বর্ষীয়ান তেলুগু অভিনেতা ছালাপথি রাও মারা গেছেন। আজ রোববার বানজারা হিলসের এমএলএ কলোনিতে তাঁর ছেলে অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রবি বাবুর বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ খবর দিয়েছে।
এই অভিনেতা ছয়শরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তেলুগু সিনেমায় তাঁর কমেডি অভিনয় ও খলনায়কের চরিত্র তাঁকে দর্শকদের মনে জায়গা করে দিয়েছিল।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন ছালাপতি রাও। অভিনীত সিনেমার প্রতিটি চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি।
ছালাপথি রাও একটানা ৫৬ বছর অভিনয় করে গেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—সাক্ষী (১৯৬৭), ড্রাইভার রামুডু (১৯৭৯), ভজরাম (১৯৯৫), মুন্না (২০০৭) এ ছাড়া বলিউড সিনেমা, কিক (২০০৯) সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র বাঙ্গারাজু (২০২২)।
এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে দক্ষিণে নেমে এসেছে শোকের ছায়া। গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন আরেক বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। গত তিন দিনে এই দুজন অভিনেতার মৃত্যু চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সবাই।
বর্ষীয়ান তেলুগু অভিনেতা ছালাপথি রাও মারা গেছেন। আজ রোববার বানজারা হিলসের এমএলএ কলোনিতে তাঁর ছেলে অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রবি বাবুর বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ খবর দিয়েছে।
এই অভিনেতা ছয়শরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তেলুগু সিনেমায় তাঁর কমেডি অভিনয় ও খলনায়কের চরিত্র তাঁকে দর্শকদের মনে জায়গা করে দিয়েছিল।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন ছালাপতি রাও। অভিনীত সিনেমার প্রতিটি চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি।
ছালাপথি রাও একটানা ৫৬ বছর অভিনয় করে গেছেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—সাক্ষী (১৯৬৭), ড্রাইভার রামুডু (১৯৭৯), ভজরাম (১৯৯৫), মুন্না (২০০৭) এ ছাড়া বলিউড সিনেমা, কিক (২০০৯) সহ অসংখ্য ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র বাঙ্গারাজু (২০২২)।
এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে দক্ষিণে নেমে এসেছে শোকের ছায়া। গত ২৩ ডিসেম্বর প্রয়াত হন আরেক বর্ষীয়ান অভিনেতা কালিকা সত্যনারায়ণ। গত তিন দিনে এই দুজন অভিনেতার মৃত্যু চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সবাই।
দীর্ঘ প্রতীক্ষার পরে ৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো শাহরুখ খানের ঘরে আসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তা-ই নয়, শাহরুখের মতো এ বছর প্রথমবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার ঘরে তুলছেন রানী মুখার্জি।
১০ ঘণ্টা আগেমাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত দুটি নতুন অনুষ্ঠান। একটি ‘বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে’, অন্যটি ‘স্টার নাইট’। স্টার নাইট প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ৯টায়। বিহাইন্ড দ্য ফেম উইদ আরআরকে একযোগে প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।
১০ ঘণ্টা আগেবিতর্কের সূত্রপাত ২০২০-২১ সালের কৃষক আন্দোলনের সময়। সে সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাঞ্জাবের ৭৩ বছর বয়সী বৃদ্ধা মহিন্দর কৌরের একটি ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের ‘বিলকিস বানু’, যাকে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে আনা যায়।
১১ ঘণ্টা আগেসিতারে জমিন পার ইউটিউবে মুক্তির ঘোষণা দেওয়ার জন্য বানানো হয়েছে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও। তাতে দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গী করে নিজের ব্যর্থতা নিয়ে মজা করতে দেখা গেল আমির খানকে। ভিডিওটি তৈরি হয়েছে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমার বাবা-ছেলের দৃশ্যের অনুকরণে।
১৩ ঘণ্টা আগে