Ajker Patrika

বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৬: ১৭
বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

বাবা হারিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে মারা যান অজিতের বাবা পি সুব্রামানিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

অজিত কুমার তাঁর দুই ভাইসহ যৌথ পারিবারিক বিবৃতিতে জানান, ‘আজ সকালে আমাদের বাবা পি এস মনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।’

বিবৃতিতে আরও উল্লেখ আছে, ‘চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিকেল-সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ পারিবারিকভাবে পি এস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অজিতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেতা শরৎ কুমার টুইটারে লেখেন, ‘প্রিয় অজিত ও তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর বাবার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

অভিনেতা সাক্ষী আগরওয়াল টুইটে লেখেন, ‘অজিত কুমার স্যার এবং পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা! ঈশ্বর তাঁদের এই ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি দিন।’

তিনি স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত