দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও আলোচিত সিনেমা ‘ভারিসু’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। আজ বুধবার ট্রেলারটি মুক্তির পরেই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
ট্রেলারে দেখা গেছে সিনেমাটি একটি বড় যৌথ পরিবারের গল্প। এতে নায়কের চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের বাবার চরিত্রে রয়েছেন শরৎকুমার। তাঁর তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্ত। সুখী ওই পরিবারে দ্বন্দ্ব তখন আসে, যখন শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়।
ইতিমধ্যে ট্রেলারের একটি ডায়ালগ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। একটি দৃশ্যে প্রকাশ রাজকে উদ্দেশ্য করে বিজয়কে বলতে শোনা যায় ‘ক্ষমতা সিংহাসনে থাকে না স্যার। যিনি সিংহাসনে বসেন, তিনিই ক্ষমতা চালান।’
বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি একই দিনে ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।
দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও আলোচিত সিনেমা ‘ভারিসু’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। আজ বুধবার ট্রেলারটি মুক্তির পরেই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
ট্রেলারে দেখা গেছে সিনেমাটি একটি বড় যৌথ পরিবারের গল্প। এতে নায়কের চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের বাবার চরিত্রে রয়েছেন শরৎকুমার। তাঁর তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্ত। সুখী ওই পরিবারে দ্বন্দ্ব তখন আসে, যখন শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়।
ইতিমধ্যে ট্রেলারের একটি ডায়ালগ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। একটি দৃশ্যে প্রকাশ রাজকে উদ্দেশ্য করে বিজয়কে বলতে শোনা যায় ‘ক্ষমতা সিংহাসনে থাকে না স্যার। যিনি সিংহাসনে বসেন, তিনিই ক্ষমতা চালান।’
বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি একই দিনে ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।
বাবার কথা অক্ষরে অক্ষরে মেনে চলেন সালমান খান। তাঁর বাবা প্রখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খান। ক্যারিয়ারের শুরু থেকেই বাবার পরামর্শ মেনে কাজ করছেন বলিউড ভাইজান। তাঁর ব্যক্তিজীবনেও ছাপ ফেলেছে বাবার জীবনদর্শন। তবে সম্প্রতি বাবার মুখ থেকে একটি উপদেশ শুনে বেশ আফসোসই হলো সালমানের। ভক্তদের সঙ্গে সেটা
১৬ মিনিট আগেযুক্তরাজ্যের যে সিনেমা হলে এই ঘটনা ঘটেছে, সেখানে পবন কল্যাণ অভিনীত তেলুগু সিনেমা ‘হারি হারা ভেরা মাল্লু’র প্রদর্শনী চলছিল। হঠাৎ প্রদর্শনী থামিয়ে দেওয়া হয়। কেন সিনেমা হল নোংরা করা হচ্ছে—দর্শকদের এমন প্রশ্ন করেন হলের কর্মীরা।
৩ ঘণ্টা আগেওয়েব কনটেন্টের নিয়মিত দর্শক চিত্রাঙ্গদা সিং। এই বলিউড অভিনেত্রীর ওয়াচ লিস্টে রয়েছে সারা বিশ্বের সিনেমা-সিরিজ। বর্তমানে তিনি দেখছেন ‘ল্যান্ডম্যান’। চিত্রাঙ্গদার প্রিয় হয়ে উঠেছে সিরিজটি। অভিনেত্রী জানালেন তাঁর আরও দুই পছন্দের ওয়েব সিরিজের নাম।
৬ ঘণ্টা আগেউত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৬ ঘণ্টা আগে