দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় ও নির্মাতা লোকেশ কানাগরাজ আবার একসঙ্গে ফিরছেন। ব্যবসাসফল সিনেমা ‘মাস্টার’-এর সাফল্যের পর ‘লিও: ব্লাডি সুইট’ নামের তামিল সিনেমা নিয়ে ফিরছেন তাঁরা। কিছুদিন আগেই এর টাইটেল টিজার প্রকাশিত হয়েছে, যা অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার সিনেমাটি মুক্তির আগে গড়েছে নতুন রেকর্ড। মুক্তির আগেই এর আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি। শুধু তা-ই নয়, এই সিনেমার শুটিংই এখনো শেষ হয়নি! এর আগে কোনো তামিল সিনেমা মুক্তির আগে এত বেশি আয় করতে পারেনি। রেকর্ড পরিমাণ এই আয় হয়েছে ছবিটির বিভিন্ন রাইটস বিক্রি থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘লিও’ সিনেমার ডিজিটাল রাইটস কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ১২০ কোটি রুপির বিশাল অঙ্কে বিজয়ের সিনেমাটি নিয়েছে তারা। এ ছাড়া সান টিভির কাছে ৭০ কোটি রুপিতে স্যাটেলাইট রাইটস, সনি মিউজিকের কাছে ১৮ কোটি রুপিতে মিউজিক্যাল রাইটস বিক্রি করেছে তারা। এর বাইরে সিনেমাটির হিন্দি ডাবিং ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হচ্ছে ৩০ কোটি রুপিতে। এ ছাড়া থিয়েট্রিক্যাল রাইটস থেকেও আসছে মোটা অঙ্কের টাকা। জানা গেছে, ছবিটির বিশ্বব্যাপী থিয়েটার রাইটস ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সব মিলিয়ে মুক্তির আগে ‘লিও’র ঝুলিতে ৪১৩ কোটি রুপি।
নির্মাতা লোকেশ কানাগরাজের গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় সিনেমা এটি। এর আগে এই সিরিজের ‘কাইথি’ ও ‘বিক্রম’ সিনেমা দুটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। গল্প নির্বাচন থেকে নির্মাণ—সব জায়গায় লোকেশ কানাগরাজ কুড়িয়েছেন বিপুল প্রশংসা। তাই ‘লিও’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ সেগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।
‘লিও’ সিনেমাটি নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)–এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।
দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয় ও নির্মাতা লোকেশ কানাগরাজ আবার একসঙ্গে ফিরছেন। ব্যবসাসফল সিনেমা ‘মাস্টার’-এর সাফল্যের পর ‘লিও: ব্লাডি সুইট’ নামের তামিল সিনেমা নিয়ে ফিরছেন তাঁরা। কিছুদিন আগেই এর টাইটেল টিজার প্রকাশিত হয়েছে, যা অনেক দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার সিনেমাটি মুক্তির আগে গড়েছে নতুন রেকর্ড। মুক্তির আগেই এর আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি। শুধু তা-ই নয়, এই সিনেমার শুটিংই এখনো শেষ হয়নি! এর আগে কোনো তামিল সিনেমা মুক্তির আগে এত বেশি আয় করতে পারেনি। রেকর্ড পরিমাণ এই আয় হয়েছে ছবিটির বিভিন্ন রাইটস বিক্রি থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে সিনেমাটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ‘লিও’ সিনেমার ডিজিটাল রাইটস কিনেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ১২০ কোটি রুপির বিশাল অঙ্কে বিজয়ের সিনেমাটি নিয়েছে তারা। এ ছাড়া সান টিভির কাছে ৭০ কোটি রুপিতে স্যাটেলাইট রাইটস, সনি মিউজিকের কাছে ১৮ কোটি রুপিতে মিউজিক্যাল রাইটস বিক্রি করেছে তারা। এর বাইরে সিনেমাটির হিন্দি ডাবিং ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হচ্ছে ৩০ কোটি রুপিতে। এ ছাড়া থিয়েট্রিক্যাল রাইটস থেকেও আসছে মোটা অঙ্কের টাকা। জানা গেছে, ছবিটির বিশ্বব্যাপী থিয়েটার রাইটস ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সব মিলিয়ে মুক্তির আগে ‘লিও’র ঝুলিতে ৪১৩ কোটি রুপি।
নির্মাতা লোকেশ কানাগরাজের গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় সিনেমা এটি। এর আগে এই সিরিজের ‘কাইথি’ ও ‘বিক্রম’ সিনেমা দুটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। গল্প নির্বাচন থেকে নির্মাণ—সব জায়গায় লোকেশ কানাগরাজ কুড়িয়েছেন বিপুল প্রশংসা। তাই ‘লিও’ নিয়ে দর্শকের আগ্রহ অনেক। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ সেগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।
‘লিও’ সিনেমাটি নির্মাতা লোকেশ কানাগরাজের এলসিইউর (লোকেশ সিনেমাটিক ইউনিভার্স)–এর অংশ। তাই কাইথির দিল্লি ও বিক্রমকেও দেখা যেতে পারে এতে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ অক্টোবর। সিনেমাটিতে থালাপতি বিজয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি।
ওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
১ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
১১ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১২ ঘণ্টা আগে