Ajker Patrika

লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৬: ২৪
লাখ টাকায় পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

গতকাল মঙ্গলবার বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট। অনেকে ব্যবসায়ী মুহূর্তেই কোটিপতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন। এবার ব্যবসায়ীদের পাশে এগিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় এই সংগীত তারকা ও অভিনেতা পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনে নিলেন! তাহসানের মহতী এই কাজের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ।

আজ বুধবার দুপুরে বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে জানানো হয়, জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! আর এই টাকা পৌঁছে দেওয়া হচ্ছে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

পোড়া লুঙ্গি কিনলেন তাহসানবিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যানন্দ জানায়, লুঙ্গির দাম এক লাখ টাকা! জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।

বিদ্যানন্দ নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, ‘আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।’

রাজধানীর বঙ্গবাজারে সাতটি মার্কেটে অন্তত পাঁচ হাজার দোকান গতকাল পুড়ে ছাই হয়েছে। প্রতিটি দোকানে ঈদের আগে পোশাক তোলা হয়েছিল। সব পুড়ে গেছে। দোকানের মালপত্রের সঙ্গে পুড়েছে নগদ টাকাও। ব্যবসায়ীদের দাবি, প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত