Ajker Patrika

বাবা হারিয়েছেন দক্ষিণী তারকা অজিত কুমার

বিনোদন ডেস্ক
আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৬: ১৭
Thumbnail image

বাবা হারিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে মারা যান অজিতের বাবা পি সুব্রামানিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।

অজিত কুমার তাঁর দুই ভাইসহ যৌথ পারিবারিক বিবৃতিতে জানান, ‘আজ সকালে আমাদের বাবা পি এস মনি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।’

বিবৃতিতে আরও উল্লেখ আছে, ‘চার বছর আগে বাবার স্ট্রোক হয়েছিল। তারপর থেকে মেডিকেল-সংশ্লিষ্টরা আমাদের সহযোগিতা করে আসছিলেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’ পারিবারিকভাবে পি এস মনির শেষকৃত্য সম্পন্ন হবে বলেও এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

অজিতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকেই। অভিনেতা শরৎ কুমার টুইটারে লেখেন, ‘প্রিয় অজিত ও তার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর বাবার মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

অভিনেতা সাক্ষী আগরওয়াল টুইটে লেখেন, ‘অজিত কুমার স্যার এবং পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা! ঈশ্বর তাঁদের এই ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি দিন।’

তিনি স্ত্রী মোহিনী ও তিন পুত্র অনুপ কুমার, অজিত কুমার, অনিল কুমারকে রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত