাহমুদ ও অবন্তী সিঁথি।
খুব শিগগিরই মাছরাঙা টেলিভিশনে ‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অজয় পোদ্দার। তিনি জানান, স্কয়ার গ্রুপের পরিচয়পত্র বহনকারী যেকোনো সদস্য এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
পাবনা, হবিগঞ্জ, কালিয়াকৈরের পর ভালুকা, ঢাকা ও চট্টগ্রামে অডিশন পর্ব অনুষ্ঠিত হবে। এরপর স্টুডিও রাউন্ডে বিভিন্ন ধাপে প্রতিযোগিতা শেষে বিজয়ী নির্বাচিত হবে। স্টুডিও রাউন্ডে বিচারক হিসেবে থাকবেন দেশবরেণ্য সংগীতশিল্পী রুমানা ইসলাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ও সংগীতশিল্পী এস আই টুটুল এবং জনপ্রিয় ও মেধাবী সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ। তাদের রায়ে নির্বাচিত সেরা বিজয়ী পাবেন নগদ ৫ লক্ষ টাকা। এ ছাড়া প্রথম রানারআপ ৩ লাখ, দ্বিতীয় রানার আপ ১ লাখ এবং চতুর্থ ও পঞ্চম যাঁরা হবেন, তাঁরা প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে।
প্রযোজক জানান, পাবনা অডিশন থেকে আটজন এবং হবিগঞ্জ থেকে চারজনকে বিচারকেরা স্কয়ার কার্ড দিয়েছেন। যাঁরা পরে ঢাকায় স্টুডিও রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে